UPI and Rupay Card Incentive: অনলাইন পেমেন্টে উৎসাহ দিতে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, ২৬,০০০ কোটি টাকায় অনুমোদন মন্ত্রিসভার

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Updated on: Jan 11, 2023 | 8:01 PM

UPI and Rupay Card Incentive: UPI বা RuPay কার্ড ব্যবহারকারীদের জন্য ভাল খবর। স্বল্প পরিমাণ লেনদেনের ক্ষেত্রে মিলবে ইনসেনটিভ।

Jan 11, 2023 | 8:01 PM
বেশি করে ডিজিটাল পেমেন্ট ব্যবহারের পক্ষে সওয়াল করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এবার ডিজিটাল পেমেন্টের জন্য দেশবাসীকে উৎসাহ দিতে বড় ঘোষণা করল  কেন্দ্র। বুধবার ডিজিটাল পেমেন্ট ব্যবহারকারীদের জন্য উপহার দেওয়ার কথা জানাল কেন্দ্রীয় সরকার।

বেশি করে ডিজিটাল পেমেন্ট ব্যবহারের পক্ষে সওয়াল করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এবার ডিজিটাল পেমেন্টের জন্য দেশবাসীকে উৎসাহ দিতে বড় ঘোষণা করল কেন্দ্র। বুধবার ডিজিটাল পেমেন্ট ব্যবহারকারীদের জন্য উপহার দেওয়ার কথা জানাল কেন্দ্রীয় সরকার।

1 / 5
 রুপে ডেবিট কার্ড (Rupay Debit Cards)  এবং ভিম (ইউপিআই) [BHIM (UPI)] নিয়ে বড় সিদ্ধান্ত নিল মোদীর মন্ত্রিসভা।  Rupay Card ও BHIM (UPI)  ব্যবহার করে পেমেন্টের ক্ষেত্রে কেন্দ্রের তরফে ইনসেনটিভ দেওয়া হবে। তবে কত পরিমাণে ইনসেনটিভ দেওয়া হবে সেই বিষয়ে কিছু জানা যায়নি।

রুপে ডেবিট কার্ড (Rupay Debit Cards) এবং ভিম (ইউপিআই) [BHIM (UPI)] নিয়ে বড় সিদ্ধান্ত নিল মোদীর মন্ত্রিসভা। Rupay Card ও BHIM (UPI) ব্যবহার করে পেমেন্টের ক্ষেত্রে কেন্দ্রের তরফে ইনসেনটিভ দেওয়া হবে। তবে কত পরিমাণে ইনসেনটিভ দেওয়া হবে সেই বিষয়ে কিছু জানা যায়নি।

2 / 5
 বুধবার Rupay Card ও BHIM (UPI)-র মাধ্যমে অল্প পরিমাণে লেনদেনের ক্ষেত্রেও  প্রোমোশনাল ইনসেনটিভে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রসঙ্গত, ২০২২-২৩ অর্থবর্ষে ইনসেনটিভ হিসেবে ২,৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রিসভা জানিয়েছে, এই রুপে ডেবিট কার্ডের প্রসারে ব্যাঙ্কগুলিকে বিশেষ সুযোগ-সুবিধা দেওয়া হবে।

বুধবার Rupay Card ও BHIM (UPI)-র মাধ্যমে অল্প পরিমাণে লেনদেনের ক্ষেত্রেও প্রোমোশনাল ইনসেনটিভে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রসঙ্গত, ২০২২-২৩ অর্থবর্ষে ইনসেনটিভ হিসেবে ২,৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রিসভা জানিয়েছে, এই রুপে ডেবিট কার্ডের প্রসারে ব্যাঙ্কগুলিকে বিশেষ সুযোগ-সুবিধা দেওয়া হবে।

3 / 5
আপাতত স্বল্প টাকার লেনদেনে ডিজিটাল পেমেন্ট ব্যবহার করার জন্য সাধারণ মানুষকে উৎসাহিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এখনও পর্যন্ত রুপে কার্ড ও BHIM UPI-র জন্যই এই ইনসেনটিভ সীমাবদ্ধ রয়েছে। প্রসঙ্গত, ২০২২-২৩ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন যে, ডিজিটাল পদ্ধতিতে লেনদেনকে সরকার উৎসাহ যুগিয়ে যাবে। এই পদ্ধতি ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষেই সুবিধাজনক। অর্থমন্ত্রীর বাজেট ঘোষণাকে অনুসরণ করেই এই স্কিম বাস্তবায়িত করা হল।

আপাতত স্বল্প টাকার লেনদেনে ডিজিটাল পেমেন্ট ব্যবহার করার জন্য সাধারণ মানুষকে উৎসাহিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এখনও পর্যন্ত রুপে কার্ড ও BHIM UPI-র জন্যই এই ইনসেনটিভ সীমাবদ্ধ রয়েছে। প্রসঙ্গত, ২০২২-২৩ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন যে, ডিজিটাল পদ্ধতিতে লেনদেনকে সরকার উৎসাহ যুগিয়ে যাবে। এই পদ্ধতি ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষেই সুবিধাজনক। অর্থমন্ত্রীর বাজেট ঘোষণাকে অনুসরণ করেই এই স্কিম বাস্তবায়িত করা হল।

4 / 5
কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে  BHIM UPI ও  Rupay Debit Card-র ব্যবহার বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, বর্তমানে দেশে প্রায় ৩৫ কোটি মানুষ অনলাইনে লেনদেন করে থাকেন। কেন্দ্রের লক্ষ্য আগামী ২০৩০ সালের মধ্যে  সেই সংখ্য়াকে দ্বিগুণ করা। সেই লক্ষ্যেই শান দিতে এত বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র।

কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে BHIM UPI ও Rupay Debit Card-র ব্যবহার বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, বর্তমানে দেশে প্রায় ৩৫ কোটি মানুষ অনলাইনে লেনদেন করে থাকেন। কেন্দ্রের লক্ষ্য আগামী ২০৩০ সালের মধ্যে সেই সংখ্য়াকে দ্বিগুণ করা। সেই লক্ষ্যেই শান দিতে এত বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র।

5 / 5

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla