Mamata on Ramnavami: ‘শারদীয়া দুর্গাপূজার সময় রামনবমী পালন নয় কেন?’ প্রশ্ন তুললেন মমতা
Mamata on Ramnavami: বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা প্রশ্ন তোলেন, শরতে যে দুর্গা পূজা হয়, যা রাম নিজে করেছিলেন বলে কথিত আছে, সেই সময় কেন রামনবমী পালন করা হয় না?

কলকাতা: নিয়ম মেনে মিছিল করলে কোনও আপত্তি নেই, অস্ত্র নিয়ে মিছিলেও আপত্তি নেই। রামনবমীর মিছিল সম্পর্কে বুধবার এ কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী রবিবার রাজ্যে রামনবমীর মিছিল বেরবে। প্রস্তুতি তুঙ্গে। নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, সেই কারণে পুলিশকেও তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের সব ছুটি বাতিল করা হয়েছে। এই আহবে মুখ্যমন্ত্রীর বক্তব্য, শান্তিপূর্ণভাবে মিছিল হলে কোনও সমস্যা নেই।
বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা প্রশ্ন তোলেন, শরতে যে দুর্গা পূজা হয়, যা রাম নিজে করেছিলেন বলে কথিত আছে, সেই সময় কেন রামনবমী পালন করা হয় না? মমতা বললেন, “ইতিহাসটা ভাল করে জানুন।” মমতার প্রশ্ন, “রাবণকে বধ করার জন্য রাম যে দুর্গাপুজো করেছিলেন, এখন আমরা সেই দুর্গাপুজোই করি। সেই পুজো তো রামচন্দ্র করেছিলেন, আমরা করিনি। সেটা কী রামনবমী নয়?”
নাম না করে বিজেপিকে বার্তা দিয়ে মমতা বলেন, “অশান্তি করা চেষ্টা করবেন না। বাংলা সম্প্রীতির রাজ্য। আমরা রামকৃষ্ণকে মানব, বেদ-বেদান্ত মানব, কোনও রাজনৈতিক দলকে মানব না। সবাইকে শ্রদ্ধা করে এমন ধর্ম আমরা মেনে নেব।”
মুখ্যমন্ত্রী আরও বলেন, “ভাল কাজ করুন। মানবিক কাজ করুন। বাংলার মানুষ সম্প্রীতির জন্ম দেয়। আমরা রামকৃষ্ণ, বিবেকানন্দকে মানব। আমরা সব ধর্মকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। যার যার মতো প্রোগ্রাম করতে দিন।”





