কলকাতা: এ বছরের শেষের দিকে রয়েছে বর্ডার গাভাসকর ট্রফি। ২২ গজে যখনই ভারত ও অস্ট্রেলিয়া মুখোমুখি হয়, ক্রিকেট প্রেমীদের মধ্যে অত্যন্ত উত্তেজনা দেখা যায়। রোহিত, বিরাটরা ভারতীয় ক্রিকেটের স্তম্ভ। কিন্তু তাঁরা তো আজীবন খেলা চালিয়ে যাবেন না। টিম ইন্ডিয়ায় পরবর্তীতে রোহিত-বিরাটের জায়গা নেবেন কারা? ভারতীয় ক্রিকেট মহলে অনেকেই রো-কো জুটি হিসেবে দেখা শুরু করেছেন শুভমন গিল (Shubman Gill) ও যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal)। এ বার অস্ট্রেলিয়ার একাধিক তারকা ক্রিকেটার বেছে নিলেন টিম ইন্ডিয়ার পরবর্তী প্রজন্মের সুপারস্টারকে। শুভমন ও যশস্বীকে দিয়েছেন তাঁরা ভোট। জিতেছেন কে?
স্টার স্পোর্টস তামিলের এক ভিডিয়োতে নাথান লিয়ঁ, অ্যালেক্স ক্যারি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও অন্যান্য অজি ক্রিকেটাররা বেছে নিয়েছেন টিম ইন্ডিয়ার পরবর্তী প্রজন্মের সুপারস্টারকে। বেশিরভাগ ক্রিকেটার সেখানে যশস্বী জয়সওয়ালের নাম তুলে ধরেছেন। আর কয়েকজন বেছে নিয়েছেন শুভমন গিলকে।
যশস্বী ও শুভমনের মধ্যে অজি ক্রিকেটারদের ভোট বেশি পেলেন কে?
যশস্বীর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে সিনিয়র শুভমন। ২০১৯ সাল থেকে ভারতের জার্সিতে খেলছেন বছর পঁচিশের গিল। আর বছর ২২ এর যশস্বীর আন্তর্জাতিক ক্রিকেটে হাতেখড়ি হয়েছে ২০২৩ সালে। এখনও অবধি যশস্বী ৯টি টেস্ট ও ২৩টি টি-২০ ম্যাচ খেলেছেন। ওডিআইতে তাঁর অভিষেক হয়নি। আর শুভমন এখনও অবধি ২৫টি টেস্টে, ৪৭টি ওডিআইতে এবং ২১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। দুই তরুণই প্রতিভাবান। দেশের প্রাক্তন ক্রিকেটারদের পাশাপাশি বিদেশের একাধিক ক্রিকেটারও এ কথা বলেন। আর তাঁদের পারফরম্যান্স সেটা বলতে বাধ্য করে। এ বার দেখার আসন্ন বাংলাদেশ টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার এই দুই তরুণ তুর্কি কেমন পারফর্ম করেন।
Jaiswal & Gill தான் #TeamIndia-வின் அடுத்த Super Stars – Australian Players👏 #BorderGavaskarTrophy #ToughestRivalry #BGTOnStar pic.twitter.com/o4I7FoES3M
— Star Sports Tamil (@StarSportsTamil) September 15, 2024