Team India: টিম ইন্ডিয়ার সানডে সুপারহিট, রবির ‘সুনজরে’ পড়েই কি রবিবার চ্যাম্পিয়ন হবে ভারত?

Mar 07, 2025 | 4:43 PM

IND vs NZ: ২০২১ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর এই প্রথম বার আইসিসি ইভেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। সেখানে কোন দল করবে বাজিমাত, সকল ক্রিকেট প্রেমীর সেদিকেই থাকবে নজর। ৯

Team India: টিম ইন্ডিয়ার সানডে সুপারহিট, রবির সুনজরে পড়েই কি রবিবার চ্যাম্পিয়ন হবে ভারত?
টিম ইন্ডিয়ার সানডে সুপারহিট, রবির 'সুনজরে' পড়েই কি রবিবার চ্যাম্পিয়ন হবে ভারত?
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: মরুশহরে রবিবার মিনি বিশ্বকাপের মেগা ফাইনাল। মুখোমুখি ভারত এবং নিউজিল্যান্ড। দীর্ঘ ২৫ বছর আগে ২টো টিম এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল। সেখানে ভারতকে ছাপিয়ে যায় কিউয়িরা। এ বার ৯ মার্চ সেই হারের বদলা নেওয়ার সুযোগ থাকছে টিম ইন্ডিয়ার (Team India) কাছে। তার আগে এক তথ্য উঠে এসেছে। রবিবারের সঙ্গে ভারতীয় টিমের আলাদা কানেকশন রয়েছে। কী সেই যোগ? এখানে যদি জ্যোতিষশাস্ত্রর প্রসঙ্গ তোলা হয়, তাতে বলা যেতে পারে,রবির ‘সুনজরে’ পড়লে রবিবার চ্যাম্পিয়ন হতেই পারে ভারত।

এখনও অবধি টিম ইন্ডিয়া মোট ৬টি আইসিসি ট্রফি জিতেছে। আর কাকতালীয় হলেও ৫টি আইসিসি ট্রফিই ভারতীয় শিবিরে যে দিন এসেছে, সেই দিন ছিল না রবিবার। একবারই এমনটা হয়েছে যে রবিবার টিম ইন্ডিয়া আইসিসি ট্রফি জিতেছে। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। এ বার ছক বদলায় কিনা, সেদিকে থাকবে নজর।

এক ঝলকে দেখে নিন সপ্তাহের কী কী বারে ভারত অতীতে আইসিসি ট্রফি জিতেছে —

এই খবরটিও পড়ুন

১) ১৯৮৩ সালের ওডিআই বিশ্বকাপ ফাইনাল হয়েছিল শনিবার। লর্ডসে ভারত প্রথম আইসিসি ট্রফি জিতেছিল।

২) সেই জয়ের পর ভারত ২০০২ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০০৭ সালে আইসিসি টি-২০ বিশ্বকাপ এবং ২০১১ ওডিআই বিশ্বকাপ জিতেছিল। এই তিন ট্রফি জয়ের দিন ছিল যথাক্রমে সোমবার, সোমবার ও শনিবার।

৩) এরপর ২০২৪ সালে আইসিসি টি-২০ বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। বার্বাডোজে রোহিত ব্রিডেগ যে দিন চ্যাম্পিয়ন হয়, ছিল শনিবার।

৪) মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। ফাইনাল ম্যাচ সেদিন হয়েছিল রবিবার।

২০২১ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর এই প্রথম বার আইসিসি ইভেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। সেখানে কোন দল করবে বাজিমাত, সকল ক্রিকেট প্রেমীর সেদিকেই থাকবে নজর। ৯ মার্চ রোহিতের নেতৃত্বে ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হলে তিনি দেশের দ্বিতীয় অধিনায়ক হবেন, যিনি ভারতীয় শিবিরে ৫০ ওভারের টুর্নামেন্টে আইসিসি ট্রফি এনে দিলেন।

এ বার যদি জ্যোতিষশাস্ত্রর প্রসঙ্গে বলা হয়, তা হলে বলতে হয়, রবি গ্রহের শুভ এবং অশুভ প্রভাব ব্যক্তি জীবনে নানা ভাবে প্রতিফলিত হয়। এই গ্রহ শুভ স্থানে থাকলে সেই জাতক-জাতিকাদের মান, যশ, সম্মান, প্রভাব ও প্রতিপত্তি বৃদ্ধি পায়। এ বার দেখার ভারতীয় ক্রিকেটারদের রবি গ্রহের সু-প্রভাবের কারণে রবিবার ভারত চ্যাম্পিয়ন হয় কিনা।