AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

DC vs KKR, Live Score, IPL 2025: শেষ ওভারে ফয়সালা, দুর্দান্ত জয় কলকাতার

| Edited By: | Updated on: Apr 30, 2025 | 12:03 AM
Share

Delhi Capitals vs Kolkata Knight Riders, Live Score in Bengali: অরুণ জেটলি স্টেডিয়ামে আইপিএলের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখে নামবে কলকাতা নাইট রাইডার্স। দেখুন দিল্লি বনাম কলকাতা ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

DC vs KKR, Live Score, IPL 2025: শেষ ওভারে ফয়সালা, দুর্দান্ত জয় কলকাতার
দিল্লির মাঠে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও কেকেআরImage Credit: TV9 Bangla Graphics

কলকাতা: দিল্লি ক্যাপিটালস এ মরসুমে শুরুটা ভালো করেছিল। অক্ষর প্যাটেলের নেতৃত্বে টানা ৪ ম্যাচ জয়ের মুখ দেখেছিল দিল্লি। এরপর নিজেদের আসল হোমগ্রাউন্ডে ফিরতেই দিল্লির ট্র্যাক বদলে যায়। তিনটে হোম ম্যাচ খেলে দিল্লির জয় ছিল মাত্র ১টিতে। এ দিন কেকেআর সেই পরিসংখ্যান আরও করুণ করল। দিল্লির মাঠে দুর্দান্ত জয় ছিনিয়ে নিল। ২০১৭ সালের পর এই প্রথম দিল্লির মাঠে দিল্লি ক্যাপিটালসকে হারাল কেকেআর। পয়েন্ট টেবলে সাতে থাকলেও প্লে-অফের দৌড়ে ভালোভাবেই রইল নাইট রাইডার্স। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং এবং ভারপ্রাপ্ত ক্যাপ্টেন। দুর্দান্ত পারফরম্যান্স সুনীল নারিনের। DC vs KKR ম্যাচের যাবতীয় আপডেট রইল TV9Bangla-র এই লাইভব্লগে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 29 Apr 2025 11:59 PM (IST)

    DC vs KKR, LIVE: ম্যাচ রিপোর্ট

    ২০১৭ সালের পর দিল্লির মাঠে দিল্লি ক্যাপিটালসকে হারাল কেকেআর। বিস্তারিত পড়ুন: ‘ক্যাপ্টেন’ নারিনের দুর্দান্ত পারফরম্যান্স, ২০১৭-র পর দিল্লি জয় কেকেআরের

  • 29 Apr 2025 11:20 PM (IST)

    DC vs KKR, LIVE: শেষ ওভার আপডেট

    • বোলিংয়ে রাসেল। প্রথম বলেই সিঙ্গল নিয়ে বিপরাজকে স্ট্রাইক দিলেন দুষ্মন্ত।
    • বাউন্ডারি বিপরাজের। ৪ বলে ২০ রান চাই দিল্লি ক্যাপিটালসের।
    • তৃতীয় ডেলিভারি ডট। তিন বলে চাই ২০। ম্যাচ কেকেআরের। যদি না নো বল হয়।
    • বাউন্ডারি। ২ বলে ১৬ রান চাই দিল্লির।
    • রাসেলের উইকেট। বিপরাজকে ফেরালেন। আর একটি ডেলিভারি ও উইকেট বাকি। ম্যাচ কেকেআরের।
    • ১৪ রানে জয় কেকেআরের।
  • 29 Apr 2025 11:09 PM (IST)

    DC vs KKR, LIVE: হ্যাটট্রিকের সামনে বরুণ

    হ্যাটট্রিকের সামনে বরুণ চক্রবর্তী। আশুতোষ শর্মার পর ফেরান স্টার্ককে। স্ট্রাইকে ছিলেন দুষ্মন্ত। যদিও হ্যাটট্রিক হল না। স্ট্যান্ড ইন ক্যাপ্টেন সুনীল নারিন নিজে বল হাতে চমক দিয়েছেন। বরুণকে এনে বড় সিদ্ধান্ত। আর তা দুর্দান্ত সিদ্ধান্ত হয়ে দাঁড়াল।

  • 29 Apr 2025 10:56 PM (IST)

    DC vs KKR, LIVE: ডুপ্লেসি বাধা দূর

    কেকেআরের সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ফাফ ডুপ্লেসি। অক্ষর, স্টাবসকে ফেরানোর পর এই উইকেটের অপেক্ষা ছিল কেকেআরের। এই দু-জনকেই ফিরিয়ছিলেন সুনীল নারিন। এ বার ডুপ্লেসিকেও ফেরালেন। আক্রমণ করা ছাড়া বিকল্প নেই দিল্লি ক্যাপিটালসের। ডুপ্লেসির শট পুরোপুরি কানেক্ট হয়নি। রিঙ্কু সিংয়ের হাতে ক্যাচ। ম্যাচের নিয়ন্ত্রণ এখন কেকেআরের দখলেই।

  • 29 Apr 2025 10:50 PM (IST)

    DC vs KKR, LIVE: জোড়া ধাক্কা

    ডুপ্লেসি এবং অক্ষর প্য়াটেল জুটি চাপ বাড়াচ্ছিল কেকেআর শিবিরে। অক্ষরকে ফিরিয়ে চাপ কমান সুনীল নারিন। অনবদ্য ডেলিভারিতে ফেরালেন ত্রিস্তান স্টাবসকে। ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে বোল্ড। ডুপ্লেসির উইকেটের অপেক্ষা!

  • 29 Apr 2025 10:39 PM (IST)

    DC vs KKR, LIVE: ক্যাপ্টেন বাইরে

    রাহানের চোট। ডাগআউটে তিনি। তিন উইকেট নিয়ে দুর্দান্ত জায়গায় ছিল কেকেআর। যদিও ফাফ ডুপ্লেসি ও অক্ষর প্যাটেল জুটির দুর্দান্ত পারফরম্যান্সে চাপ বাড়ছে নাইট শিবিরে।

  • 29 Apr 2025 10:12 PM (IST)

    DC vs KKR, LIVE: নারিনের ডিরেক্ট থ্রো

    দুর্দান্ত রান আউট। অনুকূলের বোলিংয়ে সিঙ্গল নিতে চেয়েছিলেন ডুপ্লেসি। তবে ব্যাটিং প্রান্তে পৌঁছতে পারলেন না রাহুল। দুর্দান্ত থ্রো-য়ে উইকেট ভেঙে দেন সুনীল নারিন।

  • 29 Apr 2025 10:07 PM (IST)

    DC vs KKR, LIVE: পাওয়ার প্লে-আপডেট

    পাওয়ার প্লে শেষ। ২ উইকেট হারিয়ে ৫৮ রান তুলেছে দিল্লি ক্যাপিটালস। ক্রিজে ডুপ্লেসির সঙ্গে লোকেশ রাহুল।

  • 29 Apr 2025 10:01 PM (IST)

    DC vs KKR, LIVE: করুণ-ইতি

    বৈভব অরোরার দুর্দান্ত ইয়র্কার। যাকে বলে টো-ক্রাশার। যদিও আম্পায়ার আউট দেননি। কেকেআর আত্মবিশ্বাসের সঙ্গে রিভিউ নেয়। ব্যাটে না লাগলে যে আউট, নিশ্চিত ছিল কেকেআর শিবির। সেটাই হল। কার্যত উইকেট ছিনিয়ে নিল। করুণ নায়ারের সংক্ষিপ্ত ইনিংসের ইতি। ক্রিজে লোকেশ রাহুল।

  • 29 Apr 2025 09:40 PM (IST)

    DC vs KKR, LIVE: অভিষেকের হতাশা

    ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত ছন্দে ছিলেন অভিষেক পোড়েল। কেকেআরের বিরুদ্ধে বাউন্ডারি মেরে ইনিংস শুরু করেন। কিন্তু দ্বিতীয় ডেলিভারিতেই আউট। বাঁ হাতি স্পিনার অনুকূল রায়ের বিরুদ্ধে আরও একটা বড় শট খেলার চেষ্টায় হাই ক্যাচ। সার্কেলের সামান্য বাইরে আন্দ্রে রাসেলের ক্যাচ। প্রথম ওভারে বৈভবকে দেওয়ার পরিকল্পনা থাকলেও পরে অনুকূলকে দেওয়া হয়েছিল। বৈভব এলেন দ্বিতীয় ওভারে।

  • 29 Apr 2025 09:23 PM (IST)

    DC vs KKR, LIVE: ৯-৩

    শেষ ওভারে মাত্র ৯ রান কেকেআরের। তিন উইকেট হারাল শেষ ওভারে। নয়তো স্কোরটা আরও বাড়ানো যেত। দিল্লি ক্যাপিটালসকে ২০৫ রানের টার্গেট দিল কেকেআর। দিল্লি যদিও দু-বার মাত্র ২০০ প্লাস স্কোর তাড়া করে জিতেছে, এ বার কিন্তু লোকেশ রাহুলের মতো ব্যাটার রয়েছেন।

