CWG 2022 India Day 8 Schedule: আজ জিতলেই হকিতে পদক নিশ্চিত, অষ্টম দিনে ভারতের ঝুলি কতটা ভরবে?
Commonwealth Games 2022: আজ, শুক্রবার বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের আট নম্বর দিন। কারা কারা নামছেন দেখে নিন
বার্মিংহ্যাম: দেখতে দেখতে সাতটি দিন অতিক্রান্ত। আজ, শুক্রবার বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের (Birmingham Commonwealth Games 2022) আট নম্বর দিন। বার্মিংহ্যামে এখনও পর্যন্ত নিষ্ফলা দিন কাটায়নি ভারত (India)। রোজই দেশের ঝুলিতে এসেছে পদক। আজ থেকে ম্যাটে নেমে পড়বেন দেশের কুস্তিগীররা। বজরং পুনিয়া, দীপক পুনিয়া, সাক্ষী মালিকদের থেকে দেশবাসীর প্রত্যাশা অনেক। এছাড়া রয়েছে মেয়েদের হকির সেমিফাইনাল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জেতা মানেই পদক নিশ্চিত। টেবল টেনিস, ব্যাডমিন্টন, স্কোয়াশ, অ্যাথলেটিক্স সব মিলিয়ে জমজমাট আট নম্বর দিন।
অ্যাথলেটিক্স
মেয়েদের ১০০ মিটার হার্ডলস (দুপুর ২:৫৬)
পুরুষদের ৪x৪০০ মিটার রিলে (নোয়া টম, জ্যাকব, নাগানাথন পান্ডি, মহম্মদ আনাস) বিকেল ৪.০৭
মেয়েদের লং জাম্প কোয়ালিফিকেশন (বিকেল ৪.১০)
মেয়েদের ২০০ মিটার সেমিফাইনাল- হিমা দাস (রাত ১২.৪৫)
ব্যাডমিন্টন
মেয়েদের সিঙ্গলস – রাউন্ড অব ১৬ ম্যাচ- পিভি সিন্ধু বনাম হুসিনা কোবুগাবে (বিকেল ৩.৩০)
পুরুষদের সিঙ্গলস ম্যাচ – রাউন্ড অব ১৬ – কিদাম্বী শ্রীকান্ত বনাম দুমিন্দু অ্যাবেউইকরামা (বিকেল ৩.৩০)
পুরুষদের সিঙ্গলসের ম্যাচ – রাউন্ড অব ১৬ – লক্ষ্য সেন (রাত ১১টা)
এছাড়া পুরুষ ও মহিলাদের ডাবলস ম্যাচ রয়েছে।
হকি
মেয়েদের সেমিফাইনাল – ভারত বনাম অস্ট্রেলিয়া (দুপুর ১২.৪৫)
স্কোয়াশ
মেনস ডাবলস – রাউন্ড অব ১৬- বিকেল ৫.১৫
মিক্সড ডাবলস – কোয়ার্টার ফাইনাল (জ্যোৎস্না চিনাপ্পা ও হরিন্দর পাল সান্ধু) রাত ৮.১৫
ওমেন্স ডাবলস – কোয়ার্টার ফাইনাল (জ্যােৎস্না চিনাপ্পা ও দীপিকা পাল্লিকাল) রাত ১০.৩০
ওমেন্স ডাবলস – কোয়ার্টার ফাইনাল (অনাহত সিং-সুনয়না কুরুভিলা) রাত ১১.১৫
মিক্সড ডাবলস – কোয়ার্টার ফাইনাল (দীপিকা পাল্লিকাল ও সৌরভ ঘোষাল) রাত ১২টা
টেবল টেনিস
মেয়েদের ডাবলস – রাউন্ড অব ৩২ (মনিকা বাত্রা ও দিয়া চিতালে) বিকেল ৪.৩০
পুরুষদের সিঙ্গলস – রাউন্ড অব ৩২ (সাথিয়ান গণেশেখরন) বিকেল ৫.৪৫
পুরুষদের সিঙ্গলস – রাউন্ড অব ৩২ (শরথ কমল) বিকেল ৫.০০টা
পুরুষদের সিঙ্গলস – রাউন্ড অব ৩২ (সানিল শেট্টি) বিকেল ৫.৪৫
মেয়েদের ডাবলস – রাউন্ড অব ৩২ (সৃজা আকুলা-রীথ টেনিসন) রাত ৯.৩০
কুস্তি
পুরুষদের ১২৫ কেজি বিভাগ – মোহিত গারেওয়াল – বিকেল ৩.০০
পুরুষদের ৬৫ কেজি বিভাগ – বজরং পুনিয়া
মহিলাদের ৫৭ কেজি বিভাগ – অংশু মালিক
পুরুষদের ৮৬ কেজি বিভাগ – দীপক পুনিয়া
মহিলাদের ৬৮ কেজি বিভাগ – দিব্যা কাকরান
মহিলাদের ৬২ কেজি – সাক্ষী মালিক