Rahul Dravid: দ্রাবিড়ের বদলি গম্ভীর, গম্ভীরের পরিবর্ত দ্রাবিড়! KKR-এর ভাবনায় বিশ্বজয়ী কোচ

IPL 2025, Kolkata Knight Riders: ভারতের সিনিয়র ক্রিকেট দলের দায়িত্ব নেওয়ার আগে যুব দলের দায়িত্বে ছিলেন রাহুল দ্রাবিড়। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চেয়ারম্যানও। যুব দলের খুব বেশি সফর থাকত না। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি তাঁর শহর বেঙ্গালুরুতেই। ফলে পরিবারকে অনেক অনেক বেশি সময় দিতে পারতেন রাহুল দ্রাবিড়। সে কারণেই প্রাথমিক ভাবে ভারতীয় দলের কোচ হতে রাজি হচ্ছিলেন না।

Rahul Dravid: দ্রাবিড়ের বদলি গম্ভীর, গম্ভীরের পরিবর্ত দ্রাবিড়! KKR-এর ভাবনায় বিশ্বজয়ী কোচ
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jul 09, 2024 | 4:23 PM

ভারতীয় দলের কোচ হিসেবে সদ্য প্রাক্তন হয়েছেন রাহুল দ্রাবিড়। কেরিয়ারে তাঁর নানা সাফল্য় ছিল। যদিও একটা আইসিসি বিশ্বকাপ ট্রফির আক্ষেপ ছিল রাহুল দ্রাবিড়ের। প্লেয়ার হিসেবে বিশ্বকাপ ফাইনাল খেলেছেন। কিন্তু ট্রফি জেতা হয়নি। কোচ হিসেবে ওয়ান ডে, টেস্ট বিশ্বকাপ ফাইনালে হার। অবশেষে তাঁর আক্ষেপ মিটেছে। ভারতীয় দলের কোচ হিসেবে শেষ টুর্নামেন্টেই ট্রফি এসেছে। সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। কোচ রাহুল দ্রাবিড়ের উচ্ছ্বাস ছিল দেখার মতো। বিশ্বকাপ ফাইনালের আগেই তিনি জানিয়েছিলেন, আর আবেদন করবেন না। ফাইনালের পর মজার ছলে সাংবাদিকদের বলেছিলেন, এখন আমার কোনও চাকরি নেই, খোঁজ থাকলে জানাবেন। গৌতম গম্ভীর যেমন দ্রাবিড়ের ছেড়ে যাওয়া জায়গায় ভারতীয় দলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে, তেমনই কলকাতা নাইট রাইডার্স গম্ভীরের পরিবর্ত হিসেবে মেন্টর হওয়ার প্রস্তাব দিয়েছে রাহুল দ্রাবিড়কে!

ভারতের সিনিয়র ক্রিকেট দলের দায়িত্ব নেওয়ার আগে যুব দলের দায়িত্বে ছিলেন রাহুল দ্রাবিড়। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চেয়ারম্যানও। যুব দলের খুব বেশি সফর থাকত না। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি তাঁর শহর বেঙ্গালুরুতেই। ফলে পরিবারকে অনেক অনেক বেশি সময় দিতে পারতেন রাহুল দ্রাবিড়। সে কারণেই প্রাথমিক ভাবে ভারতীয় দলের কোচ হতে রাজি হচ্ছিলেন না রাহুল দ্রাবিড়। তৎকালীন বোর্ড প্রেসিডেন্ট তথা সতীর্থ সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথায় দায়িত্ব নিতে রাজি হয়েছিলেন। সিনিয়র দলের কোচ হওয়ার পর সেই ভাবে পরিবারকে সময় দিতে পারছিলেন না।

জাতীয় দলের দায়িত্ব ছাড়ার পরই চ্যাম্পিয়ন কোচকে পেতে ঝাঁপিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা। এর মধ্যে রয়েছে কলকাতা নাইট রাইডার্সও। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী রাহুল দ্রাবিড়কে মেন্টর হওয়ার প্রস্তাব দিয়েছে কেকেআর, নিউজ১৮ বাংলা এমনই দাবি করছে। দ্রাবিড়কে এই প্রস্তাব দেওয়া হলে তিনি আগ্রহ দেখাতেই পারেন। আইপিএলে তিন মাসের মতো সময় দিতে হবে। ফলে পরিবারকে অনেক বেশি সময় দিতে পারবেন। তবে যতক্ষণ না গৌতম গম্ভীরের বিষয়টি চূড়ান্ত হচ্ছে, কেউই যে মুখ খুলবে না, এ বিষয়ে নিশ্চিত।