Ras purnima 2023: পঞ্জিকা মতে, এ বছর রাস পূর্ণিমা থাকবে কতক্ষণ? জানুন তাত্পর্য ও গুরুত্ব
Ras Festival 2023: বাংলার বাইরে রাস পূর্ণিমা পালন করা না হলেও কার্তিক পূর্ণিমা হিসেবে দিনটি পালন করা হয়। এদিন বাংলার বিভিন্ন প্রান্তে রাধা-কৃষ্ণের আরাধনা করা হয়। বহু প্রাচীন প্রথা অনুযায়ী এদিন রাস পুজোও করা হয়। সাধারণত বৈষ্ণবদের কাছে এদিনটি বিশেষ ও গুরুত্বপূর্ণ।
হিন্দু ধর্মে কার্তিক পূর্ণিমা হল অন্যতম ও সবচেয়ে শুভ একটি তিথি ও বিশেষ দিন। সনাতন ধর্মমতে, কার্তিক মাসে বিভিন্ন দেবদেবীর আরাধনা করা হয়ে থাকে। তার মধ্যে রাস উত্সব হল অন্যতম। বাঙালিদের কাছে রাস পূর্ণিমা বা রাস উত্সব হল একটি নস্ট্যালজিক ভাবনা। বাংলার বাইরে রাস পূর্ণিমা পালন করা না হলেও কার্তিক পূর্ণিমা হিসেবে দিনটি পালন করা হয়। এদিন বাংলার বিভিন্ন প্রান্তে রাধা-কৃষ্ণের আরাধনা করা হয়। বহু প্রাচীন প্রথা অনুযায়ী এদিন রাস পুজোও করা হয়। সাধারণত বৈষ্ণবদের কাছে এদিনটি বিশেষ ও গুরুত্বপূর্ণ। বৈষ্ণবদের কাছে এক অন্যতম ধর্মীয় উত্সব। কথিত আছে, এই কার্তিক পূর্ণিমা তিথিতেই শ্রীরাধা-সহ গোপিনীদের সঙ্গে রাসলীলায় মেতে উঠেছিলেন শ্রীকৃষ্ণ।
পদ্মপুরাণ ও বিষ্ণুপুরাণ, শ্রীমদ্ভাগমতে রাস পূর্ণিমার নানাবিধ তথ্যউল্লেখ রয়েছে। কার্তিক পূর্ণিমায় পালিত হয় শারদ রাস। এদিন সখী বা গোপিনীদের সঙ্গে শ্রীকৃষ্ণ নাচ-গানে মত্ত হয়ে উঠেছিলেন। যতজন সখী, ঠিক ততজন কৃষ্ণ বেশে রাসলীলা জমে উঠেছিল। রাস উত্সব কথার অর্থ হলঈশ্বরের সঙ্গে মহাত্মার মিলন। মানুষ এ জীবনে আধ্যাত্মিক চেতনার মাঝেই সুখের খোঁজে এই উত্সব পালন করে থাকেন। কাম-রসকে প্রেমে পরিণত করার উত্সবই হল এই রাস উত্সব।
সাধারণত, শ্রীচৈতন্যদেবের হাত ধরেই এই বিশেষ তিথিতে নবদ্বীপে নাস উত্সব পালন করা হয়ে থাকে। এদিন কীর্তন, কৃষ্ণ কথা, কৃষ্ণ ও রাধার প্রেমকাহিনি বর্ণিত হওয়ার পাশাপাশি রাধাকৃষ্ণের বিগ্রহেরও পুজো করা হয়। তৈরি করা হয় গোপিনীদের মূর্তিও। নবদ্বীপ, শান্তিপুর, মথুরা, বৃন্দাবনে জাঁকজমক করে রাস উত্সব পালন করা হয়ে থাকে।
এবছর কবে পড়েছে রাস পূর্ণিমা? পঞ্জিকা মতে, রাস পূর্ণিমা শুরু হয়েছে ২৬ নভেম্বর, রবিবার সকাল ১১টা ২৩ মিনিটে। শেষ হবে ২৭ নভেম্বর, সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে। উদয়া তিথি অনুসারে রাস উত্সব পালন করা হবে ২৭ নভেম্বর, সোমবারে।