Whatsapp New Features: হোয়াটসঅ্যাপে আসছে একগুচ্ছ নতুন ফিচার, সেগুলো কী কী? জেনে নিন

Whatsapp New Features: খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে (Whatsapp) চালু হতে চলেছে একগুচ্ছ নতুন ফিচার। আইওএস (iOS) এবং অ্যানড্রয়েড (Android), দুই ভার্সানের জন্যই চালু হবে এই সমস্ত হোয়াটসঅ্যাপ ফিচার (Whatsapp Feature)।

| Edited By: | Updated on: Feb 28, 2022 | 4:05 PM
খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে চালু হতে চলেছে একগুচ্ছ নতুন ফিচার। শোনা যাচ্ছে, মোট ১০টা ফিচার হোয়াটসঅ্যাপে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কয়েকটি ফিচার WABetaInfo- তে দেখা গিয়েছে। আইওএস এবং অ্যানড্রয়েড, দুই ভার্সানের জন্যই চালু হবে এই সমস্ত হোয়াটসঅ্যাপ ফিচার।

খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে চালু হতে চলেছে একগুচ্ছ নতুন ফিচার। শোনা যাচ্ছে, মোট ১০টা ফিচার হোয়াটসঅ্যাপে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কয়েকটি ফিচার WABetaInfo- তে দেখা গিয়েছে। আইওএস এবং অ্যানড্রয়েড, দুই ভার্সানের জন্যই চালু হবে এই সমস্ত হোয়াটসঅ্যাপ ফিচার।

1 / 10
হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনরা গ্রুপে অন্য ইউজারের পাঠানো মেসেজ ডিলিট করতে পারবেন। ওই নির্দিষ্ট ইউজারদের মেসেজ তাঁর অনুমতি ছাড়াই গ্রুপ থেকে ডিলিট করার অধিকার পাবেন গ্রুপ অ্যাডমিনরা।

হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনরা গ্রুপে অন্য ইউজারের পাঠানো মেসেজ ডিলিট করতে পারবেন। ওই নির্দিষ্ট ইউজারদের মেসেজ তাঁর অনুমতি ছাড়াই গ্রুপ থেকে ডিলিট করার অধিকার পাবেন গ্রুপ অ্যাডমিনরা।

2 / 10
হোয়ায়টসঅ্যাপের ওয়েব এবং ডেস্কটপ ভার্সানেও চালু হতে চলেছে টু-স্টেপ ভেরিকেশন পদ্ধতি। ইউজারদের সুরক্ষার্থেই এই ফিচার চালু করা হবে বলে জানিয়েছেন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

হোয়ায়টসঅ্যাপের ওয়েব এবং ডেস্কটপ ভার্সানেও চালু হতে চলেছে টু-স্টেপ ভেরিকেশন পদ্ধতি। ইউজারদের সুরক্ষার্থেই এই ফিচার চালু করা হবে বলে জানিয়েছেন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

3 / 10
হোয়াটসঅ্যাপের মেসেজেও এবার ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জারের মতো রিঅ্যাকশন ইমোজি দেওয়া যাবে। এর জন্য চালু হবে ছয়টি ইমোজির একটি সেট।

হোয়াটসঅ্যাপের মেসেজেও এবার ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জারের মতো রিঅ্যাকশন ইমোজি দেওয়া যাবে। এর জন্য চালু হবে ছয়টি ইমোজির একটি সেট।

4 / 10
নতুন অ্যানিমেটেড হার্ট ইমোজি চালু করবে হোয়াটসঅ্যাপ। আপাতত শুধু রেড হার্ট ইমোজিতেই অ্যানিমেশন রয়েছে। কাউকে পাঠালে তার অ্যানিমেশন বোঝা যায়। অন্য রঙে হার্ট ইমোজিতেও অ্যানিমেশন চালু করার পরিকল্পনা রয়েছে হোয়াটসঅ্যাপ সংস্থার।

নতুন অ্যানিমেটেড হার্ট ইমোজি চালু করবে হোয়াটসঅ্যাপ। আপাতত শুধু রেড হার্ট ইমোজিতেই অ্যানিমেশন রয়েছে। কাউকে পাঠালে তার অ্যানিমেশন বোঝা যায়। অন্য রঙে হার্ট ইমোজিতেও অ্যানিমেশন চালু করার পরিকল্পনা রয়েছে হোয়াটসঅ্যাপ সংস্থার।

5 / 10
গ্রুপ চ্যাটের ভিতর আলাদা করে কমিউনিটি তৈরি করা যাবে। অর্থাৎ একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিতরেই আর একটা গ্রুপ তৈরি করতে পারবেন অ্যাডমিনরা। এর ফলে গ্রুপের উপর তাঁদের নিয়ন্ত্রণ আরও বাড়বে।

গ্রুপ চ্যাটের ভিতর আলাদা করে কমিউনিটি তৈরি করা যাবে। অর্থাৎ একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিতরেই আর একটা গ্রুপ তৈরি করতে পারবেন অ্যাডমিনরা। এর ফলে গ্রুপের উপর তাঁদের নিয়ন্ত্রণ আরও বাড়বে।

6 / 10
সার্চ শর্টকাট ফিচার নিয়েও কাজ শুরু করেছে হোয়াটসঅ্যাপ। মূলত কনট্যাক্ট ইনফরমেশন সেকশনে এই সার্চ শর্টকাট ফিচার যুক্ত হতে পারে বলে শোনা গিয়েছে।

সার্চ শর্টকাট ফিচার নিয়েও কাজ শুরু করেছে হোয়াটসঅ্যাপ। মূলত কনট্যাক্ট ইনফরমেশন সেকশনে এই সার্চ শর্টকাট ফিচার যুক্ত হতে পারে বলে শোনা গিয়েছে।

7 / 10
ইউজারের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস কে দেখতে পাবেন আর কে পাবেন না, সেটা এবার ঠিক করতে পারবেন ইউজাররা। নতুন এই প্রাইভেসি ফিচার চালু করবেন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

ইউজারের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস কে দেখতে পাবেন আর কে পাবেন না, সেটা এবার ঠিক করতে পারবেন ইউজাররা। নতুন এই প্রাইভেসি ফিচার চালু করবেন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

8 / 10
ফটো এবং ভিডিয়ো শেয়ার করার আগে প্রিভিউ অর্থাৎ একবার দেখে নেওয়ার সুযোগ পাবেন ইউজাররা। এর ফলে মেসেজ পাঠানোর সময় ভুল কম হবে।

ফটো এবং ভিডিয়ো শেয়ার করার আগে প্রিভিউ অর্থাৎ একবার দেখে নেওয়ার সুযোগ পাবেন ইউজাররা। এর ফলে মেসেজ পাঠানোর সময় ভুল কম হবে।

9 / 10
একই সময়ে একই সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট এবং স্ট্যাটাসে একই ছবি বা ভিডিয়ো শেয়ার করার অপশন পাবেন ইউজাররা। এর জন্য চালু হবে নতুন ফিচার।

একই সময়ে একই সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট এবং স্ট্যাটাসে একই ছবি বা ভিডিয়ো শেয়ার করার অপশন পাবেন ইউজাররা। এর জন্য চালু হবে নতুন ফিচার।

10 / 10
Follow Us: