Ganesh Chaturthi 2025: জীবনে উন্নতি, অর্থের বৃষ্টি চান? গণেশ চতুর্থীর দিন করুন এই কয়েকটি কাজ
Ganesh Chaturthi Tips: যে কোনও শুভ কাজের আগে গণেশ পুজো মাস্ট। গণেশ চতুর্থীর দিন ভক্তিভরে গণেশের পুজো করার পাশাপাশি কয়েকটি কাজ করলে জীবনে একদিকে উন্নতি হবে, পাশাপাশি কপাল খুলবে, হাতে অর্থ আসবে।

ওঁ গাং গণেশায় নমঃ… সিদ্ধিদাতা গণেশের পুজোর সময় এই মন্ত্র পাঠ করলে মনের ইচ্ছে পূরণ হয়। বুদ্ধিভ্রষ্ট মানুষের জীবনে বুদ্ধির সঞ্চার করেন গজানন। মা দুর্গা মর্ত্যে আসার আগে তাঁর পুত্র পৃথিবীতে পা রাখেন। গণেশ চতুর্থী (Ganesh Chaturthi) দিয়ে পুজোর দামামা কার্যত বেজে যায়। যে কোনও শুভ কাজের আগে গণেশ পুজো মাস্ট। গণেশ চতুর্থীর দিন ভক্তিভরে গণেশের পুজো করার পাশাপাশি কয়েকটি কাজ করলে জীবনে একদিকে উন্নতি হবে, পাশাপাশি কপাল খুলবে, হাতে অর্থ আসবে।
নিম্নে কয়েকটি টোটকা নিয়ে আলোচনা করা হল, যেগুলি গণেশ চতুর্থীর দিন করলে সেই ব্যক্তির কপাল খুলে যাবে।
১) গণেশ চতুর্থীর দিন বাড়িতে গণেশের মূর্তি স্থাপন করতে হবে। যদি সম্ভব হয় তা হলে গণেশ যন্ত্রম স্থাপন করতে পারেন। এমনটা করলে ঘরে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। শুভ শক্তির সঞ্চার হয়।
২) কোথায় গণেশের মূর্তি স্থাপন করবেন? একখানা ছোট কাঠের চৌকিতে গণেশের মূর্তি স্থাপন করতে পারেন। প্রথমে চৌকির ওপর খানিকটা গম এবং মুগডাল ছড়াতে হবে। তার ওপর একখানা লাল কাপড়/ লাল শালু পেতে সেখানে গণেশের মুর্তি স্থাপন করতে হবে।
৩) ঠাকুরের আসন বা সিংহাসন পূর্ব দিকে বা উত্তর দিকে রাখতে হবে। এবং গণেশ মূর্তি স্থাপনের পর সেই মূর্তির দুই দিকে একটা করে সুপুরি কমলা সিঁদুর মাখিয়ে রাখতে হবে।
৪) নৈবেদ্যে কী দেবেন? ফল, মিষ্টি, ঘি এবং গুড় দিতে পারেন। গণেশ পুজোর সামগ্রীতে দূর্বা ঘাস মাস্ট। পুজোর সময় গণেশের মূর্তির বাঁ দিকে এক গুচ্ছ দূর্বা ঘাস রাখতে হবে।
৫) কারও বাড়িতে যদি কেউ বিবাহযোগ্য থাকেন, তা হলে ওই দিন গণেশকে মালপোয়া, মোদক ও হলুদ রঙের মিষ্টি অর্পণ করতে হবে।
৬) গণেশ পুজোর দিন ভাল ফল পাওয়ার জন্য ১০৮ বার গণেশ মন্ত্র পাঠ করতে পারেন। তা হলে গণেশের আশীর্বাদ সবসময় বজায় থাকবে।
