Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KKR New Jersey: থ্রি স্টার KKR, IPL শুরুর আগে নাইটদের নতুন জার্সি প্রকাশ্যে

IPL 2025, KKR: '৩'-কে গুরুত্ব। টিমকে গুরুত্ব। এই চেষ্টাই করছে কলকাতা নাইট রাইডার্স। মার্চের তিন তারিখ একটি বড় ঘোষণার ইঙ্গিত দিয়েছিল কেকেআর। অনেকেই ভেবেছিলেন, হয়তো নাইট অধিনায়কের নাম প্রকাশ হবে। আপাতত সব জল্পনায় জল ঢেলে কলকাতা নাইট রাইডার্স প্রকাশ করেছে তাদের নতুন জার্সি। কেমন হল সেই জার্সি?

| Updated on: Mar 03, 2025 | 12:43 PM
২২ মার্চ ১৮তম আইপিএলের বোধন। তার আগে এ বার নতুন জার্সি নিয়ে হাজির আইপিএলের তিন বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। (ছবি-কেকেআর)

২২ মার্চ ১৮তম আইপিএলের বোধন। তার আগে এ বার নতুন জার্সি নিয়ে হাজির আইপিএলের তিন বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। (ছবি-কেকেআর)

1 / 8
কেকেআরের বেগুনি-সোনালি রংয়ের জার্সিতে থাকছে এ বার বিশেষ চমক। বেশ নজরকাড়া হয়েছে রিঙ্কু সিংদের নতুন জার্সি। সেখানে আবার তিন সংখ্যাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। (ছবি-কেকেআর)

কেকেআরের বেগুনি-সোনালি রংয়ের জার্সিতে থাকছে এ বার বিশেষ চমক। বেশ নজরকাড়া হয়েছে রিঙ্কু সিংদের নতুন জার্সি। সেখানে আবার তিন সংখ্যাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। (ছবি-কেকেআর)

2 / 8
কলকাতা নাইট রাইডার্স একটি ভিডিয়ো শেয়ার করে নতুন জার্সি প্রকাশ্যে এনেছে। সেখানে দেখা গিয়েছি জার্সির বুকে রয়েছে তিনটি তারা। অর্থাৎ কেকেআর তিন বার আইপিএল চ্যাম্পিয়ন্স। (ছবি-কেকেআর)

কলকাতা নাইট রাইডার্স একটি ভিডিয়ো শেয়ার করে নতুন জার্সি প্রকাশ্যে এনেছে। সেখানে দেখা গিয়েছি জার্সির বুকে রয়েছে তিনটি তারা। অর্থাৎ কেকেআর তিন বার আইপিএল চ্যাম্পিয়ন্স। (ছবি-কেকেআর)

3 / 8
তিন সংখ্যাকে গুরুত্ব দেওয়া হয়েছে খানিক বেশিই। যে কারণে মার্চ মাস, যা বছরের তৃতীয় মাস এবং তিন তারিখ প্রকাশ্যে আনা হয়েছে কেকেআরের জার্সিকে। (ছবি-কেকেআর)

তিন সংখ্যাকে গুরুত্ব দেওয়া হয়েছে খানিক বেশিই। যে কারণে মার্চ মাস, যা বছরের তৃতীয় মাস এবং তিন তারিখ প্রকাশ্যে আনা হয়েছে কেকেআরের জার্সিকে। (ছবি-কেকেআর)

4 / 8
নাইট রাইডার্সের নতুন জার্সির বুকে শুধু তিনটি তারাই নয়। রয়েছে হাতায় একটি সোনালি রংয়ের চ্যাম্পিয়ন ব্যাজও। গত মরসুমের চ্যাম্পিয়ন হিসেবে এই বিশেষ লোগো থাকছে। (ছবি-কেকেআর)

নাইট রাইডার্সের নতুন জার্সির বুকে শুধু তিনটি তারাই নয়। রয়েছে হাতায় একটি সোনালি রংয়ের চ্যাম্পিয়ন ব্যাজও। গত মরসুমের চ্যাম্পিয়ন হিসেবে এই বিশেষ লোগো থাকছে। (ছবি-কেকেআর)

5 / 8
কেকেআরের জার্সির থ্রি স্টার দলের তারকাদের সব সময় মনে করিয়ে দেবে টিমের মূল মন্ত্র। আর তা হল - করব, লড়ব জিতব। (ছবি-কেকেআর)

কেকেআরের জার্সির থ্রি স্টার দলের তারকাদের সব সময় মনে করিয়ে দেবে টিমের মূল মন্ত্র। আর তা হল - করব, লড়ব জিতব। (ছবি-কেকেআর)

6 / 8
নাইটদের শেয়ার করা ভিডিয়োতে নতুন জার্সি পরে দেখা গিয়েছে রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ার, রমনদীপ সিং, মনীশ পাণ্ডে, বৈভব আরোরা, অনুকূল রায়, মায়াঙ্ক মার্কণ্ডেয় এবং লভনিথ সিসোদিয়াকে। (ছবি-কেকেআর)

নাইটদের শেয়ার করা ভিডিয়োতে নতুন জার্সি পরে দেখা গিয়েছে রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ার, রমনদীপ সিং, মনীশ পাণ্ডে, বৈভব আরোরা, অনুকূল রায়, মায়াঙ্ক মার্কণ্ডেয় এবং লভনিথ সিসোদিয়াকে। (ছবি-কেকেআর)

7 / 8
কেকেআরের অফিসিয়াল অ্যাপে নাইট রাইডার্সের নতুন জার্সি পাওয়া যাবে। কাস্টামাইজড অফিসিয়াল প্লেয়ার এডিশনের দাম - ২১৪৯ টাকা। অফিসিয়াল প্লেয়ার এডিশনের দাম - ১৮৯৯ টাকা। এবং অফিসিয়াল প্লেয়ার এডিশন ফর কিডসের দাম - ১২৯৯ টাকা। (ছবি-কেকেআর)

কেকেআরের অফিসিয়াল অ্যাপে নাইট রাইডার্সের নতুন জার্সি পাওয়া যাবে। কাস্টামাইজড অফিসিয়াল প্লেয়ার এডিশনের দাম - ২১৪৯ টাকা। অফিসিয়াল প্লেয়ার এডিশনের দাম - ১৮৯৯ টাকা। এবং অফিসিয়াল প্লেয়ার এডিশন ফর কিডসের দাম - ১২৯৯ টাকা। (ছবি-কেকেআর)

8 / 8
Follow Us: