‘টেস্টেও বিরাটের বদলে নেতা রোহিত, মোটেও লাভদায়ক হবে না’: সলমন বাট
Salman Butt on Virat Kohli and Rohit Sharma: দক্ষিণ আফ্রিকায় এর আগে একটা টেস্ট সিরিজও জিততে পারেনি টিম ইন্ডিয়া। এ বারও যদি ভারত প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ হারে, তা হলে বিসিসিআই রোহিতকে টেস্ট অধিনায়ক করার পথে হাঁটতে পারে কী? এই প্রশ্নের উত্তরে সলমন বলেন, ‘আমার মনে হয়না এমনটা হওয়া উচিত। এটা কিন্তু কারুর জন্যই লাভদায়ক হবে না।'
নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটে (Indian Cricket) বিরাট-বিসিসিআই জটের পাশাপাশি বার বার উঠে আসে যে বিষয়টা, সেটা হল বিরাট-রোহিত সম্পর্ক কি খারাপ? এই নিয়ে যদিও ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) প্রোটিয়া সফরে যাওয়ার আগে জানান, তিনি বলতে বলতে ক্লান্ত হয়ে গিয়েছেন, যে তাঁর এবং রোহিত শর্মার (Rohit Sharma) মধ্যে কোনও সমস্যা নেই। তবে সীমিত ওভারের ক্রিকেটে বিরাটের জায়গা নিয়েছেন রোহিত। এ বার দক্ষিণ আফ্রিকাতে (South Africa) টেস্ট সিরিজ জিততে না পারলে তাঁর টেস্ট ক্যাপ্টেন্সিতেও কি কোপ পড়তে চলেছে? পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সলমন বাটের মতে একটা সিরিজের ভিত্তিতে কোনও সিদ্ধান্ত নেওয়ার মানে হয় না। পাশাপাশি তিনি এও বলছেন যে, বিরাটের বদলে রোহিতকে টেস্ট অধিনায়ক করাটা মোটেও লাভদায়ক হবে না।
দক্ষিণ আফ্রিকায় এর আগে একটা টেস্ট সিরিজও জিততে পারেনি টিম ইন্ডিয়া। এ বারও যদি ভারত প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ হারে, তা হলে বিসিসিআই রোহিতকে টেস্ট অধিনায়ক করার পথে হাঁটতে পারে কী? এই প্রশ্নের উত্তরে সলমন বলেন, ‘আমার মনে হয়না এমনটা হওয়া উচিত। এটা কিন্তু কারুর জন্যই লাভদায়ক হবে না। এটা হবে কিনা, সেটা তো আমি বলতে পারব না। তবে যদি সত্যি এমন কিছু ঘটে, তা হলে বুঝতে হবে ওদের (বিসিসিআই ও কোহলি) সম্পর্ক খুব একটা ভালো নয়। এ ছাড়া যে অধিনায়ক বিদেশের মাটিতে ভারতের হয়ে সবচেয়ে বেশি টেস্ট জিতেছে, তাঁকে অধিনায়ক পদ থেকে সরানোর আর কোনো কারণ থাকতে পারে বলে আমার মনে হয় না।’
বাট আরও বলেন, একটা সিরিজের ফলাফলের ভিত্তিতে কোনও সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। তিনি বলেন, ‘আমার মনে হয় না এমনটা হবে। একটা সিরিজের জন্য ওর অধিনায়কত্বের ওপর প্রভাব পড়বে বলে মনে হয় না। এই সব জিনিস যত কম হয়, ততই ভালো। এবং যদি বেশি পরিমাণে এমনটা হয় তা ক্রিকেটের পক্ষে ক্ষতিকারক।’
২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্ট দিয়ে শুরু হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের টেস্ট সিরিজ। যার জন্য এখন জোরকদমে চলছে ভারতীয় দলের অনুশীলন। ঘরের মাঠে কিউয়িদের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে রেকর্ড জয়ের পর কোহলি-দ্রাবিড় জুটির এ বার বিদেশের মাঠে পরীক্ষার পালা।
আরও পড়ুন: Rishabh Pant: বিশেষ সম্মান, উত্তরাখণ্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঋষভ পন্থ