Toraja Tribe: মৃত্যুর পর সৎকার নয়! আত্মীয়দের দেহ রাখা থাকে বাড়িতে

| Edited By: | Updated on: Dec 28, 2022 | 9:45 AM
মৃত্যুর পর দেহের সৎকার করা রীতি। বিভিন্ন ধর্মের সৎকারের পদ্ধতির ভেদ রয়েছে। কিন্তু কোনও ব্যক্তির মৃত্যুর পর তাঁর আত্মীয় পরিজনরা সৎকার করে থাকেন। কিন্তু এমন এক উপজাতি রয়েছে এই পৃথিবীতে যাঁরা মৃত্যুর পর পরিজনের দেহ সৎকার করেন না।

মৃত্যুর পর দেহের সৎকার করা রীতি। বিভিন্ন ধর্মের সৎকারের পদ্ধতির ভেদ রয়েছে। কিন্তু কোনও ব্যক্তির মৃত্যুর পর তাঁর আত্মীয় পরিজনরা সৎকার করে থাকেন। কিন্তু এমন এক উপজাতি রয়েছে এই পৃথিবীতে যাঁরা মৃত্যুর পর পরিজনের দেহ সৎকার করেন না।

1 / 7
মৃত্যুর পর পরিজনদের দেহ সৎকার না করা ওই উপজাতির রীতি। বদলে ওই উপজাতির লোকেরা পরিজনদের দেহ সযত্নে রেখে দেন। নিজেদের বাড়িতেই পরিজনদের মৃতদেহ রেখে দেন তাঁরা।

মৃত্যুর পর পরিজনদের দেহ সৎকার না করা ওই উপজাতির রীতি। বদলে ওই উপজাতির লোকেরা পরিজনদের দেহ সযত্নে রেখে দেন। নিজেদের বাড়িতেই পরিজনদের মৃতদেহ রেখে দেন তাঁরা।

2 / 7
ইন্দোনেশিয়ার পার্বত্য এলাকায় বাস ওই উপজাতির। নাম তোরাজা। তোরাজা উপজাতির লোকেরা বিশ্বাস করে মৃত্যুর পরও আত্মা সেই বাড়ির মধ্যেই থাকে। সে জন্যই দেহও যন্ত করে রাখেন তাঁরা।

ইন্দোনেশিয়ার পার্বত্য এলাকায় বাস ওই উপজাতির। নাম তোরাজা। তোরাজা উপজাতির লোকেরা বিশ্বাস করে মৃত্যুর পরও আত্মা সেই বাড়ির মধ্যেই থাকে। সে জন্যই দেহও যন্ত করে রাখেন তাঁরা।

3 / 7
শুধু দেহই তাঁরা রাখেন না। মৃতদেহের জন্য খাবার, পোশাক, জল এমনকি নেশার দ্রব্যও দিয়ে রাখেন।

শুধু দেহই তাঁরা রাখেন না। মৃতদেহের জন্য খাবার, পোশাক, জল এমনকি নেশার দ্রব্যও দিয়ে রাখেন।

4 / 7
মৃত্যুর পর দেহের পচন ধরা স্বাভাবিক। সেই পচন রোধ করতেও বিশেষ ব্যবস্থা নেন তাঁরা। ফর্ম্যালডিহাইড এবং জল দিয়ে দেহকে বিশেষ ভাবে সংরক্ষণ করে তাঁরা। ফলে তা থেকে দুর্গন্ধ ছড়ায় না। দুর্গন্ধ এড়াতে দেহের পাশে গাছও লাগিয়ে রাখেন তাঁরা।

মৃত্যুর পর দেহের পচন ধরা স্বাভাবিক। সেই পচন রোধ করতেও বিশেষ ব্যবস্থা নেন তাঁরা। ফর্ম্যালডিহাইড এবং জল দিয়ে দেহকে বিশেষ ভাবে সংরক্ষণ করে তাঁরা। ফলে তা থেকে দুর্গন্ধ ছড়ায় না। দুর্গন্ধ এড়াতে দেহের পাশে গাছও লাগিয়ে রাখেন তাঁরা।

5 / 7
তোরাজা উপজাতির মধ্যে এই রীতির নাম পূর্বপুরুষদের যত্ন করা। তাঁদের বিশ্বাস পূর্বপুরুষদের এ ভাবে যত্ন নিলে পরিবারের উন্নতি হয়। এবং পূর্ব পুরুষদের আশীর্বাদ সবসময় তাঁদের সঙ্গে থাকে।

তোরাজা উপজাতির মধ্যে এই রীতির নাম পূর্বপুরুষদের যত্ন করা। তাঁদের বিশ্বাস পূর্বপুরুষদের এ ভাবে যত্ন নিলে পরিবারের উন্নতি হয়। এবং পূর্ব পুরুষদের আশীর্বাদ সবসময় তাঁদের সঙ্গে থাকে।

6 / 7
চিত্রগ্রাহক ক্লদিও সেইবের সম্প্রতি গিয়েছিলেন ওই এলাকায়। তিনিই ওই উপজাতিদের মৃতদেহ সংরক্ষণের ছবি প্রকাশ্য এনেছেন।

চিত্রগ্রাহক ক্লদিও সেইবের সম্প্রতি গিয়েছিলেন ওই এলাকায়। তিনিই ওই উপজাতিদের মৃতদেহ সংরক্ষণের ছবি প্রকাশ্য এনেছেন।

7 / 7
Follow Us: