বেশ কয়েক সপ্তাহ পেরিয়ে গিয়েছে। দীর্ঘ ১৭ বছরের অপেক্ষা শেষে টি-টোয়েন্টিতে দ্বিতীয় বার বিশ্বকাপ জিতেছে ভারত। এরপরই দেশের জার্সিতে এই ফরম্যাটকে বিদায় জানান বিরাট কোহলি, রোহিত শর্মার মতো সিনিয়র প্লেয়াররা। লক্ষ্য বাকি দুই ফরম্যাট। যদিও শ্রীলঙ্কা সফর ভালো কাটেনি। ওয়ান ডে সিরিজে ব্যাট হাতে ব্যর্থ বিরাট কোহলি। ক্যাপ্টেন রোহিত ব্যাটিংয়ে ভালো পারফর্ম করলেও সিরিজ হার। বিশ্বকাপ জয়ের পর লাল-বলের প্রথম সিরিজ। সামনে মোট ১০টি টেস্ট ভারতের।
বাংলাদেশ সিরিজের পরই নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট। এরপর অস্ট্রেলিয়ায় পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজকে কি বাকি দুই প্রতিপক্ষের মহড়া বলা যায়? ভারতীয় শিবির তা ভাবতে নারাজ। প্রত্যেকটা ম্যাচই সমান গুরুত্বপূর্ণ বলেই মনে করেন ক্যাপ্টেন রোহিত শর্মা। বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই টেস্টে নামার আগে রোহিত বলছেন, ‘প্রত্যেক ম্যাচই গুরুত্বপূর্ণ। কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চলছে। আমরা জানি কী ভাবে ম্যাচ এবং সিরিজ জিততে হয়। আপাতত এই সিরিজ নিয়েই ভাবছি। দলের প্রত্যেককেই পাচ্ছি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবল এখনও ওপেন। সুতরাং, খেই হারানো চলবে না।’
নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া সিরিজে বাড়তি ফোকাস কিনা এই প্রসঙ্গ উঠতেই রোহিতের পাল্টা প্রশ্ন, ‘বাংলাদেশ সিরিজ গুরুত্বপূর্ণ নয় বলছেন?’ সঙ্গে যোগ করেন, ‘আগের দ্বিপাক্ষিক সিরিজে কী হয়েছে, সেটা নিয়ে ভাবছি না। আমি ভারতীয় ক্রিকেট নিয়ে বলতে পারি, আমাদের কাছে প্রত্যেকটা সিরিজ, টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছি মানেই আমরা রিল্যাক্স করতে পারব, তা নয়। শুধু আমিই নয়, আমার বিশ্বাস দলের প্রত্যেকটা ক্রিকেটারই শুধুমাত্র জয়ের বিষয়েই ভাবে।’