Abhishek Banerjee: স্ত্রী-সন্তানদের নিয়ে অন্য মেজাজে অভিষেক

Abhishek Banerjee: ফেসবুক পোস্টের ক্যাপশনের শুরুতেই অভিষেক লেখেন, ‘অম্বিতমে নদীতমে দেবিতমে ‘সরস্বতী’। সঙ্গে লেখা বসন্ত পঞ্চমীর পুণ্যলগ্নে জ্ঞানময়ী সর্বশুক্লা মা সরস্বতীর আরাধনার কিছু আলোকোজ্জ্বল মুহূর্ত।

| Edited By: | Updated on: Feb 15, 2024 | 4:31 PM
সরস্বতী বন্দনায় ব্রতী হয়েছে গোটা বাংলা। স্কুল থেকে গৃহস্থলী, সর্বত্রই সকাল থেকে মহসমারোহে চলছে পুজো। উৎসবের আনন্দো মাতোয়ারা কচিকাঁচারা।

সরস্বতী বন্দনায় ব্রতী হয়েছে গোটা বাংলা। স্কুল থেকে গৃহস্থলী, সর্বত্রই সকাল থেকে মহসমারোহে চলছে পুজো। উৎসবের আনন্দো মাতোয়ারা কচিকাঁচারা।

1 / 6
বাণী বন্দনায় ব্রতী হলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের অফিসেই করলেই পুজো।

বাণী বন্দনায় ব্রতী হলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের অফিসেই করলেই পুজো।

2 / 6
এদিন ক্যামাক স্ট্রিটের অফিসে সরস্বতী পুজোর ছবি ফেসবুকে শেয়ারও করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন ক্যামাক স্ট্রিটের অফিসে সরস্বতী পুজোর ছবি ফেসবুকে শেয়ারও করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

3 / 6
পুজোয় যোগ দিতে দেখা যায় অভিষেকের অফিসের কর্মীদেরও। সঙ্গে ছিলেন অভিষেকের ছেলে, মেয়ে, স্ত্রী, মা, বাবাও।

পুজোয় যোগ দিতে দেখা যায় অভিষেকের অফিসের কর্মীদেরও। সঙ্গে ছিলেন অভিষেকের ছেলে, মেয়ে, স্ত্রী, মা, বাবাও।

4 / 6
ফেসবুক পোস্টের ক্যাপশনের শুরুতেই অভিষেক লেখেন, ‘অম্বিতমে নদীতমে দেবিতমে ‘সরস্বতী’। সঙ্গে লেখা বসন্ত পঞ্চমীর পুণ্যলগ্নে জ্ঞানময়ী সর্বশুক্লা মা সরস্বতীর আরাধনার কিছু আলোকোজ্জ্বল মুহূর্ত। এই মানবজীবনের সকল অজ্ঞানতা, অন্ধকারের বিনাশ ঘটে মা প্রজ্ঞাদায়িনীর আশীর্বচনে।

ফেসবুক পোস্টের ক্যাপশনের শুরুতেই অভিষেক লেখেন, ‘অম্বিতমে নদীতমে দেবিতমে ‘সরস্বতী’। সঙ্গে লেখা বসন্ত পঞ্চমীর পুণ্যলগ্নে জ্ঞানময়ী সর্বশুক্লা মা সরস্বতীর আরাধনার কিছু আলোকোজ্জ্বল মুহূর্ত। এই মানবজীবনের সকল অজ্ঞানতা, অন্ধকারের বিনাশ ঘটে মা প্রজ্ঞাদায়িনীর আশীর্বচনে।

5 / 6
সঙ্গে আরও লেখেন, প্রাণ, জ্ঞান, বাক্, সঙ্গীত, শিল্পকলা এবং বিদ্যার দেবীর চরণে আজ প্রার্থনা জানালাম। বীণাপাণি দেবীর স্নেহাশিসে বাংলা তথা দেশের সকল শিক্ষার্থীর ভবিষ্যৎ উজ্জ্বল হোক। সৎবুদ্ধি এবং প্রকৃত জ্ঞানের আলোয় ধুয়ে-মুছে যাক সকল দীনতা-মলিনতা। সকল সৃজনীপ্রতিভার শিল্পীসত্তা উন্মীলিত হোক।

সঙ্গে আরও লেখেন, প্রাণ, জ্ঞান, বাক্, সঙ্গীত, শিল্পকলা এবং বিদ্যার দেবীর চরণে আজ প্রার্থনা জানালাম। বীণাপাণি দেবীর স্নেহাশিসে বাংলা তথা দেশের সকল শিক্ষার্থীর ভবিষ্যৎ উজ্জ্বল হোক। সৎবুদ্ধি এবং প্রকৃত জ্ঞানের আলোয় ধুয়ে-মুছে যাক সকল দীনতা-মলিনতা। সকল সৃজনীপ্রতিভার শিল্পীসত্তা উন্মীলিত হোক।

6 / 6
Follow Us: