US presidential Election 2024: ট্রাম্প বা কমলা কেউই নয়, তাহলে মার্কিন নির্বাচনে জিতবে কে? কী বলল AI?
US presidential Election 2024: মঙ্গলবারই প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প না কমলা হ্যারিস, সুপারপাওয়ারের সুপার বস হবেন কে? বিশ্ব জুড়ে সকলেই সেই দিকে তাকিয়ে। তবে, এক আশ্চর্যজনক রাজনৈতিক উন্নয়নের কথা বলেছে চ্যাটজিপিটি। তার মতে, দুজনের কেউই হয়তো জিতবে না।
নয়া দিল্লি: মঙ্গলবারই প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প না কমলা হ্যারিস, সুপারপাওয়ারের সুপার বস হবেন কে? বিশ্ব জুড়ে সকলেই সেই দিকে তাকিয়ে। তবে, মার্কিন জনতা ভোটদানের আগেই এই বিষয়ে ভবিষ্যদ্বাণী করল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এআই টুল, চ্যাটজিপিটি (ChatGPT)-র কথা সকলেই জানেন। এআই চ্যাটবট সাধারণত রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলে না, ভবিষ্যদ্বাণী করা তো অনেক দূরের কথা। তবে সম্প্রতি , মার্কিন নির্বাচনের ফলাফলের বিষয়ে ‘এআই নস্ট্রাডামাস’-এর ভূমিকা গ্রহণ করেছে চ্যাটজিপিটি।
কে জিতবে – কী বলল চ্যাটজিপিটি?
এক আশ্চর্যজনক রাজনৈতিক উন্নয়নের কথা বলেছে চ্যাটজিপিটি। প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিংবা, বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জয়ের বদলে এক বিকল্প ফলাফল প্রস্তাব করেছে এই এআই টুল। সে ইঙ্গিত দিয়েছে, ট্রাম্প বা হ্যারিস কেউই শেষ পর্যন্ত জিতবেন না। চ্যাটজিপিটি জানিয়েছে, “ছায়া থেকে উঠে ক্ষমতা দখল করবে কোনও কালো ঘোড়া’। হ্যাঁ, এই রকমই কাব্যিক ভঙ্গীতে ভবিষ্যদ্বাণী করেছে এআই চ্যাটবটটি।
এআই বলেছে, “কিন্তু চূড়ান্ত সময়ে, এক অপ্রত্যাশিত মোচড়ে, কেউই হয়তো দাবি করতে পারবে না নির্মল সিংহাসন। বিবর্ণতা ছাড়িয়ে ক্ষমতায় উঠে আসবে এমন একজন, যার নাম কাহিনিতে অব্যক্ত। সর্বশক্তি দিয়ে লড়বে কমলা এবং ট্রাম্প, তবে অন্ধকার থেকে নেতৃত্বে উঠে আসবে অন্য কোনও নাম।”
মার্কিন প্রেসিডেন্টের লড়াইয়ে ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিস ছাড়া আর কেউ নেই। তবে, ট্রাম্পের দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে রয়েছেন ওহাইয়োর সেনেটর জেডি ভ্যান্স। আর মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ হলেন কমলা হ্যারিসের দলের প্রেসিডেন্ট প্রার্থী। এই ভাইস-প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে কি কেউ কোনও দুর্ঘটনাবশতঃ প্রেসিডেন্ট হবেন বলে ইঙ্গিত করছে চ্যাটজিপিটি? এর উত্তর সময়ই বলতে পারে।
ইভাঙ্কা ট্রাম্প এবং অশান্তি ও বিভাজনের সতর্কতা
চ্য়াটজিপিটি আরও ভবিষ্যদ্বাণী করেছে, অদূর ভবিষ্যতে রাজনৈতিক মঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। মার্কিন নির্বাচনের সময় নাগরিক অস্থিরতা, বিক্ষোভ এবং হিংসার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে এআই। সামাজিক বিভাজন দেখা গিতে পারে। তবে, নির্বাচন মিটে গেলে আবার নেতারাই সেই বিভাজন মেরামত করবেন, ঐক্য ও শান্তির প্রচার করবেন বলে, আশার কথাও শুনিয়েছে।
গুগল জেমিনির ভবিষ্যদ্বাণী কী বলছে?
চ্যাটজিপিটি-র বিপরীতে, মার্কিন নির্বাচনের বিষয়ে কোনও ভবিষ্যদ্বাণী বা মন্তব্য করেনি গুগলের ‘জেমিনি’ এআই টুল। জেমিনি বলেছে, “আমি এখনই নির্বাচন এবং রাজনৈতিক ব্যক্তিত্বের বিষয়ে সাহায্য করতে পারব না।” জেমিন জানিয়েছে তার লক্ষ্য নির্ভুল উত্তর দেওয়া। এই ক্ষেত্রে জবাব দিলে তার ভুল হতে পারে।