Mahendra Singh Dhoni: ধোনির সাথ দিয়েছে ‘সাত’, এই নম্বরে কোন রহস্য?
MSD, Jersey No 7: মহেন্দ্র সিং ধোনি কি পরের আইপিএলে খেলবেন? তা এখনও নিশ্চিত নয়। তবে চেন্নাই সুপার কিংসেই থাকবেন, নিশ্চিত করে দিয়েছেন। না খেললে অন্য ভূমিকাতেও দেখা যেতে পারে মাহিকে। সদ্য কেরিয়ারের পঞ্চম আইপিএল ট্রফি জিতেছেন ধোনি। আলোচনায় আসে তাঁর সাত নম্বর জার্সি। এর নেপথ্যে কুসংস্কার নাকি অন্য কোনও কারণ, দেখে নেওয়া যাক।
Most Read Stories