হুগো বোমাস, মনবীরের গোলে টানা সাতটি ডার্বি জয় এটিকে মোহনবাগানের। টানা সাতটি ডার্বিতে চিরশত্রুকে হারানোর রেকর্ড গড়ল সবুজ মেরুন। (ছবি:টুইটার)
হাসি মুখে বাড়ি ফিরলেন সবুজ-মেরুন সমর্থকরা। মাঠ ফেরত দর্শকদের মুখে হুগো বোমাস, মনবীরদের জয়ধ্বনি।(ছবি নিজস্ব)
সবুজ-মেরুন সমর্থকদের গোল উৎসর্গ করেন হুগো, মনবীর।(ছবি:টুইটার)
বড় ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্নায়ুর চাপ। ভরা মাঠে মানসিক কাঠিন্য ধরে রাখা। ম্যাচের প্রথমার্ধে দু-দলের মধ্যে খুব বেশি ফারাক নজরে পড়েনি। ধরা পড়েছে দ্বিতীয়ার্ধে।(ছবি:টুইটার)
গোলশূন্য স্কোরলাইনেই বিরতিতে গিয়েছিল দু-দলই। বিরতির পরই খেলা বদল। (ছবি:টুইটার)
আরও একটা ডার্বি জয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়লেন সবুজ মেরুন সমর্থকরা। ইস্টবেঙ্গল সমর্থকদের অপেক্ষা বাড়ল।(ছবি:টুইটার)