Happy Birthday Virender Sehwag: ৪৫ নট আউট… নজফগড়ের নবাবের আজ শুভ জন্মদিন

Virender Sehwag Happy Birthday: ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ (Virender Sehwag) আজ ৪৫-এ পা দিলেন। জীবনের ক্রিজে তাই বীরুর জন্য বলাই চলে ৪৫ নট আউট...। 'নজফগড়ের নবাব' ৪৫তম জন্মদিনে (Birthday) শুভেচ্ছাবার্তায় ভাসছেন। অনুরাগী থেকে সতীর্থ সকলে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল ওপেনার বীরেন্দ্র সেওয়াগকে।

| Edited By: | Updated on: Oct 20, 2023 | 9:00 AM
ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল ওপেনার বীরেন্দ্র সেওয়াগের (Virender Sehwag) আজ ৪৫তম জন্মদিন (Happy Birthday)। তিনি অত্যন্ত হাসি খুশি এক ক্রিকেটার। মজা করতে ভীষণ ভালোবাসেন সকলের প্রিয় বীরু।

ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল ওপেনার বীরেন্দ্র সেওয়াগের (Virender Sehwag) আজ ৪৫তম জন্মদিন (Happy Birthday)। তিনি অত্যন্ত হাসি খুশি এক ক্রিকেটার। মজা করতে ভীষণ ভালোবাসেন সকলের প্রিয় বীরু।

1 / 8
১৪ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ভারতের হয়ে ১০৪টি টেস্ট, ১৯টি টি-টোয়েন্টি এবং ২৫১টি ওয়ান ডে ম্যাচে খেলেছেন বীরেন্দ্র সেওয়াগ। টেস্ট ক্রিকেটে তিনি করেছেন ৮৫৮৬ রান। ওয়ান ডে ক্রিকেটে সেওয়াগ করেছেন ৮২৭৩ রান। এবং টি-টোয়েন্টিতে তিনি করেছেন ৩৯৪ রান।

১৪ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ভারতের হয়ে ১০৪টি টেস্ট, ১৯টি টি-টোয়েন্টি এবং ২৫১টি ওয়ান ডে ম্যাচে খেলেছেন বীরেন্দ্র সেওয়াগ। টেস্ট ক্রিকেটে তিনি করেছেন ৮৫৮৬ রান। ওয়ান ডে ক্রিকেটে সেওয়াগ করেছেন ৮২৭৩ রান। এবং টি-টোয়েন্টিতে তিনি করেছেন ৩৯৪ রান।

2 / 8
আগ্রাসী বীরু বরাবর মুখিয়ে থাকতেন রেকর্ড নিজের নামে করার জন্য। টেস্ট ক্রিকেটে প্রথম ট্রিপল সেঞ্চুরি করা ভারতীয় ক্রিকেটার হলেন বীরেন্দ্র সেওয়াগ। ২০০৪ সালের ২৯ মার্চ পাকিস্তানের মুলতানে সেওয়াগ টেস্ট ক্রিকেটে প্রথম ট্রিপল সেঞ্চুরি করেন।

আগ্রাসী বীরু বরাবর মুখিয়ে থাকতেন রেকর্ড নিজের নামে করার জন্য। টেস্ট ক্রিকেটে প্রথম ট্রিপল সেঞ্চুরি করা ভারতীয় ক্রিকেটার হলেন বীরেন্দ্র সেওয়াগ। ২০০৪ সালের ২৯ মার্চ পাকিস্তানের মুলতানে সেওয়াগ টেস্ট ক্রিকেটে প্রথম ট্রিপল সেঞ্চুরি করেন।

3 / 8
পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচে ৩০৯ রান করেছিলেন নজফগড়ের নবাব। ৫৩০ মিনিট সময় সেওয়াগ ক্রিজে কাটিয়েছিলেন। ওই ইনিংসের সুবাদে সেওয়াগকে 'সুলতান অব মুলতান' নামেও ডাকা হয়ে থাকে।

পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচে ৩০৯ রান করেছিলেন নজফগড়ের নবাব। ৫৩০ মিনিট সময় সেওয়াগ ক্রিজে কাটিয়েছিলেন। ওই ইনিংসের সুবাদে সেওয়াগকে 'সুলতান অব মুলতান' নামেও ডাকা হয়ে থাকে।

4 / 8
টেস্টে প্রথম ট্রিপল সেঞ্চুরি করার ঠিক ৪ বছর পর কাকতালীয়ভাবে একই দিনে ২৯ মার্চ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ত্রিশতরান করেন তিনি। প্রোটিয়াদের বিরুদ্ধে সেই ম্যাচে সেওয়াগ ৩১৯ রান করেছিলেন।

টেস্টে প্রথম ট্রিপল সেঞ্চুরি করার ঠিক ৪ বছর পর কাকতালীয়ভাবে একই দিনে ২৯ মার্চ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ত্রিশতরান করেন তিনি। প্রোটিয়াদের বিরুদ্ধে সেই ম্যাচে সেওয়াগ ৩১৯ রান করেছিলেন।

5 / 8
ভারতের হয়ে দু'বার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিলেন বীরেন্দ্র সেওয়াগ। ২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন টি-২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। এবং ২০১১ সালের বিশ্বকাপজয়ী দলেরও সদস্য ছিলেন সেওয়াগ।

ভারতের হয়ে দু'বার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিলেন বীরেন্দ্র সেওয়াগ। ২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন টি-২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। এবং ২০১১ সালের বিশ্বকাপজয়ী দলেরও সদস্য ছিলেন সেওয়াগ।

6 / 8
ভারতের হয়ে ১৪ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে বীরেন্দ্র সেওয়াগ দিল্লি ও হরিয়ানার হয়ে খেলতেন।

ভারতের হয়ে ১৪ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে বীরেন্দ্র সেওয়াগ দিল্লি ও হরিয়ানার হয়ে খেলতেন।

7 / 8
ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলে বীরেন্দ্র সেওয়াগ খেলেছেন দিল্লি টিমের হয়ে।

ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলে বীরেন্দ্র সেওয়াগ খেলেছেন দিল্লি টিমের হয়ে।

8 / 8
Follow Us: