Puja Tips: পুজোর মাঝখানে দপ করে নিভল প্রদীপ, জানেন জ্যোতিষশাস্ত্র মতে এটা শুভ না অশুভ?
ঠাকুরের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয়। এ বার ধরুন ঠাকুরপুজোর মাঝে আচমকা যদি প্রদীপ নিভে যায়? এমন ঘটনা ঘটলে কেউ কেউ বলেন, এটা অশুভ। আসল সত্যিটা কী? জেনে নিন বিস্তারিত।

ভক্তিভরে যখন কেউ ঠাকুর পুজো করেন, সেই সময় প্রদীপ জ্বালিয়ে থাকেন অনেকে। বাড়িতে মা-ঠাকুমারা নিয়মিত সন্ধেবেলায় প্রদীপ দেন। কখনও দেখা যায় তুলসীমঞ্চে তাঁরা প্রদীপ জ্বালিয়েছেন। কখনও আবার দেখা যায় বাড়ির ঠাকুরঘরের চারিদিকে আলো ছড়াচ্ছে প্রদীপ। ঠাকুরের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয়। এ বার ধরুন ঠাকুরপুজোর মাঝে আচমকা যদি প্রদীপ নিভে যায়? এমন ঘটনা ঘটলে কেউ কেউ বলেন, এটা অশুভ। আসল সত্যিটা কী? জেনে নিন বিস্তারিত।
পুজোর মাঝে দপ করে প্রদীপ নিভে যাওয়ার নেপথ্যে আলাদা আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ রয়েছে। একদিকে বেশ কয়েকজন মনে করেন পুজো করার মাঝে হঠাৎ করে প্রদীপ যদি নিভে যায়, তার মানে অশুভ শক্তি বা নেতিবাচক শক্তি সেখানে উপস্থিত রয়েছে। আর প্রদীপের শিখা নিভে গিয়ে সেটারই ইঙ্গিত দিচ্ছে।
হিন্দুধর্মে এমনটা বিশ্বাস করা হয় যে, যদি ঠাকুর পুজো চলাকালীন কখনও প্রদীপ নিভে যায়, তা হলে পূর্বপুরুষদের কাছ থেকে কোনও বার্তা পাওয়ার ইঙ্গিতও হতে পারে। আবার অনেক সময় প্রদীপে তেল বা ঘি কমে গেলে, ঠিকমতো জ্বলে না। আচমকা সেটি নিভে যায়।
নানা ব্যাখ্যা থাকলেও এইভাবে প্রদীপ নিভে যাওয়াকে অনেকেই অশুভ বলেই মনে করেন। আবার কোনও ব্যক্তি এমন রয়েছেন, যারা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে দেখে। এবং সেইসঙ্গে অনেকে এই ঘটনা ঈশ্বরের কাছ থেকে পাওয়া বিশেষ বার্তাও বলেন। কেউ কেউ আবার এও মনে করেন যে, নিশ্চয়ই পুজোতে কোনও ভুল হচ্ছে। তাই সেটি ঈশ্বর জানিয়ে দিয়েছেন। পাশাপাশি জ্যোতিষশাস্ত্র মতে, গ্রহ-নক্ষত্রের অবস্থান যদি ভুল হয়, বিশেষ করে রাহু বা কেতু এবং শনির যদি প্রভাব থাকে, তা হলে পুজোর সময় প্রদীপ নিভে যায়। আর সেই ব্যক্তির জীবনে কিছু অশুভ ঘটার সম্ভবনাও থাকে।
বিশেষ দ্রষ্টব্য- এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস ও জ্যোতিষশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।
