Copa del Rey: বিলবাওয়ের কাছে হেরে কোপা দেল রে থেকে বিদায় রিয়াল মাদ্রিদের
কোপা দেল রে (Copa del Rey)-এর কোয়ার্টার ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের (Athletic Bilbao) কাছে ১-০ গোলে হারল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। ঘরের মাঠে শুরু থেকেই দাপট দেখাচ্ছিল বিলবাও। কিন্তু গোলের দেখা মেলেনি লুকা মদ্রিচদের। ম্যাচের ৮৯ মিনিটে সাবস্টিটিউট হিসেবে নামা অ্যালেক্স বারেনগুয়ার রেমিরোর (Alejandro Berenguer Remiro) একমাত্র গোলে সেমিফাইনালে পৌঁছে গেল বিলবাও।
Most Read Stories