AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fifa U-17 women’s world cup: অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফাইনালের উজ্জ্বল তারা

আজ, মঙ্গলবার থেকে ভারতের মাটিতে বসতে চলেছে সপ্তম ফিফা অনূর্ধ্ব ১৭ মেয়েদের বিশ্বকাপ। তার আগের সংস্করণগুলিতে ফাইনাল ম্যাচের তারকাদের দিকে চোখ বুলিয়ে নেওয়া যাক।

| Edited By: | Updated on: Oct 11, 2022 | 8:46 AM
Share
আজ, মঙ্গলবার থেকে ভারতের মাটিতে বসতে চলেছে সপ্তম ফিফা অনূর্ধ্ব ১৭ মেয়েদের বিশ্বকাপ। তার আগের সংস্করণগুলিতে ফাইনাল ম্যাচের তারকাদের দিকে চোখ বুলিয়ে নেওয়া যাক। ছবিতে গোল্ডেন বল পুরস্কার নিয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটি স্পেনের ক্লডিয়া পিনা। ২০১৮ সালে উরুগুয়ে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল স্পেন ও মেক্সিকো। সেবার টুর্নামেন্ট মাতিয়ে দিয়েছিলেন ক্লডিয়া।

আজ, মঙ্গলবার থেকে ভারতের মাটিতে বসতে চলেছে সপ্তম ফিফা অনূর্ধ্ব ১৭ মেয়েদের বিশ্বকাপ। তার আগের সংস্করণগুলিতে ফাইনাল ম্যাচের তারকাদের দিকে চোখ বুলিয়ে নেওয়া যাক। ছবিতে গোল্ডেন বল পুরস্কার নিয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটি স্পেনের ক্লডিয়া পিনা। ২০১৮ সালে উরুগুয়ে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল স্পেন ও মেক্সিকো। সেবার টুর্নামেন্ট মাতিয়ে দিয়েছিলেন ক্লডিয়া।

1 / 5
ইয়ো মিনজি, ২০১০: অনূর্ধ্ব ১৭ মেয়েদের দ্বিতীয় ফুটবল বিশ্বকাপ। সেবার সোনার বল এবং বুট দুটোই গিয়েছিল কোরিয়া রিপাবলিকের ফরোয়ার্ড ইয়ো মিনজির ঝুলিতে। ছয় ম্যাচে আটটি গোল করে কোরিয়াকে খেতাব জিততে সাহায্য করেন মিনজি।

ইয়ো মিনজি, ২০১০: অনূর্ধ্ব ১৭ মেয়েদের দ্বিতীয় ফুটবল বিশ্বকাপ। সেবার সোনার বল এবং বুট দুটোই গিয়েছিল কোরিয়া রিপাবলিকের ফরোয়ার্ড ইয়ো মিনজির ঝুলিতে। ছয় ম্যাচে আটটি গোল করে কোরিয়াকে খেতাব জিততে সাহায্য করেন মিনজি।

2 / 5
মানা ইয়াবুচি, ২০০৮ সাল: উদ্বোধনী বিশ্বকাপের ফাইনালে সোনার বল পেয়েছিলেন জাপানের মানা ইয়াবুচি। (ছবি:ফিফা ওয়েবসাইট)

মানা ইয়াবুচি, ২০০৮ সাল: উদ্বোধনী বিশ্বকাপের ফাইনালে সোনার বল পেয়েছিলেন জাপানের মানা ইয়াবুচি। (ছবি:ফিফা ওয়েবসাইট)

3 / 5
 হিনা সুগিতা, ২০১৪: কোস্টারিকা বিশ্বকাপে সেবার প্রথমবার খেতাব জিতেছিল জাপান। এর জন্য ধন্যবাদ প্রাপ্য দলের অধিনায়র হিনা সুগিতা। পাঁচ ম্যাচে পাঁচ গোল সুগিতাকে সোনার বল জিতিয়ে দেয়।(ছবি:ফিফা ওয়েবসাইট)

হিনা সুগিতা, ২০১৪: কোস্টারিকা বিশ্বকাপে সেবার প্রথমবার খেতাব জিতেছিল জাপান। এর জন্য ধন্যবাদ প্রাপ্য দলের অধিনায়র হিনা সুগিতা। পাঁচ ম্যাচে পাঁচ গোল সুগিতাকে সোনার বল জিতিয়ে দেয়।(ছবি:ফিফা ওয়েবসাইট)

4 / 5
ফুকা নগানো, ২০১৬ : ২০১৪ সালের সংস্করণে জাপান দলের সদস্য ছিলেন। এরপর জাপান অনূর্ধ্ব ১৭ দলের নেতৃত্ব যায় ফুকার হাতে। ২০১৬ সালের বিশ্বকাপে ফুকার ঝুলিতে আসে গোল্ডেন বল। সেবার জাপান রানার্স হয়ে ফিরেছিল। সেবছর এশিয়ার বর্ষসেরা তরুণ ফুটবলার হিসেবে বিবেচিত হন ফুকা।  (ছবি:ফিফা ওয়েবসাইট)

ফুকা নগানো, ২০১৬ : ২০১৪ সালের সংস্করণে জাপান দলের সদস্য ছিলেন। এরপর জাপান অনূর্ধ্ব ১৭ দলের নেতৃত্ব যায় ফুকার হাতে। ২০১৬ সালের বিশ্বকাপে ফুকার ঝুলিতে আসে গোল্ডেন বল। সেবার জাপান রানার্স হয়ে ফিরেছিল। সেবছর এশিয়ার বর্ষসেরা তরুণ ফুটবলার হিসেবে বিবেচিত হন ফুকা। (ছবি:ফিফা ওয়েবসাইট)

5 / 5