Holi Astrology Tips: সাবধান, দোলে ভুলেও করবেন না এই কাজগুলো, জীবনে নেমে আসবে মহা-বিপদ

Holi 2022- দোলের দিন বেশ শুভ, নিজের ভাগ্য বদলে সবটা পাল্টে ফেলতে এই দিন মেনে চলুন বিশেষ আচার-বিচার। তবে বেশ কয়েকটি কাজে যদি বিন্দুমাত্র খামতি থেকে যায়, তবে বিপদ অবসম্ভাবী।

| Edited By: | Updated on: Mar 17, 2022 | 6:32 PM
দোলের দিন বেশ শুভ, নিজের ভাগ্য বদলে সবটা পাল্টে ফেলতে এই দিন মেনে চলুন বিশেষ আচার-বিচার। তবে বেশ কয়েকটি কাজে যদি বিন্দু মাত্র খামতি থেকে যায়, তবে বিপদ অবসম্ভাবী।

দোলের দিন বেশ শুভ, নিজের ভাগ্য বদলে সবটা পাল্টে ফেলতে এই দিন মেনে চলুন বিশেষ আচার-বিচার। তবে বেশ কয়েকটি কাজে যদি বিন্দু মাত্র খামতি থেকে যায়, তবে বিপদ অবসম্ভাবী।

1 / 6
কয়েকটি জিনিস দোলের দিন অবশ্যই এড়িয়ে যেতে হবে। যার মধ্যে অন্যতম হল মিষ্টি লবঙ্গ না খাওয়া।

কয়েকটি জিনিস দোলের দিন অবশ্যই এড়িয়ে যেতে হবে। যার মধ্যে অন্যতম হল মিষ্টি লবঙ্গ না খাওয়া।

2 / 6
দোল খেলার সময় অতি-অবশ্যই মাথা ঢেকে রাখুন। এদিন অবশ্যই বড়দের আশীর্বাদ নেবেন।

দোল খেলার সময় অতি-অবশ্যই মাথা ঢেকে রাখুন। এদিন অবশ্যই বড়দের আশীর্বাদ নেবেন।

3 / 6
এদিন বাড়ি নোংরা করে রাখলে ভাগ্য লক্ষ্মী বিমুখ হয়ে যান। তাই সকালেই বাড়ি পরিষ্কার করে ঠাকুর ঘর সাজিয়ে ফেলুন।

এদিন বাড়ি নোংরা করে রাখলে ভাগ্য লক্ষ্মী বিমুখ হয়ে যান। তাই সকালেই বাড়ি পরিষ্কার করে ঠাকুর ঘর সাজিয়ে ফেলুন।

4 / 6
ছেঁড়া জামা পরে অনেকেই রঙ খেলতে পছন্দ করেন। কারণ জামা নষ্ট হয়ে যাবে বলে। তবে কখনই ছেঁড়া জামা পরে রঙ খেলা উচিত নয়।

ছেঁড়া জামা পরে অনেকেই রঙ খেলতে পছন্দ করেন। কারণ জামা নষ্ট হয়ে যাবে বলে। তবে কখনই ছেঁড়া জামা পরে রঙ খেলা উচিত নয়।

5 / 6
কাদা মাখামাখি নয়। নোংরা বিষয়টা এড়িয়ে যাওয়াই ভালো, তাই নোংরাভাবে দোল খেলা উচিত নয়। শৃঙ্খলা মেনে দোল খেলা উচিত, কারণ এদিন নিয়মের বাইরে বেরিয়ে দোল খেলা, মাদক সেবন করলে পরিবারের সুখ সমৃদ্ধি নষ্ট হয়ে যায়।

কাদা মাখামাখি নয়। নোংরা বিষয়টা এড়িয়ে যাওয়াই ভালো, তাই নোংরাভাবে দোল খেলা উচিত নয়। শৃঙ্খলা মেনে দোল খেলা উচিত, কারণ এদিন নিয়মের বাইরে বেরিয়ে দোল খেলা, মাদক সেবন করলে পরিবারের সুখ সমৃদ্ধি নষ্ট হয়ে যায়।

6 / 6
Follow Us: