Goddess Lakshmi: লক্ষ্মীর কৃপা পেতে সূর্য ডোবার আগেই সেরে ফেলুন এই জরুরি কাজগুলি

Astrology: দেবীকে সন্তুষ্ট রাখতে ও আর্থিক সমস্যার মুখোমুখি না হতে সূর্য ডোবার আগেই সেগুলি এড়িয়ে চলা উচিত। সূর্য ডোবার পর কী কী কাজ একেবারেই করবেন না, তা দেখে নিন...

Goddess Lakshmi: লক্ষ্মীর কৃপা পেতে সূর্য ডোবার আগেই সেরে ফেলুন এই জরুরি কাজগুলি
পরিশ্রম করা সত্ত্বেও যেন মা লক্ষ্মী তুষ্ট হন না
Follow Us:
| Edited By: | Updated on: Apr 23, 2022 | 6:20 AM

সম্পদ ও জ্ঞানের দেবী হলেন লক্ষ্মী (Laxmi)। ভারতের সর্বত্রই দেবী লক্ষ্মী (Goddess Lakshmi) বা মহালক্ষ্মীর পুজো প্রচলিত। মহাকাব্য মহাভারতে (Mahabharat), দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য কিছু নিয়ম ও অনুশীলনের কথা বলা হয়েছে। তার মধ্যে একটি হল, রাতের বেলায় খাবার না খাওয়া।

এমন কিছু অভ্যাস রয়েছে, যেগুলি সূর্যাস্তের পরে এড়িয়ে চলা প্রয়োজন। দেবীকে সন্তুষ্ট রাখতে ও আর্থিক সমস্যার মুখোমুখি না হতে সূর্য ডোবার আগেই সেগুলি এড়িয়ে চলা উচিত। সূর্য ডোবার পর কী কী কাজ একেবারেই করবেন না, তা দেখে নিন…

দইয়ের ব্যবহার

দেবী লক্ষ্মীর প্রিয় রঙ হল সাদা। সাদা রঙের কিছু খেলে বিশেষ করে দই খেলে দেবী লক্ষ্মী অসন্তুষ্ট হোন। দুধের ক্ষেত্রে যদিও ব্যতিক্রম। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে, রাতে দই স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে।

মূলো, ভাত ও ছাতু খাবেন না

মহাভারত উল্লেখ রয়েছে যে, রাতে মুলো, ভাত ও ছাতু খাওয়া নিষিদ্ধ। এই খাবারগুলি দেবী লক্ষ্মীকে রাগিয়ে দিতে পারে। এছাড়া বিষ্ণু ও লক্ষ্মীকে জাগ্রত করার জন্য দেওয়া হয় বলে জানা যায়।

সুন্দর নখ ও চুল

রাতে নখ ও চুল কাটা থেকে বিরত থাকুন। এর কারণে লক্ষ্মী অসন্তুষ্ট হোন। তাই সূর্যাস্তের পর এই কাজগুলি একেবারেই করবেন না।

হলুদ, লবণ ও টক জিনিস

দুধ, হলুদ, লবণ, টক ইত্যাদি দান করা উচিত নয়। লক্ষ্মীকে সন্তুষ্ট রাখতে এইগুলি কখনও কাউকে দেবেন না। দেবীর কৃপা পেতে এই জিনিসগুলি দান না করাই ভাল।

রাতে ঝাড়ু ব্যবহার করবেন না

কথিত আছে, ঘর পরিস্কার ও পরিচ্ছন্ন রাখলে দেবী লক্ষ্মী সেই গৃহে বাস করেন। তবে সেখানেও রয়েছে বশ কিছু নিয়ম। সূর্যাস্তের পর ঘরে ঝাড়ু দেওয়া উচিত নয়। যদি রাতে ঘর পরিস্কার করেন, তাহলে সেই আবর্জনাগুলি তখনই ফেলে দেবেন না। এই কাজটিকে কখনওই শুভ বলে মনে করা হয় না। তাতে আর্থিক সমস্যার মুখে পড়তে পারেন।

আরও পড়ুন: Akshaya Tritiya 2022: পুরোহিত ছাড়াই দোকানে অক্ষয় তৃতীয়ায় লক্ষ্মীপুজো করুন, রইল পুজোর সমস্ত নিয়মকানুন

Disclaimer: এখানে উপলব্ধ তথ্য শুধুমাত্র বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে টিভিনাইন বাংলা কোনও বিশ্বাস বা তথ্য নিশ্চিত করে না। কোন তথ্য বা বিশ্বাস অনুশীলন করার আগে একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।