ATK Mohun Bagan: টানা সাতটি ডার্বি জয়, মোহনবাগান গ্যালারির উচ্ছ্বাস দেখুন ছবিতে…
আইএসএলে ঘরের মাঠে প্রথম বার মুখোমুখি হল এটিকে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। সব টুর্নামেন্ট মিলিয়ে এর আগের আধডজন ডার্বিতেই জিতেছিল সবুজ মেরুন। স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসে এগিয়ে ছিল এটিকে মোহনবাগান। টানা সাতটি ডার্বি জয়ই ছিল লক্ষ্য। প্রত্যাশা পূরণও হল। হুগো বোমাস এবং মনবীর সিংয়ের গোলে ২-০ ব্যবধানে জিতল এটিকে মোহনবাগান। দুটি গোলই দ্বিতীয়ার্ধে।
Most Read Stories