Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Janmashtami 2024: এবারের জন্মাষ্টমীর শুভ মুহূর্তে প্রথম ঘরে আনবেন গোপালঠাকুর? সবচেয়ে গুরুত্বপূ্র্ণ নিয়মটি জানেন?

Gopal Puja Tips: গোপালঠাকুরের অনেক নাম। অনেকে লাড্ডু গোপালও বলে থাকেন। ভগবান রূপে পুজো করা হলেও গোপালঠাকুর সাধারণ বাড়ির ছেলে বা সন্তান রূপে পুজো করা হয়ে থাকে। এই বিশেষ দিনে বাড়িতে নিয়ম ও আচার মেনে পুজো করা হলে কৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায়। বর্তমানে ঘরে ঘরে জন্মাষ্টমী পুজো পালিত হয়। এদিন বাড়িতে গোপাল ঠাকুরের পুজো করা অতি উত্তম। যদি ঠাকুরঘরে এবার গোপাল পুজো করতে চান, তাহলে এদিনই গোপাল কিনে স্থাপন করে পুজো করা উচিত।

| Updated on: Aug 09, 2024 | 2:36 PM
এবছর জন্মাষ্টমী পালিত হবে এক বিরল ও দুর্লভ যোগে। জ্যোতিষ ও পঞ্চাঙ্গ মতে, ২০২৪ সালের জন্মাষ্টমী দিনে ঘটতে চলেছে জয়ন্তী যোগ। এই বিরল ও শুভ যোগে গোপাল ঠাকুরের পুজো ও উপবাস পালন করলে তা মঙ্গলদায়ক হতে পারে।

এবছর জন্মাষ্টমী পালিত হবে এক বিরল ও দুর্লভ যোগে। জ্যোতিষ ও পঞ্চাঙ্গ মতে, ২০২৪ সালের জন্মাষ্টমী দিনে ঘটতে চলেছে জয়ন্তী যোগ। এই বিরল ও শুভ যোগে গোপাল ঠাকুরের পুজো ও উপবাস পালন করলে তা মঙ্গলদায়ক হতে পারে।

1 / 8
বর্তমানে ঘরে ঘরে জন্মাষ্টমী পুজো পালিত হয়। এদিন বাড়িতে গোপাল ঠাকুরের পুজো করা অতি উত্তম। যদি ঠাকুরঘরে এবার গোপাল পুজো করতে চান, তাহলে এদিনই গোপাল কিনে স্থাপন করে পুজো করা উচিত।

বর্তমানে ঘরে ঘরে জন্মাষ্টমী পুজো পালিত হয়। এদিন বাড়িতে গোপাল ঠাকুরের পুজো করা অতি উত্তম। যদি ঠাকুরঘরে এবার গোপাল পুজো করতে চান, তাহলে এদিনই গোপাল কিনে স্থাপন করে পুজো করা উচিত।

2 / 8
গোপালঠাকুরের অনেক নাম। অনেকে লাড্ডু গোপালও বলে থাকেন। ভগবান রূপে পুজো করা হলেও গোপালঠাকুর সাধারণ বাড়ির ছেলে বা সন্তান রূপে পুজো করা হয়ে থাকে। এই বিশেষ দিনে বাড়িতে নিয়ম ও আচার মেনে পুজো করা হলে কৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায়।

গোপালঠাকুরের অনেক নাম। অনেকে লাড্ডু গোপালও বলে থাকেন। ভগবান রূপে পুজো করা হলেও গোপালঠাকুর সাধারণ বাড়ির ছেলে বা সন্তান রূপে পুজো করা হয়ে থাকে। এই বিশেষ দিনে বাড়িতে নিয়ম ও আচার মেনে পুজো করা হলে কৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায়।

3 / 8
বাড়িতে প্রথম গোপালঠাকুর আনলে সবার আগে জানা উচিত, কেমন ও কোন মাপের গোপালের মূর্তি নিয়ে আসবেন? মাথায় রাখা উচিত, গোপালের মূর্তি বুড়ো আঙুলের মাপ বা ৩ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। বাড়ির ঠাকুরঘরে রাখা সিংহাসনে কোনও বড় মূর্তি রাখবেন না বা প্রতিষ্ঠা করবেন না।

বাড়িতে প্রথম গোপালঠাকুর আনলে সবার আগে জানা উচিত, কেমন ও কোন মাপের গোপালের মূর্তি নিয়ে আসবেন? মাথায় রাখা উচিত, গোপালের মূর্তি বুড়ো আঙুলের মাপ বা ৩ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। বাড়ির ঠাকুরঘরে রাখা সিংহাসনে কোনও বড় মূর্তি রাখবেন না বা প্রতিষ্ঠা করবেন না।

4 / 8
গোপালপুজোর দিন সকালে লাড্ডু গোপালকে গঙ্গাস্নান করিয়ে গা মুছিয়ে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। ছোট্ট গোপালের প্রিয় খাবারগুলি রেঁধে ভোগ হিসেবে নিবেদন করা উচিত। একেবারে শিশুর মতো পরিবেশ করুন।

গোপালপুজোর দিন সকালে লাড্ডু গোপালকে গঙ্গাস্নান করিয়ে গা মুছিয়ে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। ছোট্ট গোপালের প্রিয় খাবারগুলি রেঁধে ভোগ হিসেবে নিবেদন করা উচিত। একেবারে শিশুর মতো পরিবেশ করুন।

5 / 8
ভোগ নিবেদনের সময় অবশ্যই মাথায় রাখা উচিত, যে জল দিয়ে লাড্ডু গোপালকে স্নান করানো হবে সেই জলে অবশ্যই তুলসী গাছে জল ঢেলে দেওয়া উচিত। রোজ স্নান করে ভালো করে সাজিয়ে রাখুন। তাতে সন্তুষ্ট হন শ্রীকৃষ্ণ।

ভোগ নিবেদনের সময় অবশ্যই মাথায় রাখা উচিত, যে জল দিয়ে লাড্ডু গোপালকে স্নান করানো হবে সেই জলে অবশ্যই তুলসী গাছে জল ঢেলে দেওয়া উচিত। রোজ স্নান করে ভালো করে সাজিয়ে রাখুন। তাতে সন্তুষ্ট হন শ্রীকৃষ্ণ।

6 / 8
জন্মাষ্টমীর দিন গোপালঠাকুরকে সবুজ ও হলুদ রঙের পোশাক পরাতে পারেন। অবশ্যই চন্দনের টিকা বা তিলক দিতে হবে। এছাড়া বাজারে এখন গোপালকে সাজানোর নানা সামগ্রী পাওয়া যায়। হার, কানের দুল, বাঁশি, নুপূর, মাথায় ময়ুরের মুকুট। বিশেষ সাজ এদিন করতেই হবে।

জন্মাষ্টমীর দিন গোপালঠাকুরকে সবুজ ও হলুদ রঙের পোশাক পরাতে পারেন। অবশ্যই চন্দনের টিকা বা তিলক দিতে হবে। এছাড়া বাজারে এখন গোপালকে সাজানোর নানা সামগ্রী পাওয়া যায়। হার, কানের দুল, বাঁশি, নুপূর, মাথায় ময়ুরের মুকুট। বিশেষ সাজ এদিন করতেই হবে।

7 / 8
বাড়িতে প্রথমবার লাড্ডু গোপাল আনেন, তাহলে প্রতিদিন গোপালের পছন্দের ভোগ নিবেদেন করা উচিত। গোপালঠাকুরকে দিন সম্পূর্ণরূপে সাত্ত্বিক ভোগ নিবেদন করা উচিত। যেমন, সাদা মিষ্টি, মিছরি, লাড্ডু, হালুয়া, দুধ, দই, ক্ষীর কৃষ্ণের খুব পছন্দের।

বাড়িতে প্রথমবার লাড্ডু গোপাল আনেন, তাহলে প্রতিদিন গোপালের পছন্দের ভোগ নিবেদেন করা উচিত। গোপালঠাকুরকে দিন সম্পূর্ণরূপে সাত্ত্বিক ভোগ নিবেদন করা উচিত। যেমন, সাদা মিষ্টি, মিছরি, লাড্ডু, হালুয়া, দুধ, দই, ক্ষীর কৃষ্ণের খুব পছন্দের।

8 / 8
Follow Us:
বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'