ICC World Cup 2023: রইল ১০ টিমের বিশ্বকাপ জার্সি, আপনার পছন্দের কোনটি?
ICC World Cup Jersey: ওডিআই বিশ্বকাপের বোধন আগামিকাল। ভারতের ১০ শহরে ১০টি দল ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর অবধি লড়বে বিশ্বকাপ খেতাব মুঠোর ভরার জন্য। বিশ্বকাপে ১০ দল যে জার্সি পরে নামবে তা দেখেছেন? জার্সিতে দর্শকদের আবেগ জড়িয়ে থাকে। এ বারের বিশ্বকাপের জন্য ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে তৈরি হয়েছে একাধিক দেশের জার্সি। দেখে নিন ১০ টিমের বিশ্বকাপ জার্সি।
Most Read Stories