IND W vs AUS W Match Result: রেকর্ড-ভাঙা জয় অস্ট্রেলিয়ার, হিলির দাপটে ‘হেসেখেলে’ ৩৩১ রান তাড়ায় সফল অজি বাহিনী
ICC Cricket World Cup 2025: আইসিসি ওডিআই মেয়েদের বিশ্বকাপে এখনও অবধি ৪ ম্যাচ খেলে ৩টিতে জিতে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলের শীর্ষে পৌঁছে গেল অ্যালিসা হিলির অস্ট্রেলিয়া। ৪ ম্যাচে ২টি জয় ও ২টি হারের পর পয়েন্ট টেবলের তিনে ভারত।

প্রোটিয়াদের পর এ বার অজিদের কাছে হারের মুখ দেখল হরমনপ্রীত কৌরের ভারত। রবিবাসরীয় মেগা ম্যাচে বিশাখাপত্তনমে মুখোমুখি হয়েছিল হরমনপ্রীত কৌরের ভারত ও অ্যালিসা হিলির অস্ট্রেলিয়া। চলতি মেয়েদের ওডিআই বিশ্বকাপে ভারত নিজেদের চতুর্থ ম্যাচে অজিদের ২২০ রানের টার্গেট দেয়। ওপেনিং জুটি স্মৃতি মান্ধানা এবং প্রতীকা রাওয়াল অস্ট্রেলিয়ান বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান। কিন্তু হিলিরাও ছেড়ে কথা বলেননি ভারতীয় বোলারদের। যার ফলে এক ওভার বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় অজি ব্রিগেড।
হঅধিনায়ক স্মৃতি মান্ধানা ৬৬ বলে ৮০ রানের একটি বিধ্বংসী ইনিংস উপহাপ দেন। এই ইনিংসে তিনি ৯টি চার ও ৬টি ছক্কা মারেন। তাঁর এই ইনিংসের সৌজন্যেই ভারত শক্তিশালী ভিত তৈরি করতে পেরেছিল। তাঁকে সঙ্গ দিয়েছিলেন প্রতীকা রাওয়াল। তিনি ৯৬ বলে ৭৫ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দেন। এই দুই ওপেনার ১৫৫ রানের বিশাল পার্টনারশিপ গড়েন। এরপর হরমনপ্রীত কৌর (২২) ও হরলীন দেওল (৩৮), জেমাইমা রডরিগজ (৩৩) ও রিচা ঘোষ (৩২) এর ইনিংসের ভর করে ভারত অজিদের ৩৩১ রানের টার্গেট দেয়। শেষের দিকে অ্যানাবেল সাদারল্যান্ড দারুণ প্রত্যাবর্তন ঘটিয়ে ৪০ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়ে ভারতের ইনিংসের গতি কমিয়ে দেন। ভারতীয় দল শেষ ৬ উইকেটে মাত্র ৩৬ রান যোগ করে। ৪৮.৫ ওভারেই ৩৩০ রানে অলআউট হয়ে যায়।
৩৩১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালিসা হিলি এক অবিশ্বাস্য ইনিংস খেলেন। হিলি মাত্র ১০৭ বলে ১৪২ রানের এক অনবদ্য ইনিংস খেলেন। যেখানে ২১টি চার এবং ৩টি ছক্কা ছিল। চাপের মুখেও তাঁর নিখুঁত শট নির্বাচন এবং দ্রুত রান তোলার ক্ষমতা অস্ট্রেলিয়াকে জয়ের পথে এগিয়ে দেয়। অ্যালিসা হিলি ও ফিব লিচফিল্ড মিলে ৮৫ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েন। এরপর তিনি অ্যাশলে গার্ডনার (৪৫) এর সঙ্গে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তোলেন।
ভারতীয় বোলারদের মধ্যে শ্রী চারণী অসাধারণ বোলিং করে ৪১ রানে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। দীপিকা শর্মা এবং আমনজোত কৌরও ২টি করে উইকেট নিয়ে মাঝের ওভারে ম্যাচে ভারতকে ফেরানোর চেষ্টা করেন, বিশেষ করে যখন দ্রুত কিছু উইকেট পড়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত, চোট নিয়ে মাঠ থেকে বেরিয়ে যাওয়া এলিস পেরি ফিরে এসে ঠান্ডা মাথায় দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। তিনি স্নেহ রানার বলে একটি ছক্কা মেরে ৪৯ তম ওভারেই ৩৩১ রানের লক্ষ্য পূরণ করেন।
এই ম্যাচে জয় তুলে নিয়ে অস্ট্রেলিয়া মহিলা ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জেতার নতুন বিশ্ব রেকর্ড গড়ল। অন্যদিকে, ভারতীয় দল ৩৩০ রান করেও ঘরের মাঠে এমন কঠিন পরিস্থিতিতে হারের ফলে টুর্নামেন্টে তাদের সেমিফাইনালের পথ আরও কঠিন হল। ক্রিকেট মহলের মতে, ভারতের শক্তিশালী ব্যাটিং সত্ত্বেও শেষ দিকে দ্রুত উইকেট হারানো এবং বোলারদের কাছ থেকে প্রয়োজনীয় চাপ সৃষ্টি করতে না পারাই হারের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।
