Chris Silverwood: শ্রীলঙ্কার নতুন কোচের দায়িত্বে রুটদের প্রাক্তন হেডস্যার ক্রিস সিলভারউড
দুই বছরের চুক্তিকে ইংল্যান্ডের জাতীয় দলের প্রাক্তন কোচ সিলভারউডের সঙ্গে চুক্তি করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (SLC)।
নয়াদিল্লি: চলতি বছরের অ্যাসেজ সিরিজে (Ashes Series) ইংল্যান্ডের (England) চুড়ান্ত ভরাডুবির পর কোচের দায়িত্ব থেকে বরখাস্ত হয়েছিলেন ক্রিস সিলভারউড (Chris Silverwood)। ফেব্রুয়ারি মাসে চাকরি খুইয়েছিলেন জো রুটদের (Joe Root) কোচ। ঠিক ২ মাসের মাথায় নতুন চাকরি পেয়ে গেলেন সিলভারউড। শ্রীলঙ্কা (Sri Lanka) দলের নতুন কোচের ভূমিকায় এ বার দেখা যাবে রুটদের প্রাক্তন হেডস্যারকে। দুই বছরের চুক্তিকে ইংল্যান্ডের জাতীয় দলের প্রাক্তন কোচ সিলভারউডের সঙ্গে চুক্তি করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (SLC)। শেষ কাজ হিসেবে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন সিলভারউড। এ বার দেখার নতুন দলের হয়ে তিনি কী করতে পারেন।
এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সিইও অ্যাশলি ডি সিলভা বলেছেন, “আমরা ক্রিসকে জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ করতে পেরে আনন্দিত। তিনি একজন অত্যন্ত অভিজ্ঞ কোচ এবং নিয়োগ প্রক্রিয়ায় তাঁর সঙ্গে হওয়া আমাদের আলোচনা থেকে এটা স্পষ্ট যে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যেমন কোচ চাই, তাঁর মধ্যে সেই প্রয়োজনীয় গুণাবলী রয়েছে।”
নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত সিলভারউডও। তিনি বলেন, “আমি শ্রীলঙ্কার সঙ্গে কাজ করার জন্য ভীষণ উত্তেজিত। আমি কলম্বোতে যাওয়ার এবং দলের সঙ্গে নতুন একটা শুরু করার জন্য অপেক্ষা করতে পারছি না। দলের খেলোয়াড়রা প্রতিভাবান এবং আমি খুব শীঘ্রই খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে দেখা করব। নতুন দলের হয়ে কাজ শুরু করার জন্য মুখিয়ে রয়েছি আমি।”
Sri Lanka Cricket wishes to announce the appointment of Chris Silverwood, Former England Men’s Head Coach, and player, as the Head Coach of the National Men’s team.
READ: https://t.co/IvF4ATBU01 #SLC #LKA
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) April 9, 2022
চলতি বছরের মে মাসে বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা। সেই সিরিজ থেকেই দলের দায়ভার সামলাবেন সিলভারউড।
আরও পড়ুন: IPL 2022: ওই ক্রিকেটারকে চিরনির্বাসিত করে দেওয়া হোক, চাহালের পাশে দাঁড়িয়ে বলছেন শাস্ত্রী