Janmashtami 2024: এবারের জন্মাষ্টমীর শুভ মুহূর্তে প্রথম ঘরে আনবেন গোপালঠাকুর? সবচেয়ে গুরুত্বপূ্র্ণ নিয়মটি জানেন?
Gopal Puja Tips: গোপালঠাকুরের অনেক নাম। অনেকে লাড্ডু গোপালও বলে থাকেন। ভগবান রূপে পুজো করা হলেও গোপালঠাকুর সাধারণ বাড়ির ছেলে বা সন্তান রূপে পুজো করা হয়ে থাকে। এই বিশেষ দিনে বাড়িতে নিয়ম ও আচার মেনে পুজো করা হলে কৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায়। বর্তমানে ঘরে ঘরে জন্মাষ্টমী পুজো পালিত হয়। এদিন বাড়িতে গোপাল ঠাকুরের পুজো করা অতি উত্তম। যদি ঠাকুরঘরে এবার গোপাল পুজো করতে চান, তাহলে এদিনই গোপাল কিনে স্থাপন করে পুজো করা উচিত।
Most Read Stories