AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KKR, IPL 2024: একহাতে দুরন্ত-উড়ন্ত ক্যাচ, KKR-এর বিরুদ্ধে সবুজ জার্সিতে উজ্জ্বল ক্যামেরন গ্রিন

Watch Video: ক্রিকেট শুধু ব্যাট-বলের খেলা নয়। ফিল্ডিংয়েও যে দল যতটা পটু, সেই দলের ম্যাচ জয়ের সম্ভবনা ততটাই বেশি। ইডেনে রবিবার বিকেলে কেকেআরের ইনিংস চলাকালীন এক অনবদ্য ক্যাচ নিয়েছেন ক্যামেরন গ্রিন। আজ সবুজ জার্সি পরে মাঠে নেমেছে আরসিবি। লক্ষ্য ৫ ম্যাচ হারার পর জয়ে ফেরা।

KKR, IPL 2024: একহাতে দুরন্ত-উড়ন্ত ক্যাচ, KKR-এর বিরুদ্ধে সবুজ জার্সিতে উজ্জ্বল ক্যামেরন গ্রিন
KKR, IPL 2024: একহাতে দুরন্ত-উড়ন্ত ক্যাচ, KKR-এর বিরুদ্ধে সবুজ জার্সিতে উজ্জ্বল ক্যামেরন গ্রিনImage Credit: BCCI
| Updated on: Apr 21, 2024 | 5:07 PM
Share

কলকাতা: ইডেন গার্ডেন্সের গ্যালারি আজ যেন দুই ভাগে বিভক্ত। একদিকে কেকেআরের অনুরাগীরা। আর অপরদিকে বিরাট কোহলির ভক্তরা। রবিবাসরীয় কেকেআর-আরসিবি (KKR vs RCB) আইপিএল (IPL) ম্যাচ চলাকালীন টেলিভিশন ক্যামেরা যখনই ঘুরছে ক্রিকেটের নন্দনকাননের গ্যালারিতে, দুটো ছবি দেখা যাচ্ছে। একদিকে বেগুনি-সোনালি জার্সি পরা দর্শকদের উচ্ছ্বাস। আর অন্যদিকে দেখা যাচ্ছে আরসিবির জার্সি পরা দর্শকরা সেলিব্রেশন। ইডেনে হাজির হওয়া আরসিবির অনুরাগীদের মুখে পাওয়ার প্লে-র মধ্যেই হাসি ফোটে। কারণ ষষ্ঠ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলে কেকেআর। এরই মাঝে বিশেষ নজর কেড়েছেন সবুজ জার্সিতে আজ খেলা আরসিবির তারকা ক্যামেরন গ্রিন (Cameron Green)।

ক্রিকেট শুধু ব্যাট-বলের খেলা নয়। ফিল্ডিংয়েও যে দল যতটা পটু, সেই দলের ম্যাচ জয়ের সম্ভবনা ততটাই বেশি। ইডেনে রবিবার বিকেলে কেকেআরের ইনিংস চলাকালীন এক অনবদ্য ক্যাচ নিয়েছেন ক্যামেরন গ্রিন। আজ সবুজ জার্সি পরে মাঠে নেমেছে আরসিবি। লক্ষ্য ৫ ম্যাচ হারার পর জয়ে ফেরা।

নাইটদের ইনিংসের ষষ্ঠ ওভারে এক হাতে একটি দুরন্ত ক্যাচ নেন ক্যামেরন গ্রিন। ক্রিজে ছিলেন অঙ্গকৃশ রঘুবংশী। বল করছিলেন যশ দয়াল। ষষ্ঠ ওভারের শেষ বল কেকেআরের তরুণ অঙ্গকৃশ রঘুবংশী পাঠান মিড উইকেটে। দেখে মনে হচ্ছিল বাউন্ডারি হতে পারে। সেই সময় ক্যামেরন গিন একটু পিছনের দিকে দৌড়ে গিয়ে প্রায় উড়ন্ত অবস্থায় ডান হাতে বল ধরে নেন। সঙ্গে সঙ্গে আরসিবির ক্রিকেটাররা উচ্ছ্বাসে মেতে ওঠেন।

পাওয়ার প্লে-র শেষ ওভারে জোড়া ধাক্কা দেন যশ দয়াল। ওই ওভারের দ্বিতীয় বলে প্রথমে সুনীল নারিনকে ফেরান যশ। ১৫ বলে ১০ রান করে মাঠ ছাড়েন নারিন। এরপর রঘুবংশীকেও মাঠ ছাড়া করেন যশ। কেকেআরের তরুণ তুর্কি অঙ্গকৃশ ৪ বলে ৩ রান করে মাঠ ছাড়েন। তিনি মাঠ থেকে বেরোনর সময় তাঁর চোখে মুখে হতাশা ফুটে উঠেছিল।