Best Games 2022: বাইশে গেমিং দুনিয়ার নজর কাড়ল কিউট এই পথবিড়াল, হৃদয়হীন রোবটনগর থেকে ফিরতে পারবে সে?

Year Ender 2022: বাইশে কোন কোন গেম মন জিতল গেমারদের? নতুন বছরে নতুন গেমে মশগুল হওয়ার আগে 2022 সালের সেরা পাঁচটি গেমের তালিকা দেখে নিন।

| Edited By: | Updated on: Dec 21, 2022 | 5:12 PM
বাইশের সেরা গেম: বছরটা ঘুরতে চলল। রেকর্ড বুকে জুড়তে চলেছে আর একটা বছরের নাম, সেই বছরে কত-কী ঘটল, তার একটা লম্বা তালিকা। বিশ্বের গেমিং মহলের জন্য কেমন ছিল বছরটা? কোভিড অতিমারির পর থেকেই সারা বিশ্বজুড়ে গেমিংয়ের রমরমা লক্ষ্য করা গিয়েছে। তা সে অনলাইন হোক আর হোক সে মোবাইলে ডাউনলোডেড গেমিং। চলতি বছরেও ভারত-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে একাধিক গেম লঞ্চ করেছে। যদিও চলতি বছরে ভারতে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া BGMI গেমটি। তাই, এই ব্যাটল রয়্যাল গেমের না কামব্যাক করা পর্যন্ত ভারতীয় গেমারদের মনটা একটু খারাপ!

বাইশের সেরা গেম: বছরটা ঘুরতে চলল। রেকর্ড বুকে জুড়তে চলেছে আর একটা বছরের নাম, সেই বছরে কত-কী ঘটল, তার একটা লম্বা তালিকা। বিশ্বের গেমিং মহলের জন্য কেমন ছিল বছরটা? কোভিড অতিমারির পর থেকেই সারা বিশ্বজুড়ে গেমিংয়ের রমরমা লক্ষ্য করা গিয়েছে। তা সে অনলাইন হোক আর হোক সে মোবাইলে ডাউনলোডেড গেমিং। চলতি বছরেও ভারত-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে একাধিক গেম লঞ্চ করেছে। যদিও চলতি বছরে ভারতে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া BGMI গেমটি। তাই, এই ব্যাটল রয়্যাল গেমের না কামব্যাক করা পর্যন্ত ভারতীয় গেমারদের মনটা একটু খারাপ!

1 / 8
রিয়্যালিস্টিক গেমের চাহিদা: এদিকে গেমের সফিস্টিকেশনও সম্প্রতি বেড়েছে, বিশ্বে তো বটেই, ভারতেও নেহাত কম নয়। কিছু গেমার আজকাল পছন্দসই গেমিং আরও মনপসন্দ করতে টেকনোলজিক্যালি কারেন্ট গ্রাফিক্স এবং সাউন্ড ইফেক্টসের খোঁজ করছেন, যাতে গেম আরও রিয়্যালিস্টিক মনে হয়। সেই দিকগুলিই মাথায় রেখে গেমারদের সন্তুষ্ট করতে ডেভেলপাররাও নিজেদের গেমগুলি আরও রিয়্যালিস্টিক করতে তৎপর। নতুন বছরে নতুন গেমে মশগুল হওয়ার আগে 2022 সালের সেরা পাঁচটি গেমের তালিকা দেখে নিন।

রিয়্যালিস্টিক গেমের চাহিদা: এদিকে গেমের সফিস্টিকেশনও সম্প্রতি বেড়েছে, বিশ্বে তো বটেই, ভারতেও নেহাত কম নয়। কিছু গেমার আজকাল পছন্দসই গেমিং আরও মনপসন্দ করতে টেকনোলজিক্যালি কারেন্ট গ্রাফিক্স এবং সাউন্ড ইফেক্টসের খোঁজ করছেন, যাতে গেম আরও রিয়্যালিস্টিক মনে হয়। সেই দিকগুলিই মাথায় রেখে গেমারদের সন্তুষ্ট করতে ডেভেলপাররাও নিজেদের গেমগুলি আরও রিয়্যালিস্টিক করতে তৎপর। নতুন বছরে নতুন গেমে মশগুল হওয়ার আগে 2022 সালের সেরা পাঁচটি গেমের তালিকা দেখে নিন।

2 / 8
Call Of Duty Modern Warfare II: চলতি বছরে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে ফার্স্ট পার্সন শুটার গেম Call Of Duty Modern Warfare II। গেমটি তৈরি করেছে ইনফিনিটি ওয়ার্ড এবং রিলিজ় করেছে অ্যাক্টিভিসন। অক্টোবরে লঞ্চ হওয়া এই গেমে আগের সিরিজ়ের থেকে আরও পরিণত গেমপ্লে ও তার সঙ্গে অ্যাডভান্সড AI সিস্টেম দেওয়া হয়েছে।

Call Of Duty Modern Warfare II: চলতি বছরে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে ফার্স্ট পার্সন শুটার গেম Call Of Duty Modern Warfare II। গেমটি তৈরি করেছে ইনফিনিটি ওয়ার্ড এবং রিলিজ় করেছে অ্যাক্টিভিসন। অক্টোবরে লঞ্চ হওয়া এই গেমে আগের সিরিজ়ের থেকে আরও পরিণত গেমপ্লে ও তার সঙ্গে অ্যাডভান্সড AI সিস্টেম দেওয়া হয়েছে।

3 / 8
God Of War Ragnarok: আর একটি অ্যাকশন-অ্যাডভেঞ্চার গেম, যার প্লট নির্মিত হয়েছে নোর্স মাইথোলজির উপরে ভিত্তি করে। নভেম্বরে এই গেমটি লঞ্চ করা হয় কেবল মাত্র প্লেস্টেশনের জন্য। গেমের মূল চরিত্র ক্রাটোজ় এবং তাঁর কিশোর পুত্র আত্রেউজ়কে নিয়েই প্রাচীন স্কান্দিনাভিয়ায় গল্পের চালচিত্র এগিয়েছে। নোর্স যুগের পতন দেখানো হয়েছে এই গেমে। আর সেই নোর্স মাইথোলজির অন্যতম বড় ইভেন্ট হল রাগ্নারোক।

God Of War Ragnarok: আর একটি অ্যাকশন-অ্যাডভেঞ্চার গেম, যার প্লট নির্মিত হয়েছে নোর্স মাইথোলজির উপরে ভিত্তি করে। নভেম্বরে এই গেমটি লঞ্চ করা হয় কেবল মাত্র প্লেস্টেশনের জন্য। গেমের মূল চরিত্র ক্রাটোজ় এবং তাঁর কিশোর পুত্র আত্রেউজ়কে নিয়েই প্রাচীন স্কান্দিনাভিয়ায় গল্পের চালচিত্র এগিয়েছে। নোর্স যুগের পতন দেখানো হয়েছে এই গেমে। আর সেই নোর্স মাইথোলজির অন্যতম বড় ইভেন্ট হল রাগ্নারোক।

4 / 8
Elden Ring: এল্ডেন রিং হল থার্ড পার্সন ইন্টার‌্যাক্টিভ অ্যাকশন গেম, যা প্রোডিউস করেছে বান্দাই নামকো এন্টারটেইমেন্ট। গেমটি নিয়ে আসা হয়েছে মূলত প্লেস্টেশন 4, প্লেস্টেশন 5, উইন্ডোজ়, এক্সবক্স ওয়ান এবং এক্সবক্স সিরিজ়ের জন্য। জাপানের কোম্পানি ফর্মসফটওয়্যার এই গেমটি তৈরি করেছে। একটি কাস্টমাইজ়েবল চরিত্রের উপরে ভিত্তি করেই নির্মিত গেমটি।

Elden Ring: এল্ডেন রিং হল থার্ড পার্সন ইন্টার‌্যাক্টিভ অ্যাকশন গেম, যা প্রোডিউস করেছে বান্দাই নামকো এন্টারটেইমেন্ট। গেমটি নিয়ে আসা হয়েছে মূলত প্লেস্টেশন 4, প্লেস্টেশন 5, উইন্ডোজ়, এক্সবক্স ওয়ান এবং এক্সবক্স সিরিজ়ের জন্য। জাপানের কোম্পানি ফর্মসফটওয়্যার এই গেমটি তৈরি করেছে। একটি কাস্টমাইজ়েবল চরিত্রের উপরে ভিত্তি করেই নির্মিত গেমটি।

5 / 8
Stray: এটিও একটি থার্ড-পার্সন অ্যাডভেঞ্চার গেম, যা তৈরি এবং রিলিজ় করেছে ব্লুটুয়েলভ স্টুডিও এবং পাবলিশ করেছে অন্নপূর্ণ ইন্টার‌্যাক্টিভ। গেমটির প্লট একটি পথবিড়ালকে কেন্দ্র করে, যে দুর্ঘটনাক্রমে একটি প্রাচীরের শহরে এসে প্রবেশ করে। সেখানে রোবট, মেশিন এবং মিউট্যান্ট ব্যাকটিরিয়ার ছড়াছড়ি। সঙ্গী B-12 ড্রোনের সঙ্গে সে সেই হৃদয়হীন শহর ছেড়ে যাওয়ার চেষ্টা করতে থাকে।

Stray: এটিও একটি থার্ড-পার্সন অ্যাডভেঞ্চার গেম, যা তৈরি এবং রিলিজ় করেছে ব্লুটুয়েলভ স্টুডিও এবং পাবলিশ করেছে অন্নপূর্ণ ইন্টার‌্যাক্টিভ। গেমটির প্লট একটি পথবিড়ালকে কেন্দ্র করে, যে দুর্ঘটনাক্রমে একটি প্রাচীরের শহরে এসে প্রবেশ করে। সেখানে রোবট, মেশিন এবং মিউট্যান্ট ব্যাকটিরিয়ার ছড়াছড়ি। সঙ্গী B-12 ড্রোনের সঙ্গে সে সেই হৃদয়হীন শহর ছেড়ে যাওয়ার চেষ্টা করতে থাকে।

6 / 8
The Last Of US Part 1: দ্য লাস্ট অফ আস অত্যন্ত জনপ্রিয় একটি। অ্যাকশন-অ্যাডভেঞ্চার গেমটির পার্ট ওয়ানে আপডেটেড গেমপ্লে দেওয়া হয়েছে, যা কম্ব্যাট, এক্সপ্লোরেশন এবং এক্সপ্যান্ডেড অ্যাক্সেসিবিলিটি অপশনে বেশি করে গুরুত্ব দিয়েছে। জোয়েল এই গেমের মূল চরিত্র, তাঁকে ঘিরে গল্প এগিয়েছে, যার কাজ হল মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপোক্যালিপ্টিক পরবর্তী যুগে এলিকে সুরক্ষিত রাখা। এখানে এলির প্রিয় বন্ধু হিসেবে রিলেও অনেকের নজর কেড়েছে।

The Last Of US Part 1: দ্য লাস্ট অফ আস অত্যন্ত জনপ্রিয় একটি। অ্যাকশন-অ্যাডভেঞ্চার গেমটির পার্ট ওয়ানে আপডেটেড গেমপ্লে দেওয়া হয়েছে, যা কম্ব্যাট, এক্সপ্লোরেশন এবং এক্সপ্যান্ডেড অ্যাক্সেসিবিলিটি অপশনে বেশি করে গুরুত্ব দিয়েছে। জোয়েল এই গেমের মূল চরিত্র, তাঁকে ঘিরে গল্প এগিয়েছে, যার কাজ হল মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপোক্যালিপ্টিক পরবর্তী যুগে এলিকে সুরক্ষিত রাখা। এখানে এলির প্রিয় বন্ধু হিসেবে রিলেও অনেকের নজর কেড়েছে।

7 / 8
Best Games 2022: বাইশে গেমিং দুনিয়ার নজর কাড়ল কিউট এই পথবিড়াল, হৃদয়হীন রোবটনগর থেকে ফিরতে পারবে সে?

8 / 8
Follow Us: