AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Natural Snake Repellent: সামনেই বর্ষা! বাড়ির চারপাশে ছড়ান এই প্রাকৃতিক ৮ জিনিস, গন্ধেই বাপ বাপ বলে পালাবে বিষধর সাপ

Repelling Smells: পুজো করা হওয়ায় অনেকেই সাপকে হত্যা করতে চান না বহু মানুষ। অনেকেই হয় তো জানেন না, বর্ষার সময় বিষাক্ত প্রাণীদেরকে না মেরে তাড়ানো রয়েছে বেশ কিছু সহজ ঘরোয়া টোটকা। বিশেষজ্ঞদের মতে, সাপ ভয় পেয়েই আক্রমণ করে। ফলে সাপকে বিরক্ত না করলেই ভাল। সাপকে ঘরের চারপাশ থেকে দ্রুত তাড়াতে যায় সহজেই।

| Updated on: Jun 17, 2024 | 2:51 PM
Share
ভ্য়াপসা গরমে নাজেহাল হলেও একটাই স্বস্তি, সামনেই আসছে বর্ষা। তাই বর্ষার আগমনে মন শান্ত হলেও মনে একটা আশঙ্কাও থেকে থাকে। কারণ এই সময় যত বহুতলেই থাকা হোক না কেন, মাঠে-ঘাটে, রাস্তায়, বাড়ির ঝোঁপে-ঝাড়ে সাপের উপদ্রব বাড়ে।

ভ্য়াপসা গরমে নাজেহাল হলেও একটাই স্বস্তি, সামনেই আসছে বর্ষা। তাই বর্ষার আগমনে মন শান্ত হলেও মনে একটা আশঙ্কাও থেকে থাকে। কারণ এই সময় যত বহুতলেই থাকা হোক না কেন, মাঠে-ঘাটে, রাস্তায়, বাড়ির ঝোঁপে-ঝাড়ে সাপের উপদ্রব বাড়ে।

1 / 9
বর্ষার সময় বিষধর সাপের উপদ্রব হয় বেশি। হিন্দু ধর্মে সাপকে দেবতার আসনে রেখে পুজো করা হয়। গ্রামাঞ্চলে সাপের কাপড়ে বহু মানুষের মৃত্যু হয় প্রতি বছর। তাই নাগদেবতাকে বিশেষ রীতিতে পুজো করার চল রয়েছে এখনও।

বর্ষার সময় বিষধর সাপের উপদ্রব হয় বেশি। হিন্দু ধর্মে সাপকে দেবতার আসনে রেখে পুজো করা হয়। গ্রামাঞ্চলে সাপের কাপড়ে বহু মানুষের মৃত্যু হয় প্রতি বছর। তাই নাগদেবতাকে বিশেষ রীতিতে পুজো করার চল রয়েছে এখনও।

2 / 9
বিষধর সাপের নাম শুনলে অনেকেরই গা শিরশির করে ওঠে। আতঙ্কে অনেকে সাপের ছবি পর্যন্ত দেখেন না। সাপের ভয় কাটাতে অনেকে আবার তাবিজ পরেন বা মন্ত্র আওড়ান। বাড়ির কোথাও সাপ বের হলে ঘাবড়ে গিয়ে ও আতঙ্কে সেই সাপকে মেরে ফেলার উদ্যোগ নেন। 

বিষধর সাপের নাম শুনলে অনেকেরই গা শিরশির করে ওঠে। আতঙ্কে অনেকে সাপের ছবি পর্যন্ত দেখেন না। সাপের ভয় কাটাতে অনেকে আবার তাবিজ পরেন বা মন্ত্র আওড়ান। বাড়ির কোথাও সাপ বের হলে ঘাবড়ে গিয়ে ও আতঙ্কে সেই সাপকে মেরে ফেলার উদ্যোগ নেন। 

3 / 9
পুজো করা হওয়ায় অনেকেই সাপকে হত্যা করতে চান না বহু মানুষ। অনেকেই হয় তো জানেন না, বর্ষার সময় বিষাক্ত প্রাণীদেরকে না মেরে তাড়ানো রয়েছে বেশ কিছু সহজ ঘরোয়া টোটকা। বিশেষজ্ঞদের মতে, সাপ ভয় পেয়েই আক্রমণ করে। ফলে সাপকে বিরক্ত না করলেই ভাল। সাপকে ঘরের চারপাশ থেকে দ্রুত তাড়াতে যায় সহজেই। সাপ বেশ কিছু জিনিসের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। সেগুলি সকলের হাতের কাছেই থাকে। 

পুজো করা হওয়ায় অনেকেই সাপকে হত্যা করতে চান না বহু মানুষ। অনেকেই হয় তো জানেন না, বর্ষার সময় বিষাক্ত প্রাণীদেরকে না মেরে তাড়ানো রয়েছে বেশ কিছু সহজ ঘরোয়া টোটকা। বিশেষজ্ঞদের মতে, সাপ ভয় পেয়েই আক্রমণ করে। ফলে সাপকে বিরক্ত না করলেই ভাল। সাপকে ঘরের চারপাশ থেকে দ্রুত তাড়াতে যায় সহজেই। সাপ বেশ কিছু জিনিসের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। সেগুলি সকলের হাতের কাছেই থাকে। 

4 / 9
সাধারণত পাহাড়ি ও গ্রাম্য এলাকার ঝোঁপেঝাড়ে বা পুরনো বাড়িতে পুকুর, পার্ক ইত্যাদির কাছাকাছি বিষধর সাপ পাওয়া যায়। এমনকি বর্ষার সময় খাবারের খোঁজে বাড়ির ভিতরেও সাপ ঢুকে পড়ে। তাই বর্ষার আগে থেকেই হাতের কাছে রাখুন বিশেষ গন্ধ যুক্ত জিনিস, যেগুলির গন্ধ পেলেই বাপ বাপ বলে পালাবে বিষধর সাপ। 

সাধারণত পাহাড়ি ও গ্রাম্য এলাকার ঝোঁপেঝাড়ে বা পুরনো বাড়িতে পুকুর, পার্ক ইত্যাদির কাছাকাছি বিষধর সাপ পাওয়া যায়। এমনকি বর্ষার সময় খাবারের খোঁজে বাড়ির ভিতরেও সাপ ঢুকে পড়ে। তাই বর্ষার আগে থেকেই হাতের কাছে রাখুন বিশেষ গন্ধ যুক্ত জিনিস, যেগুলির গন্ধ পেলেই বাপ বাপ বলে পালাবে বিষধর সাপ। 

5 / 9
রসুন ও পেঁয়াজ সব বাড়িতেই মজুত থাকে। অনেকেই জানেন না যে সাপ রসুন ও পেঁয়াজের গন্ধ সহ্য পারে না। এই সময় সাপ তাড়াতে কার্বোলিক অ্যাসিড ব্যবহার করেন। এই অ্যাসিড কিন্তু সাপকে মেরেও ফেলতে পারে। এই রাসায়নিকের কারণে সাপ অত্যন্ত অসুস্থও বোধ করে। 

রসুন ও পেঁয়াজ সব বাড়িতেই মজুত থাকে। অনেকেই জানেন না যে সাপ রসুন ও পেঁয়াজের গন্ধ সহ্য পারে না। এই সময় সাপ তাড়াতে কার্বোলিক অ্যাসিড ব্যবহার করেন। এই অ্যাসিড কিন্তু সাপকে মেরেও ফেলতে পারে। এই রাসায়নিকের কারণে সাপ অত্যন্ত অসুস্থও বোধ করে। 

6 / 9
এছাড়া পুদিনা ও তুলসী পাতা থেকে নির্গত গন্ধও সাপ সহ্য করতে পারে না। বছরের পর বছর ধরে তুলসী পাতাকে পবিত্রজ্ঞানে পুজো করা হয়। ফলে তুলসী পাতার অভাব হবে না। এছাড়া  আরও রয়েছে। একটি ওয়েবসাইটে উল্লেখ রয়েছে, সাপকে তাড়াতে প্রায় ১৮টি জিনিস রয়েছে। যার গন্ধে সাপ বাড়ির কাছেপিঠে থাকবে না। তাদের কষ্ট না দিয়ে তাড়িয়ে দিলে বাস্তুতন্ত্র থাকবে স্বাভাবিক। 

এছাড়া পুদিনা ও তুলসী পাতা থেকে নির্গত গন্ধও সাপ সহ্য করতে পারে না। বছরের পর বছর ধরে তুলসী পাতাকে পবিত্রজ্ঞানে পুজো করা হয়। ফলে তুলসী পাতার অভাব হবে না। এছাড়া  আরও রয়েছে। একটি ওয়েবসাইটে উল্লেখ রয়েছে, সাপকে তাড়াতে প্রায় ১৮টি জিনিস রয়েছে। যার গন্ধে সাপ বাড়ির কাছেপিঠে থাকবে না। তাদের কষ্ট না দিয়ে তাড়িয়ে দিলে বাস্তুতন্ত্র থাকবে স্বাভাবিক। 

7 / 9
এ ছাড়া লেবুর রস, ভিনিগার ও দারুচিনির তেল মিশিয়ে স্প্রে করলে সাপ আসার সম্ভাবনা অনেকটাই কমে যায়।পাশাপাশি অ্যামোনিয়া গ্যাসের গন্ধও সাপসহ্য করতে পারে না। অ্যামোনিয়ার গন্ধ পেলে বাপ বাপ বলে পালিয়ে যাবে তারা।

এ ছাড়া লেবুর রস, ভিনিগার ও দারুচিনির তেল মিশিয়ে স্প্রে করলে সাপ আসার সম্ভাবনা অনেকটাই কমে যায়।পাশাপাশি অ্যামোনিয়া গ্যাসের গন্ধও সাপসহ্য করতে পারে না। অ্যামোনিয়ার গন্ধ পেলে বাপ বাপ বলে পালিয়ে যাবে তারা।

8 / 9
সাপও শব্দে খুব ভয় পায়। একটি গবেষণায় উল্লেখ হয়েছে, সাপ শুধুমাত্র শ্রবণ ক্ষমতার মাধ্যমে খাদ্য খুঁজে পায়। সাপ কেরোসিনের গন্ধও সহ্য করতে পারে না।

সাপও শব্দে খুব ভয় পায়। একটি গবেষণায় উল্লেখ হয়েছে, সাপ শুধুমাত্র শ্রবণ ক্ষমতার মাধ্যমে খাদ্য খুঁজে পায়। সাপ কেরোসিনের গন্ধও সহ্য করতে পারে না।

9 / 9