Premier League: অ্যাস্টন ভিলার বিরুদ্ধে শেষবেলায় বাজিমাত উলভসের

প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে ভিলা পার্কে পিছিয়ে থেকেও দুরন্ত জয় ছিনিয়ে নিল উলভসরা (Wolves)। ওয়েস্ট মিডল্যান্ড ডার্বিতে শনিবার ইপিএলে ৩-২ ব্যবধানে অ্যাস্টন ভিলাকে (Aston Villa) হারাল উলভস। এই মরসুমে প্রথম তিন ম্যাচে হারার পর, ধীরে ধীরে ছন্দ খুঁজে পেয়েছে উলভসরা। এই মুহূর্তে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবলের ৮ নম্বরে রয়েছে উলভস।

| Edited By: | Updated on: Oct 17, 2021 | 2:42 PM
ম্যাচের ৪৮ মিনিটে জন ম্যাকগিনের পাস থেকে অ্যাস্টন ভিলার হয়ে প্রথম গোল করেন ড্যানি ইঙ্গস (Danny Ings)। (ছবি-অ্যাস্টন ভিলা টুইটার)

ম্যাচের ৪৮ মিনিটে জন ম্যাকগিনের পাস থেকে অ্যাস্টন ভিলার হয়ে প্রথম গোল করেন ড্যানি ইঙ্গস (Danny Ings)। (ছবি-অ্যাস্টন ভিলা টুইটার)

1 / 6
দ্বিতীয়ার্ধে (৬৮ মিনিটে) ভিলার হয়ে ব্যাবধান বাড়ান জন ম্যাকগিন (John McGinn)। (ছবি-অ্যাস্টন ভিলা টুইটার)

দ্বিতীয়ার্ধে (৬৮ মিনিটে) ভিলার হয়ে ব্যাবধান বাড়ান জন ম্যাকগিন (John McGinn)। (ছবি-অ্যাস্টন ভিলা টুইটার)

2 / 6
২-০ গোলে পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধের শেষের দিকে দুরন্ত কামব্যাক করে উলভস। (ছবি- উলভস টুইটার)

২-০ গোলে পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধের শেষের দিকে দুরন্ত কামব্যাক করে উলভস। (ছবি- উলভস টুইটার)

3 / 6
ম্যাচের ৮০ মিনিটে ভিলাকে ১ গোল শোধ করেন উলভসের রোমান সাইস (Romain Saiss)। (ছবি- উলভস টুইটার)

ম্যাচের ৮০ মিনিটে ভিলাকে ১ গোল শোধ করেন উলভসের রোমান সাইস (Romain Saiss)। (ছবি- উলভস টুইটার)

4 / 6
স্কোরলাইন ২-২ করেন উলভস অধিনায়ক কোনর কোয়াডি (Conor Coady)। (ছবি- উলভস টুইটার)

স্কোরলাইন ২-২ করেন উলভস অধিনায়ক কোনর কোয়াডি (Conor Coady)। (ছবি- উলভস টুইটার)

5 / 6
ম্যাচের ৯৫ মিনিটে কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন উলভসের রুবেন নেভেস (Ruben Neves)। (ছবি- উলভস টুইটার)

ম্যাচের ৯৫ মিনিটে কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন উলভসের রুবেন নেভেস (Ruben Neves)। (ছবি- উলভস টুইটার)

6 / 6
Follow Us: