অক্টোবর মাসের শেষের হালকা শিরশিরে বিকেল। তারই মধ্যে শনি বিকেলে যুবভারতী স্টেডিয়ামের বাইরে লাল হলুদ, সবুজ মেরুন রঙের আনাগোনা। আজ যে বাঙালির আবেগের ডার্বি। (ছবি: রাহুল সাধুখাঁ)
আর পাঁচটা ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচের মতোই শনিবারের আইএসএলের ডার্বি নিয়ে বাঙালির হইচইয়ের অন্ত নেই। ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে সাতটা থেকে। বিকেল গড়াতেই ফুটবলপ্রেমীরা স্টেডিয়ামমুখী। (ছবি: রাহুল সাধুখাঁ)
স্টেডিয়ামের বাইরে ফের স্লোগান উঠল যতবার ডার্বি, ততবার...। সাতে সাত করতে মরিয়া মোহনবাগান সমর্থকরা।(ছবি: রাহুল সাধুখাঁ)
দমে যাচ্ছে না ইস্টবেঙ্গল সমর্থকরাও। শেষ ছয়টা ডার্বিতে হারলেও ক্লেটন সিলভা, অ্যালেক্স লিমাদের উপর অগাধ ভরসা লাল হলুদ সমর্থকদের।(ছবি: রাহুল সাধুখাঁ)
সমর্থকদের ভিড় হবে, জানা কথা। স্টেডিয়ামের বাইরে পতাকা, জার্সির পসরা সাজিয়ে বসে দোকানি।(ছবি: রাহুল সাধুখাঁ)