ATK Mohun Bagan: টানা সাতটি ডার্বি জয়, মোহনবাগান গ্যালারির উচ্ছ্বাস দেখুন ছবিতে…

আইএসএলে ঘরের মাঠে প্রথম বার মুখোমুখি হল এটিকে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। সব টুর্নামেন্ট মিলিয়ে এর আগের আধডজন ডার্বিতেই জিতেছিল সবুজ মেরুন। স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসে এগিয়ে ছিল এটিকে মোহনবাগান। টানা সাতটি ডার্বি জয়ই ছিল লক্ষ্য। প্রত্যাশা পূরণও হল। হুগো বোমাস এবং মনবীর সিংয়ের গোলে ২-০ ব্যবধানে জিতল এটিকে মোহনবাগান। দুটি গোলই দ্বিতীয়ার্ধে।

| Edited By: | Updated on: Oct 29, 2022 | 11:40 PM
আইএসএলে (ISL 2022-23) ঘরের মাঠে প্রথম বার মুখোমুখি হল এটিকে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। সব টুর্নামেন্ট মিলিয়ে এর আগের আধডজন ডার্বিতেই জিতেছিল সবুজ মেরুন। (ছবি: নিজস্ব)

আইএসএলে (ISL 2022-23) ঘরের মাঠে প্রথম বার মুখোমুখি হল এটিকে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। সব টুর্নামেন্ট মিলিয়ে এর আগের আধডজন ডার্বিতেই জিতেছিল সবুজ মেরুন। (ছবি: নিজস্ব)

1 / 5
স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসে এগিয়ে ছিল এটিকে মোহনবাগান। টানা সাতটি ডার্বি (Kolkata Derby) জয়ই ছিল লক্ষ্য। প্রত্যাশা পূরণও হল। (ছবি: নিজস্ব)

স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসে এগিয়ে ছিল এটিকে মোহনবাগান। টানা সাতটি ডার্বি (Kolkata Derby) জয়ই ছিল লক্ষ্য। প্রত্যাশা পূরণও হল। (ছবি: নিজস্ব)

2 / 5
হুগো বোমাস এবং মনবীর সিংয়ের গোলে ২-০ ব্যবধানে জিতল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। দুটি গোলই দ্বিতীয়ার্ধে। (ছবি: নিজস্ব)

হুগো বোমাস এবং মনবীর সিংয়ের গোলে ২-০ ব্যবধানে জিতল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। দুটি গোলই দ্বিতীয়ার্ধে। (ছবি: নিজস্ব)

3 / 5
দল জিতবে আর গ্যালারি বাঁধনহারা উচ্ছ্বাসে মাতবে না, তা কি হয়! সবুজ মেরুন ফুটবলাররা যেমন উৎসবে মাতলেন, তেমনই গ্যালারিতে সমর্থকরাও। (ছবি: নিজস্ব)

দল জিতবে আর গ্যালারি বাঁধনহারা উচ্ছ্বাসে মাতবে না, তা কি হয়! সবুজ মেরুন ফুটবলাররা যেমন উৎসবে মাতলেন, তেমনই গ্যালারিতে সমর্থকরাও। (ছবি: নিজস্ব)

4 / 5
টানা সাতটি ডার্বি জয়ের আনন্দ সঙ্গী করেই ঘরে ফেরার সুযোগ পেলেন সবুজ মেরুন সমর্থকরা। অপেক্ষা আরও দীর্ঘ হল লাল-হলুদ (East Bengal) শিবিরে। (ছবি: নিজস্ব)

টানা সাতটি ডার্বি জয়ের আনন্দ সঙ্গী করেই ঘরে ফেরার সুযোগ পেলেন সবুজ মেরুন সমর্থকরা। অপেক্ষা আরও দীর্ঘ হল লাল-হলুদ (East Bengal) শিবিরে। (ছবি: নিজস্ব)

5 / 5
Follow Us: