CSK vs KKR, IPL 2024: ভয়ডরহীন ক্রিকেট খেলছি… ধোনিদের বড় টার্গেট দিতে চান শ্রেয়স-রিঙ্কুরা

Apr 08, 2024 | 7:37 PM

IPL 2024: ঘরের মাঠ টস জিতেছেন সিএসকের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়। টস জিতে সুনীল নারিন, রিঙ্কু সিংদের প্রথমে ব্যাটিং করতে পাঠিয়েছেন ঋতুরাজ। নাইট নেতা শ্রেয়স জানিয়েছেন, তাঁরা ভয়ডরহীন ক্রিকেট খেলছেন। ফলে ধোনিদের বড় টার্গেটই দেওয়া এখন নাইটদের লক্ষ্য।

CSK vs KKR, IPL 2024: ভয়ডরহীন ক্রিকেট খেলছি... ধোনিদের বড় টার্গেট দিতে চান শ্রেয়স-রিঙ্কুরা
CSK vs KKR, IPL 2024: ভয়ডরহীন ক্রিকেট খেলছি... ধোনিদের বড় টার্গেট দিতে চান শ্রেয়স-রিঙ্কুরা
Image Credit source: IPL X

Follow Us

কলকাতা: চিপকে গৌতম গম্ভীরের কেকেআর (KKR) চারে চার করতে পারবে? এটাই এখন নাইটপ্রেমীদের প্রশ্ন। চেন্নাইয়ের ঘরের মাঠে মরসুমের চতুর্থ জয়ের লক্ষ্যে নেমেছে কেকেআর। জোড়া ম্যাচ হারার পর শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আজ জয়ের সন্ধানে ইয়েলোব্রিগেড। ঘরের মাঠ টস জিতেছেন সিএসকের (CSK) ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়। টস জিতে সুনীল নারিন, রিঙ্কু সিংদের প্রথমে ব্যাটিং করতে পাঠিয়েছেন ঋতুরাজ। নাইট নেতা শ্রেয়স জানিয়েছেন, তাঁরা ভয়ডরহীন ক্রিকেট খেলছেন। ফলে ধোনিদের বড় টার্গেটই দেওয়া এখন নাইটদের লক্ষ্য।

বদলে যাওয়া সিএসকের বিরুদ্ধে আজ নাইটদের বড় পরীক্ষা। সিএসকে টিম বদলে গিয়েছে বলা হচ্ছে যে কারণে, তা হল সিএসকের একাদশে আজ একঝাঁক পরিবর্তন রয়েছে। ২ বছর পর সিএসকের একাদশে ফিরলেন শার্দূল ঠাকুর। হায়দরাবাদ ম্যাচ মিস করা মুস্তাফিজুর রহমান এই ম্যাচে সিএসকের একাদশে ফিরেছেন। সমীর রিজভিও একাদশে ফিরেছেন। আর দীপক চাহার চোটের কারণে এই ম্যাচে খেলতে পারছেন না।

টস জিতে সিএসকে নেতা ঋতুরাজ গায়কোয়াড় বলেন, ‘আমরা প্রথমে ফিল্ডিং করব। গত ২টো ম্যাচে আমরা অল্পের জন্য হেরেছি। তাতে আমাদের আত্মবিশ্বাস নষ্ট হয়নি। আমরা এখনও আত্মবিশ্বাসী। আমাদের কয়েকটা চেঞ্জ করতে হয়েছে। নিশ্চিতভাবে কেকেআরের বিরুদ্ধে জিততে চাই। ওরা এ বারের আইপিএলে দারুণ ক্রিকেট উপহার দিচ্ছে। কিন্তু আমাদের নিজেদের খেলায় ফোকাস করতে হবে।’

কেকেআরের ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার টসের পর বলেন, ‘আমরাও প্রথমে ফিল্ডিং করতাম। আমরা সকলে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছি। সকলে এগিয়ে আসছে এবং ভয়ডরহীন ক্রিকেট খেলছে। চিপকে কেকেআরের রেকর্ড ভালো নয় ঠিক। কিন্তু তা এখন অতীত। এখন দলটা বদলে গিয়েছে। এখন আমাদের চরিত্র ঠিক করবে আমরা এখানে কীভাবে খেলব। বিষয় জটিল ভাবে নিলে, লড়াই করতে হবে। আমাদের ফোকাস বর্তমান থাকা।’

চেন্নাই সুপার কিংস – ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, অজিঙ্ক রাহানে, ড্যারেল মিচেল, সমীর রিজভি, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), শার্দূল ঠাকুর, মুস্তাফিজুর রহমান, তুষার দেশপান্ডে ও মহেশ থিকশানা।

ইমপ্যাক্ট পরিবর্ত – শিবম দুবে, মইন আলি, শেখ রশিদ, নিশান্ত সিন্ধু ও মিচেল স্যান্টনার।

কলকাতা নাইট রাইডার্স একাদশ – ফিল সল্ট (উইকেটকিপার), সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অঙ্গকৃশ রঘুবংশী, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব আরোরা, বরুণ চক্রবর্তী।

ইমপ্যাক্ট পরিবর্ত- সূয়াশ শর্মা, অনুকূল রায়, মণীশ পান্ডে, সাকিব হোসেন ও রহমানউল্লাহ গুরবাজ।

Next Article