কলকাতা: শ্রীলঙ্কা থেকে ওডিআই সিরিজ জিতে দেশে ফিরতে পারবেন না রোহিত শর্মারা। কোচ গৌতম গম্ভীরের জমানায় শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতেছিল ভারত। কিন্তু ওডিআই সিরিজে আপাতত ১-০ পিছিয়ে টিম ইন্ডিয়া। বুধবার লঙ্কানদের বিরুদ্ধে তৃতীয় ও শেষ ওডিআই রোহিতদের। ভারত-শ্রীলঙ্কা (IND vs SL) প্রথম ওডিআই ম্যাচ টাই হয়েছিল। দ্বিতীয় ওডিআইতে তারপরও একই একাদশে খেলেছিল টিম ইন্ডিয়া (Team India)। আর এখানেই প্রশ্ন তুলেছেন দেশের প্রাক্তন ক্রিকেটার। গৌতম গম্ভীরের (Gautam Gambhir) এক সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না দিল্লিরই এক প্রাক্তন। তাঁর মতে বিরাট কোহলি, রোহিত শর্মাকে টিমে এখন দরকার নেই। তাঁদের জায়গায় নতুনদের সুযোগ দেওয়া দরকার।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ২টো ওডিআই ম্যাচ হয়ে গিয়েছে। তাতে খেলার সুযোগ পাননি ঋষভ পন্থ, খলিল আহমেদ, রিয়ান পরাগ, হর্ষিত রানারা। তৃতীয় ওডিআইতে হর্ষিত রানা ও রিয়ান পরাগের অভিষেক কি হবে? উত্তর এখনই নেই। কিন্তু ভারতের প্রাক্তন ক্রিকেটার আশিস নেহরা চাইছেন বিরাট, রোহিতদের জায়গায় অন্যদের সুযোগ দেওয়া হোক। ভারত-শ্রীলঙ্কা সিরিজের সম্প্রচারকারী চ্যানেলে আশিস নেহরা বলেন, ‘ভারত পরবর্তী সিরিজ খেলবে ২-৩ মাস পর। তাই আমার মনে হয় এই সিরিজে রোহিত, কোহলির জায়গায় অন্য প্লেয়ারদের সুযোগ দেওয়া প্রয়োজন ছিল।’
আশিস নেহরার মতো গম্ভীর তো আর বিদেশি কোচ নন, যে তাঁর বিরাট-রোহিতদের সঙ্গে সময় কাটানো প্রয়োজন। তাঁর কথায়, ‘আমি জানি গৌতম গম্ভীর নতুন কোচ। ও কিছু অভিজ্ঞ প্লেয়ারদের সঙ্গে সময় কাটাতে চাইছে। কিন্তু এমনটা তো নয় যে বিরাট, রোহিতদের চেনে না। ও তো আর বিদেশি কোচ নয়, যে কোহলি, রোহিতের সঙ্গে তালমিল ঠিক করতে হবে। রোহিত-বিরাটরা ঘরোয়া মরসুম শুরু হলে ফিরতে পারত। আমি বলছি না এখানে কোনও ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এই সিরিজে একটু অন্য স্ট্র্যাটেজি নেওয়া যেত।’