  • 29 Apr 2025 09:19 PM (IST)

    DC vs KKR, LIVE: হ্যাটট্রিকের সামনে স্টার্ক

    দু-বলে দু উইকেট। কেকেআরের বিরুদ্ধে হ্যাটট্রিকের সামনে স্টার্ক। দিল্লি ক্যাপিটালসের মাত্র একজনই হ্যাটট্রিক করেছিলেন অমিত মিশ্র। স্টার্ক সেই রেকর্ডের সামনে! ডিআরএস-এর উপর। ডিআরএসে পরিষ্কার ব্যাটে বল লাগেনি, ব্যাট ক্রিজে লাগায় স্পাইক। যদিও রানআউট রাসেল। টিমের হ্যাটট্রিক হলেও স্টার্কের হল না।

  • 29 Apr 2025 09:18 PM (IST)

    DC vs KKR, LIVE: স্টার্ক

    পাওয়েলকে ফেরালেন মিচেল স্টার্ক। ক্রিজে অনুকূল। তিনটি ডেলিভারি বাকি। কেকেআরের কাছে স্কোর বাড়ানোর সুযোগ। আইপিএলে মাত্র ২ বার তাড়া করেছে দিল্লি ক্যাপিটালস।

  • 29 Apr 2025 09:14 PM (IST)

    DC vs KKR, LIVE: রাসেল-পাওয়েল!

    একদিকে রাসেল, উল্টোদিকে রোভম্যান পাওয়েল। কেকেআরের ২০০ পার। হাতে আরও চারটি ডেলিভারি। যা রান আসবে, কেকেআরের কাছে বোনাস হয়ে দেখা দিতে পারে।

  • 29 Apr 2025 08:56 PM (IST)

    DC vs KKR, IPL 2025: রঘুবংশী আউট

    হাফসেঞ্চুরি হাতছাড়া হল অঙ্গকৃষ রঘুবংশীর। ৪৪ রান করে আউট। চামিরা ফেরালেন রঘুবংশীকে। ক্রিজে বার্থ ডে বয় আন্দ্রে রাসেল।

  • 29 Apr 2025 08:50 PM (IST)

    DC vs KKR, IPL 2025: নাইটদের ওভার বাকি ৫

    • দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেকেআরের ১৫ ওভারের খেলা শেষ
    • কেকেআরের ইনিংসের আর বাকি ৫ ওভার
    • ক্রিজে অঙ্গকৃষ রঘুবংশী (৩৬*) ও রিঙ্কু সিং (৩০*)
  • 29 Apr 2025 08:17 PM (IST)

    DC vs KKR, IPL 2025: রাহানেও ফিরলেন ড্রেসিংরুমে

    ১৪ বলে ২৬ রান করে মাঠ ছাড়লেন কেকেআর অধিনায়ক। তাঁর উইকেট তুলে নিলেন দিল্লির ক্যাপ্টেন অক্ষর প্যাটেল।

  • 29 Apr 2025 08:16 PM (IST)

    DC vs KKR, IPL 2025: নারিন আউট

    নারিন এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়লেন। বিপরাজ নিগম তুলে নিলেন নাইট ওপেনারের উইকেট। ১৬ বলে ২৭ রান করে আউট সুনীল নারিন।

  • 29 Apr 2025 08:07 PM (IST)

    DC vs KKR, IPL 2025: পাওয়ার প্লে শেষ

    • প্রথম ৬ ওভারের খেলা শেষ
    • পাওয়ার প্লে-তে কেকেআর ১ উইকেট হারিয়ে ৭৯ রান তুলেছে
    • সুনীল নারিন ব্যাট করছেন ২৬ রানে
    • কেকেআরের অধিনায়ক রাহানে ২১ রানে অপরাজিত রয়েছেন
  • 29 Apr 2025 07:49 PM (IST)

    DC vs KKR, IPL 2025: গুরবাজ আউট

    তৃতীয় ওভারের শেষ বলে অভিষেক পোড়েলের ক্যাচ। মাঠ ছাড়তে হল গুরবাজকে। থার্ড আম্পায়ারকে সিদ্ধান্ত নেওয়ার জন্য রীতিমতো ঘাম ঝরাতে হল। ৩ ওভার শেষে কেকেআরের স্কোর ১ উইকেটে ৪৮।

