কলকাতা: মেন ইন ব্লুর ‘মিশন লঙ্কা-বধ’ ওডিআই সিরিজে আর হচ্ছে না। রোহিত শর্মার (Rohit Sharma) ভারত দ্বিতীয় ওডিআইতে হেরে যেতেই এ আশা শেষ হয়েছে। সিরিজে পিছিয়ে পড়ার পরও ভারত অধিনায়ক পরিষ্কার জানিয়েছেন, তিনি কিন্তু স্ট্র্যাটেজি বদলাবেন না। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ৩২ রানে দ্বিতীয় ওডিআই ম্যাচ হেরেছে ভারত (India)। ম্যাচের শেষে রোহিত শর্মা, পরিষ্কার জানান, টিম ভালো খেলতে পারেনি, তাই এই ফল।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৯ বলে হাফসেঞ্চুরি করেন রোহিত শর্মা। শেষ অবধি ৪৪ বলে ৬৪ রান করেন তিনি। কিন্তু তা দলকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না। ম্যাচের শেষে রোহিত বলেন, ‘আমি ৬৫ রান করতে পেরেছিলাম, কারণ আমি ঝুঁকিপূর্ণ ব্যাটিং করছিলাম। মাঝে মাঝে এটা প্রয়োজন হয়। ১০০ রান করি বা ৫০ কিংবা শূন্য যখন দল না জেতে অত্যন্ত হতাশ লাগে। কিন্তু তা হলেও আমি আমার ব্যাটিংয়ে ঝুঁকি নেওয়া বদলাব না।’
ভারত অধিনায়ক রোহিত স্বীকার করে নিয়েছেন, দ্বিতীয় ওডিআইতে টিম ইন্ডিয়া ভালো খেলতে পারেনি। তাঁর কথায়, ‘আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি। যে কারণে আমরা হেরেছি। এই পিচে রান করাটা বেশ কঠিন। মাঝের ওভারে রান করা মোটেও সহজ ছিল না। পাওয়ার প্লেতে তাই ঝুঁকি নিতেই হত।’
কয়েকদিন আগেও বলা হচ্ছিল শ্রীলঙ্কা থেকে ট্রফির হ্যাটট্রিক করে দেশে ফিরবেন ভারতীয় ক্রিকেটাররা। কিন্তু যা পরিস্থিতি, তাতে শ্রীলঙ্কা থেকে একটি ট্রফিই আসবে ভারতে। তিনটি ট্রফি কী ভাবে আসত দেশে? এক, ভারত-শ্রীলঙ্কা টি-২০ সিরিজের ট্রফি। দুই, ভারত-শ্রীলঙ্কা ওডিআই সিরিজের ট্রফি। তিন, ভারত-শ্রীলঙ্কা মেয়েদের এশিয়া কাপ ট্রফি। শ্রীলঙ্কা থেকে শুধু মাত্র ৩ ম্যাচের টি-২০ সিরিজ জিততে পেরেছে মেন ইন ব্লু। মেয়েদের এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে হেরেছেন স্মৃতি মান্ধানা-হরমনপ্রীত কৌররা। আর ওডিআই সিরিজে প্রথম ম্যাচ টাই হয়েছিল। দ্বিতীয় ম্যাচ জিতে ১-০ এগিয়ে গিয়েছে শ্রীলঙ্কা। ফলে ভারতের কাছে আর এই সিরিজ জিতে দেশে ফেরা হচ্ছে না।