AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shahid Imam: শাহিদ ইমামের প্রাসাদ-সম বাড়িতেই হেলিপ্যাড তৈরির পরিকল্পনা! দেখুন ছবি

| Edited By: | Updated on: Feb 20, 2023 | 12:11 AM
Share
 হুগলির আরামবাগের শাহিদ ইমাম সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর থেকেই উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য।  প্রাথমিক স্কুলের ‘স্যর’ কালেভদ্রে স্কুলে যেতেন কখনও বিএমডব্লু বা ফরচুনা বা বুলেট মোটরবাইকে চেপে।

হুগলির আরামবাগের শাহিদ ইমাম সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর থেকেই উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিক স্কুলের ‘স্যর’ কালেভদ্রে স্কুলে যেতেন কখনও বিএমডব্লু বা ফরচুনা বা বুলেট মোটরবাইকে চেপে।

1 / 8
আরামবাগের শাহিদ ইমাম 'মহারাজ' নামে এলাকায় পরিচিত ছিলেন। সেই মহারাজের মতোই আরামবাগে প্রাসাদসম অট্টালিকা বানাচ্ছিলেন।

আরামবাগের শাহিদ ইমাম 'মহারাজ' নামে এলাকায় পরিচিত ছিলেন। সেই মহারাজের মতোই আরামবাগে প্রাসাদসম অট্টালিকা বানাচ্ছিলেন।

2 / 8
'মহারাজ'-এর অট্টালিকার ছাদে বিশেষ কিছু তৈরি করার পরিকল্পনা হচ্ছিল। তাই ছাদের উপরে ছিল বিশেষ নকশা।

'মহারাজ'-এর অট্টালিকার ছাদে বিশেষ কিছু তৈরি করার পরিকল্পনা হচ্ছিল। তাই ছাদের উপরে ছিল বিশেষ নকশা।

3 / 8
শাহিদ ইমামের নির্মীয়মাণ বাড়ির ছাদে হেলিকপ্টার তৈরির পরিকল্পনা ছিল। অন্তত এলাকাবাসীর এমনই দাবি।

শাহিদ ইমামের নির্মীয়মাণ বাড়ির ছাদে হেলিকপ্টার তৈরির পরিকল্পনা ছিল। অন্তত এলাকাবাসীর এমনই দাবি।

4 / 8
শাহিদ ইমাম আরামবাগের এই বাড়িটিতেই বাস করতেন। এছাড়া বর্ধমানে তাঁর একটি ডান্স বার ছিল।

শাহিদ ইমাম আরামবাগের এই বাড়িটিতেই বাস করতেন। এছাড়া বর্ধমানে তাঁর একটি ডান্স বার ছিল।

5 / 8
Shahid Imam: শাহিদ ইমামের প্রাসাদ-সম বাড়িতেই হেলিপ্যাড তৈরির পরিকল্পনা! দেখুন ছবি

6 / 8
শাহিদ ইমামের আরামবাগের নির্মীয়মাণ বাড়ির ভিতরে ছিল ঘোরানো সিঁড়ি। যা বিশেষ তাৎপর্যপূর্ণ।

শাহিদ ইমামের আরামবাগের নির্মীয়মাণ বাড়ির ভিতরে ছিল ঘোরানো সিঁড়ি। যা বিশেষ তাৎপর্যপূর্ণ।

7 / 8
শাহিদ ইমামের এলাকায় নাম ছিল সমাজসেবী। কী ভাবে তিনি সমাজসেবী হলেন তা নিয়ে সন্দিহান এলাকাবাসী।

শাহিদ ইমামের এলাকায় নাম ছিল সমাজসেবী। কী ভাবে তিনি সমাজসেবী হলেন তা নিয়ে সন্দিহান এলাকাবাসী।

8 / 8