  • 29 Apr 2025 07:34 PM (IST)

    DC vs KKR, LIVE: কিপিং করছেন না রাহুল

    লোকেশ রাহুল এ মরসুমে যে কটা ম্যাচ খেলেছেন, কিপিংয়ে দেখা গিয়েছে। যদিও আজ কিপিং করছেন না। দিল্লি ক্যাপিটালসের হয়ে উইকেটের পিছনে অভিষেক পোড়েল।

  • 29 Apr 2025 07:32 PM (IST)

    DC vs KKR, LIVE: বাউন্ডারিতে শুরু

    দুই সতীর্থ আজ প্রতিপক্ষ। গত মরসুমে এক টিমে খেলেছেন। এবার গুরবাজের বিরুদ্ধে বোলিং ওপেন করছেন মিচেল স্টার্ক। বাউন্ডারি মেরে ইনিংস শুরু গুরবাজের।

  • 29 Apr 2025 07:22 PM (IST)

    DC vs KKR, LIVE: কেকেআরে বদল

    কলকাতা নাইট রাইডার্স টিমে ফের বদল। দিল্লি ক্যাপিটালসে বাঁ হাতি স্পিনার অক্ষর প্যাটেল রয়েছেন। তাঁর কাউন্টারেই কি এই সিদ্ধান্ত? বিস্তারিত পড়ুন: টস হার রাহানের, অক্ষরের কাউন্টারে KKR-এ বাঁ হাতি স্পিনার

  • 29 Apr 2025 07:01 PM (IST)

    DC vs KKR, IPL 2025: টস আপডেট

    ঘরের মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেলের। অর্থাৎ কোটলায় জিততে হলে অক্ষরদের বড় রানের টার্গেট দিতে হবে নাইটদের।

  • 29 Apr 2025 06:51 PM (IST)

    DC vs KKR, IPL 2025: নাইটদের টক্কর দিতে তৈরি অক্ষরের পল্টন

    অক্ষর প্যাটেল এবং দিল্লির ক্রিকেটাররা পৌঁছে গিয়েছেন কোটলায়। নাইটদের টক্কর দিতে বাপুর পল্টন তৈরি।

  • 29 Apr 2025 06:41 PM (IST)

    DC vs KKR, IPL 2025: স্টেডিয়ামের পথে নাইটরা

    দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের পথে পা বাড়ালেন নাইটরা। কেকেআরের এক্স হ্যান্ডেলে কয়েকজন ক্রিকেটারের ছবি শেয়ার করে তা জানানো হয়েছে।

  • 29 Apr 2025 06:09 PM (IST)

    DC vs KKR, IPL 2025: হর্ষিত মিস করছেন গম্ভীরকে?

    গত মরসুমে কেকেআরের মেন্টর হয়ে ফিরেছিলেন গৌতম গম্ভীর। ট্রফিও দিয়েছেন। কেকেআরে তাঁর না থাকাটা যে বড়রকমের ছাপ ফেলছে, পারফরম্যান্সে যেন তেমনই ধরা পড়ছে। এ বার সোজাসুজি বলেই দিলেন কেকেআরের তরুণ পেসার হর্ষিত রানা।

    পড়ুন বিস্তারিত – Harshit Rana on Gautam Gambhir: নাইট শিবিরে গৌতম গম্ভীরের এনার্জি মিসিং? খোলসা করলেন হর্ষিত রানা

  • 29 Apr 2025 05:52 PM (IST)

    DC vs KKR, IPL 2025: ম্যাচের আগে নজর বুলিয়ে নিন প্রিভিউতে

    আর কিছুক্ষণ পর অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হবে দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ। তার আগে চোখ বুলিয়ে নিন প্রিভিউতে।

    পড়ুন বিস্তারিত – DC vs KKR Playing XI IPL 2025: হর্ষিতের হোম ম্যাচ! রাজধানীতে কেকেআরের কম্বিনেশনে বদল?

  • 29 Apr 2025 05:31 PM (IST)

    DC vs KKR, IPL 2025: দিল্লিতে আজ নাইটদের পরীক্ষা

    দিল্লি ক্যাপিটালসের ঘরের মাঠে আজ সন্ধেতে আইপিএলের ম্যাটে নামবে কেকেআর।

Published On - Apr 29,2025 5:30 PM