DIY Night Cream: রাতারাতি বাড়বে ত্বকের উজ্জ্বলতা, বাড়িতে বানান নাইটক্রিম

Skin Care Tips: বাজারে নানা ধরনের নাইটক্রিম পাওয়া যায়। তার দামও অনেক। তাছাড়া সেগুলো যে ত্বকের জন্য উপযুক্ত তাও বোঝা যায় না। এর চেয়ে বাড়িতে নাইট ক্রিম বানিয়ে নেওয়া ভাল।

| Edited By: | Updated on: Nov 02, 2022 | 9:57 AM
রাতের ত্বকের যত্ন নেওয়া জরুরি। নাইট ক্রিম ছাড়া কোনওভাবেই ঘুমোতে যাওয়া উচিত নয়। কিন্তু কোন নাইট ক্রিম আপনার ত্বকের জন্য উপযুক্ত তা বুঝবেন কীভাবে? এর চাইতে বাড়িতে বানিয়ে নিন নাইট ক্রিম।

রাতের ত্বকের যত্ন নেওয়া জরুরি। নাইট ক্রিম ছাড়া কোনওভাবেই ঘুমোতে যাওয়া উচিত নয়। কিন্তু কোন নাইট ক্রিম আপনার ত্বকের জন্য উপযুক্ত তা বুঝবেন কীভাবে? এর চাইতে বাড়িতে বানিয়ে নিন নাইট ক্রিম।

1 / 6
বাজারে নানা ধরনের নাইট ক্রিম পাওয়া যায়। তার দামও অনেক। তাছাড়া সেগুলো যে ত্বকের জন্য উপযুক্ত তাও বোঝা যায় না। এর চেয়ে বাড়িতে নাইট ক্রিম বানিয়ে নেওয়া উচিত।

বাজারে নানা ধরনের নাইট ক্রিম পাওয়া যায়। তার দামও অনেক। তাছাড়া সেগুলো যে ত্বকের জন্য উপযুক্ত তাও বোঝা যায় না। এর চেয়ে বাড়িতে নাইট ক্রিম বানিয়ে নেওয়া উচিত।

2 / 6
আপেলের তৈরি নাইট ক্রিম ত্বকের জন্য আদর্শ। আপেলকে কুচি কুচি করে কেটে নিন। এটা অলিভ অয়েল এবং গোলাপ জলের সঙ্গে ভাল করে মিশিয়ে নিন। এবার এটা ডবল বয়লার পদ্ধতিতে ফুটিয়ে নিন। ফুটে উঠলে গ্যাস বন্ধ করে দিন। ঠান্ডা করে ফ্রিজে রেখে দিন। রোজ রাতে ব্যবহার করুন আপেলের নাইট ক্রিম।

আপেলের তৈরি নাইট ক্রিম ত্বকের জন্য আদর্শ। আপেলকে কুচি কুচি করে কেটে নিন। এটা অলিভ অয়েল এবং গোলাপ জলের সঙ্গে ভাল করে মিশিয়ে নিন। এবার এটা ডবল বয়লার পদ্ধতিতে ফুটিয়ে নিন। ফুটে উঠলে গ্যাস বন্ধ করে দিন। ঠান্ডা করে ফ্রিজে রেখে দিন। রোজ রাতে ব্যবহার করুন আপেলের নাইট ক্রিম।

3 / 6
অ্যালোভেরা ত্বকের জন্য আদর্শ। অ্যালোভেরার তৈরি নাইট ক্রিম যে কোনও ধরনের ত্বকে ব্যবহার করা যায়। অ্যালোভেরার পাতা থেকে তার নির্যাস বের করে নিন। এতে প্রাইমরোজ তেল ও ল্যাভেন্ডার তেল মিশিয়ে নিন। ব্যস তৈরি অ্যালোভেরার নাইট ক্রিম।

অ্যালোভেরা ত্বকের জন্য আদর্শ। অ্যালোভেরার তৈরি নাইট ক্রিম যে কোনও ধরনের ত্বকে ব্যবহার করা যায়। অ্যালোভেরার পাতা থেকে তার নির্যাস বের করে নিন। এতে প্রাইমরোজ তেল ও ল্যাভেন্ডার তেল মিশিয়ে নিন। ব্যস তৈরি অ্যালোভেরার নাইট ক্রিম।

4 / 6
শুষ্ক ত্বকের জন্য উপকারী আমন্ড অয়েল। আমন্ড অয়েলের নাইট ক্রিমও বাড়িতে বানাতে পারেন। গ্যাসে কোকো বাটার গলিয়ে নিন। তাতে আমন্ড অয়েল মিশিয়ে দিন। ঠান্ডা হলে গোলাপ জল ও মধু মেশালেই তৈরি নাইট ক্রিম।

শুষ্ক ত্বকের জন্য উপকারী আমন্ড অয়েল। আমন্ড অয়েলের নাইট ক্রিমও বাড়িতে বানাতে পারেন। গ্যাসে কোকো বাটার গলিয়ে নিন। তাতে আমন্ড অয়েল মিশিয়ে দিন। ঠান্ডা হলে গোলাপ জল ও মধু মেশালেই তৈরি নাইট ক্রিম।

5 / 6
গ্রিন টি যেমন ওজন কমায় তেমনই নিখুঁত ত্বক প্রদান করে। সংবেদনশীল ত্বকের জন্য আদর্শ গ্রিন টি। গ্রিন টি বানিয়ে নিন। এর সঙ্গে নারকেল তেল, আমন্ড তেল আর রোজহিপ অয়েল মিশিয়ে দিন। এতে বিওয়াক্স মিশিয়ে ডবল বয়লার পদ্ধতিতে ফুটিয়ে নিন। এরপর হুইপ করে নিলেই তৈরি নাইট ক্রিম।

গ্রিন টি যেমন ওজন কমায় তেমনই নিখুঁত ত্বক প্রদান করে। সংবেদনশীল ত্বকের জন্য আদর্শ গ্রিন টি। গ্রিন টি বানিয়ে নিন। এর সঙ্গে নারকেল তেল, আমন্ড তেল আর রোজহিপ অয়েল মিশিয়ে দিন। এতে বিওয়াক্স মিশিয়ে ডবল বয়লার পদ্ধতিতে ফুটিয়ে নিন। এরপর হুইপ করে নিলেই তৈরি নাইট ক্রিম।

6 / 6
Follow Us: