শিল্পার সঙ্গে রাজের বিয়ের আগেও তাঁর একবার বিয়ে হয়েছিল। প্রথমা স্ত্রীর নাম কবিতা। তাঁদের এক সন্তানও রয়েছে। এক বিজনেস ডিলের ব্যাপারে পাকা কথা বলতেই রাজের সঙ্গে শিল্পার দেখা হয়।
২০১৩ সালে ফিল্ম ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজ জানিয়েছিলেন, ৪৫ বছর আগে তাঁর বাবা লন্ডনে চলে আসেন। এখানে এসে বাসের কন্ডাক্টর হিসেবে কাজ শুরু করেন তিনি।
লন্ডনে জন্মেছিলেন রাজ। বাবা বাল কৃষ্ণ কুন্দ্রা পঞ্জাব থেকে পাড়ি জমিয়েছিলেন লন্ডনে। খুঁজতে চেয়েছিলেন ভাল থাকার রসদ। কিন্তু লন্ডনে এসে নিয়েছিলেন কন্ডাক্টরের কাজ।
জানিয়েছিলেন তাঁর প্রথম স্ত্রী কবিতা জড়িয়েছিলেন পরকীয়ায়। তাঁর পরিবারেরই এক সদস্যের সঙ্গে। সেই সদস্য আর কেউ নন, রাজের বোনের বর অর্থাৎ জামাইবাবু। রাজ দাবি করেন, তাঁদের সেই সম্পর্কের কথা নাকি টের পেয়েছিলেন রাজের মা। এর পর থেকেই আলাদা থাকার সিদ্ধান্ত নেন তিনি।
বরাবরই স্বামীর পাশে দাঁড়িয়েছেন শিল্পা। পর্নকাণ্ডে গ্রেফতারির পরেও একই চিত্র। শিল্পা জানিয়েছেন এরোটিকা ছবি বানালেও পর্নকাণ্ডে রাজ দোষী নন। চলছে তদন্ত। বলিউডের নতুন 'নায়ক' রাজ কুন্দ্রা... ।
পর্ণ ব্যবসায় আয় বেশি। খুব সহজেই পৌঁছনো যায় উন্নতির শিখরে। সে কারণেই কি দরিদ্রতাকে ঘৃণা করা রাজ বেছে নিয়েছিলেন এই শর্টকার্ট?
প্রশ্ন উঠছে স্ত্রী শিল্পা শেট্টিকে নিয়েও। স্বামীর এই কীর্তি সম্পর্কে কতটা ওয়াকিবহাল ছিলেন তিনি, শিল্পা চুপ, রাজ চুপ কিন্তু বিতর্ক যেন থামছেই না।