Asian Games 2023, Medals Tally After Day 1: প্রথম দিন প্রাপ্তি ৫, এশিয়ান গেমসের পদক তালিকায় কত নম্বরে ভারত?

Asian Games 2023 Medals Table in Bengali: আনুষ্ঠানিকভাবে ২৩ সেপ্টেম্বর এশিয়ান গেমসের উদ্বোধন হয়েছে। ২৪ সেপ্টেম্বর ছিল হানঝাউ গেমসের প্রথম দিন। এই মাল্টি স্পোর্টস ইভেন্টের প্রথম দিন ভারতের ঝুলিতে এসেছে মোট ৫টি পদক। শুটিংয়ে এসেছে জোড়া পদক। বাকি তিনটি এসেছে রোয়িং থেকে। এশিয়াডের প্রথম দিনের শেষে পদক তালিকায় কত নম্বরে ভারত, জেনে নিন বিস্তারিত...

| Edited By: | Updated on: Sep 25, 2023 | 12:05 AM
রবিবার, ২৪ সেপ্টেম্বর এশিয়ান গেমসের প্রথম দিন ছিল। দিনের শুরুতে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্ট থেকে প্রথম পদক পায় ভারত। রুপো পাওয়া ওই টিমে ছিলেন মেহুলি ঘোষ, রমিতা জিন্দাল ও আশি চৌকসে। (ছবি-পিটিআই)

রবিবার, ২৪ সেপ্টেম্বর এশিয়ান গেমসের প্রথম দিন ছিল। দিনের শুরুতে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্ট থেকে প্রথম পদক পায় ভারত। রুপো পাওয়া ওই টিমে ছিলেন মেহুলি ঘোষ, রমিতা জিন্দাল ও আশি চৌকসে। (ছবি-পিটিআই)

1 / 8
এশিয়াডের প্রথম দিন ভারত দ্বিতীয় পদক পায় রোয়িংয়ে। পুরুষদের লাইটওয়েট মেনস ডাবল স্কালসে রুপো পেয়েছেন ভারতের রোয়ার অর্জুন লাল জাট এবং অরবিন্দ সিং। (ছবি-পিটিআই)

এশিয়াডের প্রথম দিন ভারত দ্বিতীয় পদক পায় রোয়িংয়ে। পুরুষদের লাইটওয়েট মেনস ডাবল স্কালসে রুপো পেয়েছেন ভারতের রোয়ার অর্জুন লাল জাট এবং অরবিন্দ সিং। (ছবি-পিটিআই)

2 / 8
অর্জুন লাল জাট ও অরবিন্দ সিংয়ের পর পুরুষদের রোয়িং টিম ইভেন্টে আসে আরও একটি পদক। মেনস কক্সলেস ইভেন্টে জুটিতে ব্রোঞ্জ পান ভারতীয় রোয়ার বাবুলাল যাদব এবং লেখ রাম। (ছবি-পিটিআই)

অর্জুন লাল জাট ও অরবিন্দ সিংয়ের পর পুরুষদের রোয়িং টিম ইভেন্টে আসে আরও একটি পদক। মেনস কক্সলেস ইভেন্টে জুটিতে ব্রোঞ্জ পান ভারতীয় রোয়ার বাবুলাল যাদব এবং লেখ রাম। (ছবি-পিটিআই)

3 / 8
১৯তম এশিয়ান গেমসের প্রথম দিন রোয়িং থেকে তৃতীয় এবং ভারতের ঝুলিতে চতুর্থ পদক আসে। পুরুষদের কক্সড এইট টিম ইভেন্টের ফাইনালে রুপো পেয়েছেন ভারতের রোয়াররা। এই টিমে রয়েছেন - নীরজ, নরেশ কালওয়ানিয়া, নীতীশ কুমার, চরণজিৎ সিং, জসবিন্দর সিং, ভীম সিং, পুনিত কুমার এবং আশিষ। (ছবি-পিটিআই)

১৯তম এশিয়ান গেমসের প্রথম দিন রোয়িং থেকে তৃতীয় এবং ভারতের ঝুলিতে চতুর্থ পদক আসে। পুরুষদের কক্সড এইট টিম ইভেন্টের ফাইনালে রুপো পেয়েছেন ভারতের রোয়াররা। এই টিমে রয়েছেন - নীরজ, নরেশ কালওয়ানিয়া, নীতীশ কুমার, চরণজিৎ সিং, জসবিন্দর সিং, ভীম সিং, পুনিত কুমার এবং আশিষ। (ছবি-পিটিআই)

4 / 8
এ বারের হানঝাউ গেমসের প্রথম দিন শুটিং থেকে দ্বিতীয় এবং ভারতের পঞ্চম পদক আসে রমিতা জিন্দালের হাত ধরে। ১০ মিটার এয়ার রাইফেলে দলগত বিভাগে রুপোর পর ব্যক্তিগত বিভাগে রমিতা ব্রোঞ্জ পান। (ছবি-পিটিআই)

এ বারের হানঝাউ গেমসের প্রথম দিন শুটিং থেকে দ্বিতীয় এবং ভারতের পঞ্চম পদক আসে রমিতা জিন্দালের হাত ধরে। ১০ মিটার এয়ার রাইফেলে দলগত বিভাগে রুপোর পর ব্যক্তিগত বিভাগে রমিতা ব্রোঞ্জ পান। (ছবি-পিটিআই)

5 / 8
১৯তম এশিয়ান গেমসের প্রথম দিনের শেষে পদক তালিকায় ৭ নম্বরে রয়েছে ভারত।  ৩টি রুপো এবং ২টি ব্রোঞ্জ নিয়ে মোট ৫টি পদক আপাতত ভারতের ঝুলিতে।

১৯তম এশিয়ান গেমসের প্রথম দিনের শেষে পদক তালিকায় ৭ নম্বরে রয়েছে ভারত। ৩টি রুপো এবং ২টি ব্রোঞ্জ নিয়ে মোট ৫টি পদক আপাতত ভারতের ঝুলিতে।

6 / 8
এশিয়াডের প্রথম দিনের শেষে মেডেল তালিকায় শীর্ষে পিপলস রিপাবলিক অব চিন। ২০টি সোনা, ৭টি রুপো এবং ৩টি ব্রোঞ্জ মিলিয়ে ৩০টি পদক পেয়েছে চিন।

এশিয়াডের প্রথম দিনের শেষে মেডেল তালিকায় শীর্ষে পিপলস রিপাবলিক অব চিন। ২০টি সোনা, ৭টি রুপো এবং ৩টি ব্রোঞ্জ মিলিয়ে ৩০টি পদক পেয়েছে চিন।

7 / 8
পদক তালিকায় দ্বিতীয় স্থানে রিপাবলিক অব কোরিয়া। ৫টি সোনা, ৪টি রুপো ও ৫টি ব্রোঞ্জ মিলিয়ে তাদের ঝুলিতে মোট ১৪টি পদক। ১৪টি পদক নিয়ে তিন নম্বরে জাপান। পদক সংখ্যায় কোরিয়ার সঙ্গে জাপান সমান হলেও তাদের সোনা কম (২টি)।

পদক তালিকায় দ্বিতীয় স্থানে রিপাবলিক অব কোরিয়া। ৫টি সোনা, ৪টি রুপো ও ৫টি ব্রোঞ্জ মিলিয়ে তাদের ঝুলিতে মোট ১৪টি পদক। ১৪টি পদক নিয়ে তিন নম্বরে জাপান। পদক সংখ্যায় কোরিয়ার সঙ্গে জাপান সমান হলেও তাদের সোনা কম (২টি)।

8 / 8
Follow Us: