Asia cup 2025 IND vs SL Live Streaming: ছিটকে যাওয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে ভুল শোধরানোর ম্যাচ, জানুন বিস্তারিত
Asia cup 2025 Super 4 India vs Sri Lanka Live Streaming: টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর দলও। শুধু তাই নয়, এই ফর্ম্যাটে ব্যাটিং-বোলিং এবং অলরাউন্ডারের তালিকায় শীর্ষে রয়েছেন ভারতীয় ক্রিকেটাররাই। তারপরও কিন্তু অস্বস্তি থাকছে। সেগুলো কাটানোই আপাতত লক্ষ্য। সুপার ফোরে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ সম্পর্কে বিস্তারিত রইল এই প্রতিবেদনে।

এশিয়া কাপের একমাত্র দল হিসেবে এখনও অবধি সব ম্যাচ জিতেছে ভারত। প্রথম দল হিসেবে ফাইনালও নিশ্চিত করেছে। তার মানে কি নিখুঁত ক্রিকেট খেলেছে ভারতীয় দল? একেবারেই নয়। এশিয়া কাপ জয় যদি প্রাথমিক লক্ষ্য হয়, আসল অবশ্যই আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে। টি-টোয়েন্টিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। দ্বিপাক্ষিক সিরিজ হোক বা এশিয়া কাপের মঞ্চ, তেমনই খেলছে। টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর দলও। শুধু তাই নয়, এই ফর্ম্যাটে ব্যাটিং-বোলিং এবং অলরাউন্ডারের তালিকায় শীর্ষে রয়েছেন ভারতীয় ক্রিকেটাররাই। তারপরও কিন্তু অস্বস্তি থাকছে। সেগুলো কাটানোই আপাতত লক্ষ্য। সুপার ফোরে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ সম্পর্কে বিস্তারিত রইল এই প্রতিবেদনে।
গ্রুপ পর্বে তিন ম্যাচে জিতেছে ভারত। ঠিক তেমনই গ্রুপ বি-তে সব ম্যাচ জিতেছিল শ্রীলঙ্কা। তাদের অনেক শক্তিশালী প্রতিপক্ষ মনে হয়েছে। সুপার ফোরে সেই ছন্দ ধরে রাখতে ব্যর্থ। প্রথমে বাংলাদেশ এরপর পাকিস্তানের কাছে হার। ফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছে শ্রীলঙ্কা। তাদের হারানোর কিছু নেই। অন্য দিকে, ভারতের কাছেও এই ম্যাচ ফাইনালের পথে কোনও গুরুত্ব নেই। তবে মানসিক ভাবে এই ম্যাচের গুরুত্ব দু-দলের কাছেই রয়েছে। শ্রীলঙ্কা চাইবে বিশ্বের এক নম্বর টিমকে হারিয়ে টুর্নামেন্ট শেষ করতে। ভারতের কাছে লক্ষ্য জয়ের ধারা বজায় রাখা এবং একশো শতাংশ জিতেই ফাইনালে যাওয়া।
ওমান ম্যাচ বাদে ভারত সবকটি ম্যাচই খেলেছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সুপার ফোর পর্বের শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে একই মাঠে খেলা। ভারতীয় দল গত দু-ম্যাচে প্রায় ডজনখানেক ক্যাচ ফসকেছে। ফিল্ডিংয়ে উন্নতি না করলে সমস্যা যে বাড়বে, বলার অপেক্ষা রাখে না। ভুল শোধরানোতেই নজর টিম ইন্ডিয়ার। এশিয়া কাপে ভারত ও শ্রীলঙ্কার ম্যাচটি হবে দুবাইতে। ভারতীয় সময় রাত ৮টা থেকে ম্যাচ। সন্ধে সাড়ে সাতটায় টস। টেলিভিশনে সোনি স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচার এবং সোনি লিভ অ্যাপে লাইভ স্ট্রিমিং। এ ছাড়ায় বাংলায় এই ম্যাচের লাইভ আপডেট পাবেন টিভিনাইন বাংলা ওয়েবসাইটে।
