Rafael Nadal: কোর্টে কামব্যাক হচ্ছে তাড়াতাড়ি, ইঙ্গিত রাফায়েল নাদালের
চলতি বছরে হওয়া উইম্বলডনের পর থেকে আর কোর্টে নামেননি ২২টি গ্র্যান্ড স্লামের মালিক রাফায়েল নাদাল। তলপেটের ব্যথার কারণে, উইম্বলডনের সেমিফাইনাল থেকেও সরে দাঁড়িয়েছিলেন রাফা। তবে এ বার কোর্টে কামব্যাকের পালা। নিজের ইন্সটাগ্রামে এমনই ইঙ্গিত দিলেন বিশ্বের তিন নম্বর টেনিস তারকা।
Most Read Stories