US Masters T10 League: চার-ছক্কার বন্যা বইল, ৪৭ এর জ্যাক কালিসের রুদ্র রূপ দেখল ক্রিকেট বিশ্ব!

Suresh Raina: বর্তমানে আমেরিকাতে রয়েছেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার সুরেশ রায়না। ইউএস মাস্টার্স টি-১০ এর উদ্বোধনী সংস্করণে তিনি ক্যালিফোর্নিয়া নাইটস দলকে নেতৃত্ব দিচ্ছেন।

US Masters T10 League: চার-ছক্কার বন্যা বইল, ৪৭ এর জ্যাক কালিসের রুদ্র রূপ দেখল ক্রিকেট বিশ্ব!
US Masters T10 League: চার-ছক্কার বন্যা বইল, ৪৭ এর জ্যাক কালিসের রুদ্র রূপ দেখল ক্রিকেট বিশ্ব! Image Credit source: US Masters T10 League
Follow Us:
| Edited By: | Updated on: Aug 20, 2023 | 4:21 PM

নয়াদিল্লি: আমেরিকায় এখন যেন চলছে ক্রিকেটের ধুম! কিছুদিন আগেই মার্কিন মুলুকে অনুষ্ঠিত হয়েছিল মেজর লিগ ক্রিকেট টুর্নামেন্ট। এখন সেখানে হচ্ছে ইউএস মাস্টার্স টি-১০ লিগ (US Masters T10 League)। এই টুর্নামেন্টে একাধিক অবসর নেওয়া অভিজ্ঞ ক্রিকেটার অংশ নিয়েছেন। টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছিল টেক্সাস চার্জার্স ও ক্যালিফোর্নিয়া নাইটস। ইউএস মাস্টার্স টি-১০ লিগের এই ম্যাচে ব্যাট হাতে রীতিমতো তান্ডব দেখান দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক জ্যাক কালিস (Jacques Kallis)। ৪৭ বছরের কালিসের রুদ্র রূপের সাক্ষী রইল ক্রিকেট বিশ্ব। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

১৬ অক্টোবর জীবনের হাফসেঞ্চুরির আরও কাছে পৌঁছে যাবেন জ্যাক কালিস। ৪৮-এর কোঠায় পা দেওয়ার আগে ব্যাট হাতে বিধ্বংসী মেজাজে দেখা গেল জ্যাক কালিসকে। টেক্সাস চার্জার্সের বিরুদ্ধে টস জেতেন ক্যালিফোর্নিয়া নাইটসের অধিনায়ক সুরেশ রায়না। প্রথমে ব্যাটিং করে ১ উইকেট হারিয়ে নাইটরা তোলে ১৫৮ রান। তার মধ্যে ৩১ বলে ৬৪* রানের দুরন্ত ইনিংস উপহার দেন জ্যাক কালিস। তাঁর ইনিংস সাজানো ছিল ৮টি চার এবং ৩টি ছয় দিয়ে। স্ট্রাইকরেট ছিল ২০৬.৪৫।

কালিসকে যোগ্য সঙ্গ দেন মিলিন্দ কুমার। তিনি ২৮ বলে ৭৬ রানের অপরাজিত ইনিংস খেলেন। শেষ অবধি টেক্সাস চার্জার্সকে ১৫৯ রানের টার্গেট দেয় ক্যালিফোর্নিয়া। নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১০ রান তোলে টেক্সাস। যার ফলে ৪৮ রানে ম্যাচ জিতে নেয় সুরেশ রায়নার ক্যালিফোর্নিয়া নাইটস।