IPL 2024: গম্ভীরের KKR এর বিরুদ্ধে নামার আগে শক্তি বাড়ল ধোনির চেন্নাইয়ের

Apr 08, 2024 | 1:40 PM

চলতি আইপিএলে (IPL) জয়ের হ্যাটট্রিকের ফলে বেগুনি জার্সিধারীদের আত্মবিশ্বাস তুঙ্গে। ইয়েলোব্রিগেডকে হারানোর ছক তৈরি করেছে কেকেআর (KKR)। কিন্তু নাইট শিবিরের জন্য ম্যাচের কয়েকঘণ্টা আগে বাড়ল চাপ। কারণ, জানা গিয়েছে নাইট ম্যাচের আগে চেন্নাই সুপার কিংসের (CSK) শক্তি বাড়ল।

IPL 2024: গম্ভীরের KKR এর বিরুদ্ধে নামার আগে শক্তি বাড়ল ধোনির চেন্নাইয়ের
IPL 2024: গম্ভীরের KKR এর বিরুদ্ধে নামার আগে শক্তি বাড়ল ধোনির চেন্নাইয়ের
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: তিনে তিন জয়ের পর চেন্নাইয়ে এসেছে গৌতম গম্ভীরের কলকাতা নাইট রাইডার্স। চলতি আইপিএলে (IPL) জয়ের হ্যাটট্রিকের ফলে বেগুনি জার্সিধারীদের আত্মবিশ্বাস তুঙ্গে। ইয়েলোব্রিগেডকে হারানোর ছক তৈরি করেছে কেকেআর (KKR)। কিন্তু নাইট শিবিরের জন্য ম্যাচের কয়েকঘণ্টা আগে বাড়ল চাপ। কারণ, জানা গিয়েছে নাইট ম্যাচের আগে চেন্নাই সুপার কিংসের (CSK) শক্তি বাড়ল। এমএ চিদাম্বরম স্টেডিয়ামে হলুদ জার্সিতে আজ ফিরতে পারেন মাহির টিমের অন্যতম সেরা অস্ত্র।

স্পোর্টসস্টারের রিপোর্ট অনুযায়ী, কেকেআরের বিরুদ্ধে সোমবার রাতের ম্যাচে খেলতে পারেন সিএসকের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচের আগে মুস্তাফিজুর রহমান বাংলাদেশে ফিরে গিয়েছিলেন। টি-২০ বিশ্বকাপের জন্য ভিসা সংক্রান্ত কাজ ছিল বলে মুস্তাফিজুরকে বাংলাদেশে যেতে হয়েছিল।

কেকেআরের বিরুদ্ধে ম্যাচের আগে প্রেস কনফারেন্সে সিএসকের বোলিং কনসালটেন্ট এরিক সিমন্স বলেন, ‘ফিজকে নিয়ে আমরা এখনই কিছু বলতে পারছি না। ওর ব্যাপারে আমরা নিশ্চিত নই। ওর এখানে ফিরে আসা আমাদের হাতে সত্যিই নেই। কারণ ও পাসপোর্টের জন্য বাংলাদেশ ফিরে গিয়েছিল। এ বার দেখা যাক কী হয়। তবে আমরা টিম হিসেবে এই সকল পরিস্থিতিগুলোর জন্য তৈরি থাকি।’

মুস্তাফিজুরের পাশাপাশি মাতিশা পাথিরানাকে অরেঞ্জ আর্মির বিরুদ্ধে পায়নি সিএসকে। কেকেআরের বিরুদ্ধে পাথিরানাকে পাওয়া যাবে কিনা তাও নিশ্চিত নয়। অল্প চোটের কারণে চেন্নাইয়ের গত ম্যাচে তিনি খেলেননি। তিনি সিএসকের মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন। দলের ফিজিয়ো তাঁকে ফিট ঘোষণা করলে রাসেল-নারিনদের বিরুদ্ধে পাথিরানাকে খেলতে দেখা যেতে পারে।

কেকেআরের বিরুদ্ধে মুস্তাফিজুর ও পাথিরানাকে যদি পায় সিএসকে তা হলে নিঃসন্দেহে ধোনির দলের শক্তি বাড়বে। এদিকে রিঙ্কু সিং, সুনীল নারিনদের জন্যও খুশির খবর রয়েছে। সোশ্যাল মিডিয়া মারফত জানা গিয়েছে, আজকের ম্যাচে খেলতে পারেন কেকেআরের স্টার হর্ষিত রানা। তিনি যখন চেন্নাইয়ে এসেছিলেন, সেই সময় তাঁর ডান হাতে আর্ম স্লিং দেখা গিয়েছিল। নাইটদের শেষ ম্যাচে তিনি খেলেননি। এ বার দেখার চিপকে রানা কেকেআরের হয়ে খেলেন কিনা।

Next Article