Assam: এই শীতে অসম যাওয়ার পরিকল্পনা করছেন? এই জায়গাগুলিকে রাখুন বাকেট লিস্টে

অসমের গুহায়াটি পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় ভ্রমণ স্থান। তবে গুহায়াটি, দিসপুর, কাজিরাঙ্গার জঙ্গল ছাড়াও অসমের এমন কিছু জায়গা রয়েছে, যেখানে গেলে আপনার মন ভরে যেতে পারে। এই শীতে অসম গেলে কোন জায়গাগুলি অবশ্যই যাবেন, দেখে নিন এক নজরে...

| Edited By: | Updated on: Dec 07, 2021 | 1:50 PM
মাজুলি: অসমের সেরা ও সুন্দর আইল্যান্ড ট্যুরিস্ট ডেস্টিনেশন হল মাজুলি। ব্রহ্মপুত্র নদের কাছেই অবস্থিত ও অসমীয়া ঐতিহ্যে ভরপুর এই জায়গাটিতে এখনও পর্যন্ত আদিবাসী গ্রামের প্রাণবন্ত জীবনধারার স্বাদ পাওয়া যায়। এই অসাধারণ সুন্দর দ্বীপে মোট ৬০০টি বৌদ্ধমঠও দেখতে পাবেন।

মাজুলি: অসমের সেরা ও সুন্দর আইল্যান্ড ট্যুরিস্ট ডেস্টিনেশন হল মাজুলি। ব্রহ্মপুত্র নদের কাছেই অবস্থিত ও অসমীয়া ঐতিহ্যে ভরপুর এই জায়গাটিতে এখনও পর্যন্ত আদিবাসী গ্রামের প্রাণবন্ত জীবনধারার স্বাদ পাওয়া যায়। এই অসাধারণ সুন্দর দ্বীপে মোট ৬০০টি বৌদ্ধমঠও দেখতে পাবেন।

1 / 5
কাকোচাং জলপ্রপাত: সবুজে ঘেরা পাহাড়ের মধ্যে জলপ্রপাতের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান থেকে প্রায় ৩০ কিমি ট্রেকিং করে পৌঁছে যেতে পারেন এখানে। পাহাড়ের চূড়া থেকে অবিশ্রান্ত স্বচ্ছ জলপ্রপাত দেখার রোমাঞ্চকর অনুভূতি অন্য মাত্রা এনে দেয়।

কাকোচাং জলপ্রপাত: সবুজে ঘেরা পাহাড়ের মধ্যে জলপ্রপাতের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান থেকে প্রায় ৩০ কিমি ট্রেকিং করে পৌঁছে যেতে পারেন এখানে। পাহাড়ের চূড়া থেকে অবিশ্রান্ত স্বচ্ছ জলপ্রপাত দেখার রোমাঞ্চকর অনুভূতি অন্য মাত্রা এনে দেয়।

2 / 5
নামরি জাতীয় উদ্যান: হিমালয়ের পাদদেশে অবস্থিত, নামেরি জাতীয় উদ্যানে রয়েছে মুগ্ধকর একটি হ্রদ। বিভিন্ন প্রজাতির গাছ, হাতির জন্য তৃণভূমি, রঙিন ফুলের সম্ভারে মনোমুগ্ধকর পরিবেশে নিজেকে ভাসিয়ে দিতে পারবেন এখানে। পর্যটকদের জন্য এখানে চিতাবাঘ, বাঘ, গণ্ডার, হর্নবিল, হাতি-র মতো বন্যপ্রাণী রয়েছে।

নামরি জাতীয় উদ্যান: হিমালয়ের পাদদেশে অবস্থিত, নামেরি জাতীয় উদ্যানে রয়েছে মুগ্ধকর একটি হ্রদ। বিভিন্ন প্রজাতির গাছ, হাতির জন্য তৃণভূমি, রঙিন ফুলের সম্ভারে মনোমুগ্ধকর পরিবেশে নিজেকে ভাসিয়ে দিতে পারবেন এখানে। পর্যটকদের জন্য এখানে চিতাবাঘ, বাঘ, গণ্ডার, হর্নবিল, হাতি-র মতো বন্যপ্রাণী রয়েছে।

3 / 5
কামাক্ষ্যা মন্দির: দেশের ৫১টি সতীপীঠের মধ্যে এই মন্দিরটি এন্যতম। তান্ত্রিকদের প্রিয় এই মন্দিরটিতে প্রবেশের পর পরই আপনি নানারকম পৌরাণিক কাহিনিকে আত্মস্থ করতে পারবেন। অম্বুবাচী উত্‍সবের সময় এই মন্দিরের দরজা বন্ধ থাকে। তবে অসমে গেলে এই মন্দির দর্শন অবশ্যই করবেন।

কামাক্ষ্যা মন্দির: দেশের ৫১টি সতীপীঠের মধ্যে এই মন্দিরটি এন্যতম। তান্ত্রিকদের প্রিয় এই মন্দিরটিতে প্রবেশের পর পরই আপনি নানারকম পৌরাণিক কাহিনিকে আত্মস্থ করতে পারবেন। অম্বুবাচী উত্‍সবের সময় এই মন্দিরের দরজা বন্ধ থাকে। তবে অসমে গেলে এই মন্দির দর্শন অবশ্যই করবেন।

4 / 5
বোটানিক্যাল গার্ডেন: সবুজের মাঝে বন্যপ্রাণী দেখার অভিজ্ঞতাকে অন্য মাত্রা এনে দেয় অসমের এই চিড়িয়াখানা-সহ বোটানিক্যাল গার্ডেন। গুয়াহাটি শহরের এই চিড়িয়াখানায় রয়েছে প্রায় ৪৬০টি প্রজাতির উদ্ভিদ ও প্রাণী। ১৯৫৭ সালে নির্মিত এই চিড়িয়াখানায় একশৃঙ্ক গণ্ডার সংরক্ষিত রয়েছে। এছাড়া বাঘ, হাতি, জাগুয়ার, চিতাবাঘ, লামা, জিরাফ, উটপাখিও রয়েছে।

বোটানিক্যাল গার্ডেন: সবুজের মাঝে বন্যপ্রাণী দেখার অভিজ্ঞতাকে অন্য মাত্রা এনে দেয় অসমের এই চিড়িয়াখানা-সহ বোটানিক্যাল গার্ডেন। গুয়াহাটি শহরের এই চিড়িয়াখানায় রয়েছে প্রায় ৪৬০টি প্রজাতির উদ্ভিদ ও প্রাণী। ১৯৫৭ সালে নির্মিত এই চিড়িয়াখানায় একশৃঙ্ক গণ্ডার সংরক্ষিত রয়েছে। এছাড়া বাঘ, হাতি, জাগুয়ার, চিতাবাঘ, লামা, জিরাফ, উটপাখিও রয়েছে।

5 / 5
Follow Us: