Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এই সমুদ্রে আপনি চাইলেও ডুবতে পারবেন না, হাঁটা যায় জলের উপর; কারণও অবাক করা

Dead Sea: এমন একটি সাগর রয়েছে, যাতে পড়ে গেলেও মানুষ ডোবে না। এতদিন শুনেছিলেন, মৃত মানুষ জলে ভাসে। কিন্তু এমনটা নয়, পৃথিবীতে এমনও এক সাগর রয়েছে, যাতে আপনি ভেসে থাকতে পারবেন। এতে শুয়ে পড়লেও আপনি ডুববেন না।

| Edited By: | Updated on: Jan 23, 2024 | 10:30 AM
সাঁতার জানেন না? তাতে কী হয়েছে, আপনি মাঝ সমুদ্রে গিয়ে জলে ভেসে ভেসেই খরবের কাগজ পড়া থেকে শুরু করে খাবার খাওয়া সবই করতে পারবেন। ভাবছেন তো, জাহাজে করে? একেবারেই তা নয়।

সাঁতার জানেন না? তাতে কী হয়েছে, আপনি মাঝ সমুদ্রে গিয়ে জলে ভেসে ভেসেই খরবের কাগজ পড়া থেকে শুরু করে খাবার খাওয়া সবই করতে পারবেন। ভাবছেন তো, জাহাজে করে? একেবারেই তা নয়।

1 / 8
এমন একটি সাগর রয়েছে, যাতে পড়ে গেলেও মানুষ ডোবে না। এতদিন শুনেছিলেন, মৃত মানুষ জলে ভাসে। কিন্তু এমনটা নয়, পৃথিবীতে এমনও এক সাগর রয়েছে, যাতে আপনি ভেসে থাকতে পারবেন।

এমন একটি সাগর রয়েছে, যাতে পড়ে গেলেও মানুষ ডোবে না। এতদিন শুনেছিলেন, মৃত মানুষ জলে ভাসে। কিন্তু এমনটা নয়, পৃথিবীতে এমনও এক সাগর রয়েছে, যাতে আপনি ভেসে থাকতে পারবেন।

2 / 8
তার জন্য সাঁতার কাটার প্রয়োজন নেই। জর্ডান ও ইসরায়েলের মধ্যে অবস্থিত এই সাগরকে মানুষ মৃত সাগর (Dead Sea) বলেই জানে। ভুলবশত যদি এই সাগরে আপনি পড়েও যান, তাও ডুববেন না, বরং আপনার শরীর জলে ভাসবে।

তার জন্য সাঁতার কাটার প্রয়োজন নেই। জর্ডান ও ইসরায়েলের মধ্যে অবস্থিত এই সাগরকে মানুষ মৃত সাগর (Dead Sea) বলেই জানে। ভুলবশত যদি এই সাগরে আপনি পড়েও যান, তাও ডুববেন না, বরং আপনার শরীর জলে ভাসবে।

3 / 8
আসলে সাগরের জল সাধারনত লবণাক্ত, কিন্তু এই মৃত সাগরের জল এতই নোনতা যে এতে কোনও জীবই বাঁচতে পারে না। এই সাগরে একটি মাছও যদি আপনি রাখেন, তাহলে সঙ্গে সঙ্গে সেটি জলের মধ্যেই মরে যাবে।

আসলে সাগরের জল সাধারনত লবণাক্ত, কিন্তু এই মৃত সাগরের জল এতই নোনতা যে এতে কোনও জীবই বাঁচতে পারে না। এই সাগরে একটি মাছও যদি আপনি রাখেন, তাহলে সঙ্গে সঙ্গে সেটি জলের মধ্যেই মরে যাবে।

4 / 8
বিজ্ঞানীদের মতে, ব্রোমাইড, জিঙ্ক, সালফার, পটাশ, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের মতো খনিজগুলি মৃত সাগরের জলে পাওয়া যায়, যার কারণে এটি বেশ লবণাক্ত হয়ে যায়।

বিজ্ঞানীদের মতে, ব্রোমাইড, জিঙ্ক, সালফার, পটাশ, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের মতো খনিজগুলি মৃত সাগরের জলে পাওয়া যায়, যার কারণে এটি বেশ লবণাক্ত হয়ে যায়।

5 / 8
কিন্তু আপনার মনে নিশ্চয়ই এতক্ষণে এই প্রশ্ন এসেই গিয়েছে যে, লবণাক্ত হওয়ার সঙ্গে ভেসে থাকার কী সম্পর্ক? আসলে এর কারণটি আলাদা এবং আকর্ষণীয়। প্রকৃতপক্ষে মৃত সাগর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1388 ফুট নিচে। এটি পৃথিবীর সর্বনিম্ন বিন্দু হিসাবে বিবেচিত হয়।

কিন্তু আপনার মনে নিশ্চয়ই এতক্ষণে এই প্রশ্ন এসেই গিয়েছে যে, লবণাক্ত হওয়ার সঙ্গে ভেসে থাকার কী সম্পর্ক? আসলে এর কারণটি আলাদা এবং আকর্ষণীয়। প্রকৃতপক্ষে মৃত সাগর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1388 ফুট নিচে। এটি পৃথিবীর সর্বনিম্ন বিন্দু হিসাবে বিবেচিত হয়।

6 / 8
এই কারণে এর ঘনত্ব এত বেশি হয়ে যায় যে, এই সাগরে জলের প্রবাহ নিচ থেকে ওপরে হয়। আর সেই কারণেই যখন কোনও ব্যক্তি জলের ভিতরে যাওয়ার চেষ্টা করে, সে জলের উপরিভাগে ভাসতে শুরু করে।

এই কারণে এর ঘনত্ব এত বেশি হয়ে যায় যে, এই সাগরে জলের প্রবাহ নিচ থেকে ওপরে হয়। আর সেই কারণেই যখন কোনও ব্যক্তি জলের ভিতরে যাওয়ার চেষ্টা করে, সে জলের উপরিভাগে ভাসতে শুরু করে।

7 / 8
অর্থাৎ বুঝতেই পারছেন, এতে শুয়ে পড়লেও আপনি ডুববেন না। মৃত সাগরের জলে 50 শতাংশ ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড 30 শতাংশ, ক্যালসিয়াম ক্লোরাইড 14 শতাংশ এবং পটাশিয়াম ক্লোরাইড 4 শতাংশ আছে।

অর্থাৎ বুঝতেই পারছেন, এতে শুয়ে পড়লেও আপনি ডুববেন না। মৃত সাগরের জলে 50 শতাংশ ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড 30 শতাংশ, ক্যালসিয়াম ক্লোরাইড 14 শতাংশ এবং পটাশিয়াম ক্লোরাইড 4 শতাংশ আছে।

8 / 8
Follow Us:
বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'