যতই টাকা থাকুক, এই দ্বীপ ভ্রমণ তালিকা থেকে বাইরেই রাখতে হবে, আপনি যদি পুরুষ হন...
পুরুষদের জন্য নিষিদ্ধ বিশ্বের এই অন্যতম দ্বীপ, কেবল মহিলা মিলে ভ্রমণ প্ল্যানিং থাকলে তালিকায় রাখুন ফিনল্যান্ডের উপকূলে থাকা এই স্থান।
এই দ্বীপটি প্রথম আবিষ্কার করেছিলেন ক্রিশ্চিয়ান রোথ, বাল্টিক সাগরের ওপর অবস্থিত।
এরই নাম সুপার সি, এই সি-এর অর্থ সমুদ্র হয়, বরং মহিলা। কারণ এখানে কেবলই মহিলারাই আসতে পারেন।
রয়েছে থাকার সুপরিকল্পিত ব্যবস্থা, রয়েছে ভাল ভাল রিসর্টও। তবে পুরুষদের প্রবেশে নেই কোনও অনুমতী।
কেন এই নিয়ম, উত্তরে ক্রিশ্চিয়ান রোথ জানিয়ে ছিলেন, সব সময় পুরুষদের সঙ্গেই বেরতে হবে কেন! মহিলারা চাইলে একাই সুরক্ষিতভাবে এখানে ভ্রমণ করে আসতে পারেন।