KL Rahul: এক পোস্টে অবসর জল্পনা, অবশেষে লোকেশ রাহুলের ‘বিরাট’ ঘোষণা

Aug 24, 2024 | 2:41 AM

KL Rahul Makes Announcement: একটি চ্যারিটির জন্য বেশ কিছু জিনিস নিলামে তুলবেন তাঁরা। সেই অর্থ যাবে একটি সংস্থায়। চ্যারিটির জন্যই সেই অর্থ ব্যবহার করা হবে। সেটাই করলেন লোকেশ রাহুল। সেখানে নানা জিনিসই নিলামে তোলা হয়েছিল। শিশুদের জন্য ব্যবহার হবে সেই অর্থ। অবদান রাখলেন বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিরাও।

KL Rahul: এক পোস্টে অবসর জল্পনা, অবশেষে লোকেশ রাহুলের বিরাট ঘোষণা
Image Credit source: X

Follow Us

এক পোস্টে জল্পনা বাড়িয়েছিলেন। হঠাৎই সোশ্যাল মিডিয়া জুড়ে আলোচনা লোকেশ রাহুলকে নিয়ে। নিজেই সোশ্যাল মিডিয়ায় লেখেন, একটি ঘোষণা করব, সঙ্গে থাকুন। স্বাভাবিক ভাবেই নানা অনুমান শুরু হয়ে যায়। অনেকেই ভাবছিলেন, ক্রিকেটকে বিদায় জানাবেন না তো লোকেশ রাহুল! তবে সেই জল্পনা উড়িয়ে নতুন পোস্ট। স্ত্রী আথিয়া শেঠি পোস্ট করেছিলেন একটি চ্যারিটির জন্য বেশ কিছু জিনিস নিলামে তুলবেন তাঁরা। সেই অর্থ যাবে একটি সংস্থায়। চ্যারিটির জন্যই সেই অর্থ ব্যবহার করা হবে। সেটাই করলেন লোকেশ রাহুল। সেখানে নানা জিনিসই নিলামে তোলা হয়েছিল। শিশুদের জন্য ব্যবহার হবে সেই অর্থ। অবদান রাখলেন বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিরাও।

ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা হারিয়েছেন। টেস্ট ক্রিকেটে সুযোগ হবে কিনা নিশ্চিত নয়। প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন রাহুল। মাঠের বাইরেও মন জিতলেন। ইনস্টাগ্রাম স্টোরিতে নতুন পোস্টে লিখেছেন, ‘আমাদের অকশন সফল হয়েছে। অনেক বিশেষ শিশুর পাশে দাঁড়াতে পারব আমরা। সকলকে ধন্যবাদ। এই বিশেষ কাজে আপনারা যে ভাবে সাড়া দিয়েছেন, তার জন্য ধন্যবাদ যথেষ্ট নয়।’

এই খবরটিও পড়ুন

জার্সি থেকে ক্রিকেট ব্যাট। সব কিছুই নিলামে তোলা হয়েছিল। নিলামে কী কী বিক্রি হল? লোকেশ রাহুলের অকশনে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে বিরাট কোহলির জার্সি। তার দাম উঠেছিল ৪০ লক্ষ টাকা। বিরাট কোহলির গ্লাভস বিক্রি হয়েছে ২৮ লক্ষ টাকায়। রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি এবং রাহুল দ্রাবিড়ের ব্যাট বিক্রি হয়েছে যথাক্রমে ২৪, ১৩ ও ১১ লক্ষ টাকায়।

Next Article