East Bengal: মধ্যরাতে শহরে পা দিয়েই লাল-হলুদ আমেজ ডুব ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাতের

Carles Cuadrat: তিলোত্তমায় পা রাখলেন ইস্টবেঙ্গলের (East Bengal) নতুন স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত। রবিবার মধ্যরাতে কলকাতায় পৌঁছেছেন কার্লেস কুয়াদ্রাত। তাঁকে স্বাগত জানাতে দমদম বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন লাল-হলুদের সমর্থকরা।

| Edited By: | Updated on: Jul 24, 2023 | 1:57 PM
অপেক্ষার অবসান। তিলোত্তমায় পা রাখলেন ইস্টবেঙ্গলের নতুন স্প্যানিস কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat)। (Pic Courtesy-East Bengal FC)

অপেক্ষার অবসান। তিলোত্তমায় পা রাখলেন ইস্টবেঙ্গলের নতুন স্প্যানিস কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat)। (Pic Courtesy-East Bengal FC)

1 / 8
রবিবার মাঝরাতে কলকাতায় এসে পৌঁছেছেন লাল-হলুদের নতুন কোচ কার্লেস কুয়াদ্রাত।  (Pic Courtesy-East Bengal FC)

রবিবার মাঝরাতে কলকাতায় এসে পৌঁছেছেন লাল-হলুদের নতুন কোচ কার্লেস কুয়াদ্রাত। (Pic Courtesy-East Bengal FC)

2 / 8
কার্লেসের সঙ্গে কলকাতায় এসেছেন ইস্টবেঙ্গলের (East Bengal) নতুন সহকারী কোচ দিমাস দেলগাদো। এবং লাল-হলুদের নতুন স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ অ্যালবার্ট মার্টিনেজ।  (Pic Courtesy-East Bengal FC)

কার্লেসের সঙ্গে কলকাতায় এসেছেন ইস্টবেঙ্গলের (East Bengal) নতুন সহকারী কোচ দিমাস দেলগাদো। এবং লাল-হলুদের নতুন স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ অ্যালবার্ট মার্টিনেজ। (Pic Courtesy-East Bengal FC)

3 / 8
রবিবার মাঝরাতে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে কার্লেসকে স্বাগত জানানোর জন্য ভিড় করেছিলেন একাধিক লাল-হলুদ সমর্থক। (Pic Courtesy-East Bengal FC)

রবিবার মাঝরাতে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে কার্লেসকে স্বাগত জানানোর জন্য ভিড় করেছিলেন একাধিক লাল-হলুদ সমর্থক। (Pic Courtesy-East Bengal FC)

4 / 8
ফুলের মালা পরিয়ে, পুষ্পস্তবক তুলে দেওয়া হয় কার্লেস ও সাপোর্ট স্টাফদের হাতে। এবং লাল-হলুদ উত্তরীয় পরিয়ে স্প্যানিশ কোচ কার্লেস ও দিমাস এবং অ্যালবার্টকে স্বাগত জানায় ইস্টবেঙ্গল ক্লাবের কয়েকজন সদস্য। (Pic Courtesy-East Bengal FC)

ফুলের মালা পরিয়ে, পুষ্পস্তবক তুলে দেওয়া হয় কার্লেস ও সাপোর্ট স্টাফদের হাতে। এবং লাল-হলুদ উত্তরীয় পরিয়ে স্প্যানিশ কোচ কার্লেস ও দিমাস এবং অ্যালবার্টকে স্বাগত জানায় ইস্টবেঙ্গল ক্লাবের কয়েকজন সদস্য। (Pic Courtesy-East Bengal FC)

5 / 8
নতুন কোচকে দেখে বিমানবন্দরে আসা লাল-হলুদের সমর্থকরা ইস্টবেঙ্গল স্লোগান দিতে থাকেন।  (Pic Courtesy-East Bengal FC)

নতুন কোচকে দেখে বিমানবন্দরে আসা লাল-হলুদের সমর্থকরা ইস্টবেঙ্গল স্লোগান দিতে থাকেন। (Pic Courtesy-East Bengal FC)

6 / 8
ভিসা সমস্যার কারণে ইস্টবেঙ্গলের কোচ দেরিতে কলকাতায় এসে পৌঁছলেন।  (Pic Courtesy-East Bengal FC)

ভিসা সমস্যার কারণে ইস্টবেঙ্গলের কোচ দেরিতে কলকাতায় এসে পৌঁছলেন। (Pic Courtesy-East Bengal FC)

7 / 8
আজ কলকাতা লিগে ইস্টবেঙ্গলের রিজার্ভ টিম চতুর্থ ম্যাচ খেলতে নামবে। প্রথম ম্যাচে এই টিম ড্র করে। তারপরের ২টো ম্যাচে জিতেছিল ইস্টবেঙ্গল। অগস্টে ডুরান্ড কাপ। ডার্বির উত্তজনা এখনই শুরু হয়ে গিয়েছে। এরই মাঝে হেড কোচ চলে এলেন কলকাতায়। খুব তাড়াতাড়ি তাঁর তত্ত্বাবধানে দল অনুশীলন শুরু করবে। (Pic Courtesy-East Bengal FC)

আজ কলকাতা লিগে ইস্টবেঙ্গলের রিজার্ভ টিম চতুর্থ ম্যাচ খেলতে নামবে। প্রথম ম্যাচে এই টিম ড্র করে। তারপরের ২টো ম্যাচে জিতেছিল ইস্টবেঙ্গল। অগস্টে ডুরান্ড কাপ। ডার্বির উত্তজনা এখনই শুরু হয়ে গিয়েছে। এরই মাঝে হেড কোচ চলে এলেন কলকাতায়। খুব তাড়াতাড়ি তাঁর তত্ত্বাবধানে দল অনুশীলন শুরু করবে। (Pic Courtesy-East Bengal FC)

8 / 8
Follow Us: